Salman Abrar

Salman Abrar Assalamualaikum, Welcome to my page "Salman Abrar". For emergency contact:

[email protected]

স্কিল না থাকলে AI যতই সাহায্য করুক, ভবিষ্যত কঠিন।
02/09/2025

স্কিল না থাকলে AI যতই সাহায্য করুক, ভবিষ্যত কঠিন।

16/08/2025

কতদিন পর কাজে বসলাম, আর আজ কারেন্ট আমার সাথে লুকোচুরি খেলতেছে।🙄

14/08/2025

জামশেদ মজুমদারের Ghorer Bazar BD-এর মার্কেটিং লেভেল দেখুন—২৭০টা অ্যাড রান! 📈🔥

নতুন দুই অতিথি 🌱
09/08/2025

নতুন দুই অতিথি 🌱

রংপুর বৃক্ষ মেলা 🌲
08/08/2025

রংপুর বৃক্ষ মেলা 🌲

পাখির ডাক, ধানক্ষেত আর নির্মল হাওয়া—এই তো জীবনের আসল সুখ।
30/07/2025

পাখির ডাক, ধানক্ষেত আর নির্মল হাওয়া—
এই তো জীবনের আসল সুখ।

🔥 মাত্র ১টা পোস্ট ভাইরাল হয়েই ৪ দিনে ৫৪,০০০+ ভিউস! 🔥এই পোস্টে এখন পর্যন্ত: ✅ 3.2K+ লাইক✅ 1.2K+ কমেন্ট✅ ৪ দিনে ৫৪K+ ভিউসএ...
29/07/2025

🔥 মাত্র ১টা পোস্ট ভাইরাল হয়েই ৪ দিনে ৫৪,০০০+ ভিউস! 🔥
এই পোস্টে এখন পর্যন্ত: ✅ 3.2K+ লাইক
✅ 1.2K+ কমেন্ট
✅ ৪ দিনে ৫৪K+ ভিউস

এই হচ্ছে USA টার্গেটেড গ্রুপ মার্কেটিং এর আসল পাওয়ার!
একটা মাত্র পোস্ট যদি ঠিকভাবে ভাইরাল হয়, তাহলে রেজাল্ট চোখের সামনে।

📈 যারা এখন নতুন গ্রুপ খুলে মার্কেটিং করতে চাও, বা নিজের বিজনেস/প্রোডাক্ট/সার্ভিস মার্কেট করতে চাও — এখনই সেরা সময়।

📌 আমি রেজাল্ট দিয়ে প্রমাণ করেছি — গ্রুপ মার্কেটিং এখনো গোল্ডমাইন!
📌 পোস্ট ভাইরাল করাতে চাইলে বা মার্কেটিং টিপস লাগলে ইনবক্স করো।
📌 স্ক্রিনশট নিচে দেওয়া আছে — রেজাল্ট নিজেই দেখো!

👉 দেরি না করে শুরু করো আজ থেকেই!

বাচ্চাদের লাশের পাশে চাঁদার বাক্স, আর যৌনকর্মীদের জন্য ২ কোটি টাকার অনুদান! এ কেমন রাষ্ট্রনীতি?সম্প্রতি মাইলস্টোন স্কুলে...
22/07/2025

বাচ্চাদের লাশের পাশে চাঁদার বাক্স, আর যৌনকর্মীদের জন্য ২ কোটি টাকার অনুদান! এ কেমন রাষ্ট্রনীতি?

সম্প্রতি মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। অথচ এই সরকারের প্রধান উপদেষ্টা শারমিন কিছুদিন আগেই যৌনকর্মীদের জন্য ২ কোটি টাকা অনুদান দিয়েছেন—সরকারি খাত থেকেই।

👉 একদিকে পরিবারগুলো কাঁদছে সন্তানের লাশ নিয়ে,
👉 অন্যদিকে সরকার টাকাপয়সা ঢালছে যৌনপেশা আর বিকৃত যৌন চিন্তার পেছনে।

এটা কি জনগণের সরকার? নাকি বিকৃত চিন্তার লালনকারী কোন এজেন্ডাভিত্তিক প্রশাসন?

এই সরকারের কার্যক্রম স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে—তারা সদাচার নয়, সমকামীতা ও যৌন উচ্ছৃঙ্খলতাকেই উৎসাহ দিচ্ছে।

আজ বাচ্চাদের লাশ দেখে চোখ ভিজছে আমাদের,
আর আপনারা ঠিক তখনই হাত বাড়াচ্ছেন টাকার জন্য?
রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই? না ইচ্ছার অভাব?

বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (OHCHR)-এর তিন বছরের চুক্তি এখন শুধু ‘সহযোগিতা’ নয় — বরং একটি দীর্ঘ...
19/07/2025

বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (OHCHR)-এর তিন বছরের চুক্তি এখন শুধু ‘সহযোগিতা’ নয় — বরং একটি দীর্ঘমেয়াদী সামাজিক প্রকল্পের প্রথম ধাপ।
এই চুক্তির মাধ্যমে আন-অফিশিয়ালি LGBTQ বৈধতার দিকেই বাংলাদেশকে ঠেলে দেওয়া শুরু হয়ে গেছে।
এটা কেবল শুরু — আরো অনেক কিছু ঘটার বাকি।

অন্যদিকে, যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ-আন্দোলন, দমন-পীড়ন, ও নির্বাচনী সহিংসতার পরিপ্রেক্ষিতে,
জনগণের দাবি ছিল:

গণহত্যার বিচার করা হবে,

একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে,

এবং জুলাইয়ের মধ্যে অন্তর্বর্তী সনদ প্রকাশ করে রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করা হবে।

কিন্তু এই তিনটি প্রধান দায়িত্বেই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
না বিচার, না নির্বাচনী স্থিতিশীলতা, না ঘোষিত সনদ — কিছুই বাস্তবায়ন হয়নি।

আমরা ভুলে যাইনি —
OHCHR ছিল সিরিয়া, সুদান, কঙ্গো, ইয়েমেনসহ বহু দেশে।
সেখানে তারা মানবাধিকারের নাম করে প্রবেশ করেছিল — আর রেখে গেছে অস্থিরতা, গৃহযুদ্ধ, ও বিদেশি হস্তক্ষেপ।

বাংলাদেশেও কি শুরু হলো তেমনই এক নীরব ‘প্রক্রিয়া’?
আমরা কি প্রস্তুত, না কি আবারও নিরব দর্শক হয়ে থাকব?

১। প্রথমে ChatGPT ওপেন করবেন২। তারপর নিজের ফটো Upload করবেন৩। তারপর এই Prompt টি দিবেন -A hyper-realistic cinematic scen...
19/07/2025

১। প্রথমে ChatGPT ওপেন করবেন

২। তারপর নিজের ফটো Upload করবেন

৩। তারপর এই Prompt টি দিবেন -

A hyper-realistic cinematic scene shows a man floating mid-air in slow motion during twilight, surrounded by drifting particles and soft ambient fog. He has black tousled styled hair, slightly lifted by the breeze. He wears a minimalist white t-shirt glowing subtly on his chest in crisp white light, clearly visible. His dark jeans move gently with the air, and his glowing white sneakers emit a soft, ethereal shine. Around his body, arcs of lightning-like energy spiral slowly, glowing in soft electric white with faint bluish tendrils, as if pulsing with sound and power. The background is a vast rooftop above a futuristic city skyline, bathed in golden hour tones - deep blues, soft purples, and faint orange reflections on the glass buildings. Thin ambient light waves ripple around him, suggesting a silent resonance. A light breeze lifts the edge of his shirt. Cinematic backlighting outlines his silhouette, enhancing the surreal yet peaceful atmosphere. Ultra-detailed textures, realistic skin and fabric shadows, sharp depth of field. Shot with a 55mm lens in UHD 8K. Feels like real DSLR footage, not Al-generated. No fantasy colors, no surreal elements

📍 পছন্দ মতো ইমেইজ জেনারেট না হলে আবার রিজেনারেট করবেন অথবা নিজের মতো করে প্রম্পট একটু কাস্টমাইজড করে নিবেন।

14/04/2024

বাংলা নববর্ষ।
#নববর্ষ #পহেলা_বৈশাখ

29/03/2024

ইসলাম ⚖️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Salman Abrar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salman Abrar:

Share

Category