21/07/2025
বাঙালীদের প্রতি আমি খুবই হতাশ। নাইজেরিয়ান এক পেইজ, নাম হলো 'এনোনিমাস মেইন পেজ' যাদের কাজই হলো স্ক্যাম টাইপ ফেইক পোস্ট দেয়া। সেই পেইজে গতকাল এক আর্কিটেক্টের বরাত থেকে পোস্ট দিয়েছিলো একটা স্কুল ধ্বসে পড়বে পুওর মেইনটেনেন্সের কারণে। অথচ বাংলাদেশে ধ্বসে পড়ছে প্লেন। কোনোধরনের মেইনটেনেন্স প্রবলেম বা আর্কিটেকচারের সমস্যার কারণে হয়নি। ঐ পেইজে গতকাল বহুবার মানুষ জিজ্ঞেস করার পরেও তারা রিপ্লাই দেয়নি এটা পৃথিবীর কোন দেশে ঘটবে। আর এখন এই ফেক পেইজের নিউজ বাঙালীরা বিশ্বাস করে শেয়ার দিয়ে ভীতি সৃষ্টি করার কারণে তারা ক্রেডিট নিচ্ছে। এমন ভান করছে তারা আগে ভবিষ্যদ্বানী করেছিলো। ভাই ইংরেজি পড়তে না পারলে চ্যাটজিপিটিকে দিয়ে বলেন অর্থ বলে দিবে। তাও ভুলভাল গুজব বিশ্বাস কইরেন না। এখন আমি যদি বলি আজ বাংলাদেশে একজন মানুষ মারা যাবে গুলি খেয়ে, অথচ মারা গেল হার্ট এটাকে। আমি কি বলব আমার কথা মিলে গেছে? তারা আবার গুজব ছড়াচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের হাসপাতালে বা হোটেলে নাকি বোম ব্লাস্ট হবে। এটাও ফেক গুজব কিছুদিন ওয়েট করলেই বুঝবেন।
বাঙালিদের প্রতি হতাশার আরেক কারণ এরা হাজারে হাজারে গিয়ে ভীড় করতেছে দূর্ঘটনার স্থানে, হাসপাতালে। এদের কারণে চিকিৎসা ব্যহত হচ্ছে, প্রয়োজনীয় লোকজন যেতে পারছে না। সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করছে, নেতারা লোকজন নিয়ে ভীড় করছে৷ কি আর বলব। এই দেশের হবে কি!
আরো মেজাজ খারাপ হইছে স্বপ্ন সুপারশপের একশো টাকার আনলিমিটেড আইসক্রিম খাওয়ার ভিডিও দেখে। তিন মিনিটে আনলিমিটেড আইসক্রিম খাওয়া যাবে। মানুষ পাগলের মত নাকে মুখে কোনোমতে চার পাঁচটা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম জিনিসটা খাওয়ার মজাই হলো আরাম করে আস্তেধীরে রসিয়ে রসিয়ে। জোর করে বরফ খাওয়ার মধ্যে আনন্দের কি আছে। উলটা টর্চার। এমন যদি হতো আইসক্রিম কোনো উপকারী জিনিস, তাও মানতাম। একে তো ক্ষতিকর তার ওপর মজাও পাচ্ছে না৷ এদের দেখেই রাগ লাগতেছে।
হতাশ এই দেশের জনগনের প্রতি। খুবই হতাশ৷ বিদেশের ভিসা দেন কেউ প্লিজ, আমি চলে যেতে চাই।
©️