Priyo Debidwar

Priyo Debidwar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priyo Debidwar, Digital creator, Dhaka.
(4)

দেবিদ্বারের মোহাম্মদপুরে কৃষক থেকে পাইকারি সবজি কিনতে না পেরে ৬০ শতাংশ জমির লাল শাক ও ডাটা শাক কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেও...
29/08/2025

দেবিদ্বারের মোহাম্মদপুরে কৃষক থেকে পাইকারি সবজি কিনতে না পেরে ৬০ শতাংশ জমির লাল শাক ও ডাটা শাক কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে স্হানীয় সবজি ব্যবসায়ী সোহেল নামে এক ব্যক্তির নামে।

জানা যায়, মোহাম্মদপুরের কৃষক শহীদ মিয়া থেকে ৬০ শতাংশ জমির পুরো লাল ও ডাটা শাক পাইকারি ক্রয় করেন একই গ্রামের পাইকারি ব্যবসায়ী ফারুক।
যার বাজার মূল্য ৭০ হাজার টাকা। বর্তমানে এ সবজির ব্যাপক চাহিদা থাকায় একই গ্রামের সোহেল নামে এক ব্যবসায়ী কেনার আগ্রহ ছিল। কিন্তু তারই আগে ফারুক কিনে নেয়। এ ক্ষোভে সোহেল মিয়া কৃষক শহীদের সাথে স্হানীয় একটি চা দোকানে কথা কাটাকাটি ও ক্ষোভ জাড়েন। এবং সবজি কোথায় বিক্রি করবে বলে হুমকি দেন।
তারই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ফসলি জমির আগাছা নিধণের কীটনাশক দিয়ে পুরো দুটো জমির শাক সবজি জ্বালিয়ে দেন সে এমন অভিযোগ করেন কৃষক শহীদ মিয়া ও ব্যবসায়ী ফারুক।
ঘটনার দিন ভোর রাত ৪ টার সময় অভিযুক্ত ব্যক্তি সোহেল'কে ফসলি মাঠ থেকে ওঠে বাড়ির দিকে যেতে দেখেন ফারুক মিয়া। এ নেক্কারজনক ঘটনায় এলাকাজুড়ে তিব্র নিন্দার ঝড় বইছে।
এ বিষয়ে ব্যবসায়ী ফারুক অভিযুক্ত সোহেল এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

23/08/2025

হায়রে মৃত্যু.....

23/08/2025
13/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/08/2025

কুমিল্লার রামচন্দ্রপুরে অতিরিক্ত মদ্যপানে
দুই তরুনের মৃত্যু।

02/08/2025

এটা জন্মদিনের সারপ্রাইজ হলে
চুরির শাস্তি কি হতে পারে।
ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পাবেন।

পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ফিরল নিথর ছেলে.. এমন করুন মৃত্যু কাম্য নয়!!! মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু...
01/08/2025

পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ফিরল নিথর ছেলে.. এমন করুন মৃত্যু কাম্য নয়!!!

মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে।

সারাদিনের আনন্দময় বিয়ের অনুষ্ঠান শেষে, বিয়ের পিড়িতে বসা হলো না অমিত কুমারের। বর অমিত কুমার সরকার তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে আবেগভরে বিদায় নিচ্ছিলেন কনের বাড়িতে। সাজানো বিয়ের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো মাকে জড়িয়ে ধরেন তিনি। পাশে ছিল আরও কয়েকটি গাড়ির বহর, সবই কনের বাড়ির পথে যাত্রার জন্য প্রস্তুত।

কিন্তু কে জানতো, জীবনের সবচেয়ে সুখের এই মুহূর্তটিই হবে অমিতের জীবনের শেষ যাত্রা?

যাত্রাপথেই হঠাৎ অমিতের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে থাকা স্বজনেরা দ্রুত তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। ঢাকার ল্যাবএইড হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অমিত কুমার সরকার।

এই হৃদয়বিদারক মৃত্যু শুধু একটি প্রাণকেই নিভিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে দুটি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি আর ভবিষ্যতের রঙিন ক্যানভাস। সদ্য বিয়ের সিঁদুর পরা কনের জন্য এ যেন এক অন্ধকার পৃথিবীর দ্বার।

মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে।
৩১শে জুলাইয় ২০২৫ এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে, জীবনের অনিশ্চয়তা কতটা নিষ্ঠুর হতে পারে।
কুমিল্লা, চান্দিনা।

01/08/2025

আসছে সবাই বিয়ে খেতে। কে জানতো বিয়ে বাড়ি যে মরা বাড়িতে পরিণত হবে? ভগবান এত নিষ্ঠুর কেন? পর পর ২ ভাইকে ভগবান তার কাছে নিয়ে গেল😭😭

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

বিয়ে বাড়িতে আজ শোকের ছায়া।

গতকাল রাতে বর সেজে বিয়ে করতে যাওয়ার পথে আমার বন্ধু আশিকের বড় ভাই অমিত(রিপন) দাদা কাচপুরে হার্ট ব্লক হয়ে মারা গেছে।

আজ থেকে ৩/৩.৫ বছর আগে আমার বন্ধু আশিশও সেইম ভাবে হার্ট ব্লক হয়ে মারা যায়। আর আজ তার বড় ভাই।

তারা ২ ভাই ছিলো।সাড়ে তিন বছরের মাথায় দুই ভাইয়ের এক ভাই ও নাই। কি করে থাকবে তার বাবা মা। মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল লা*স হয়ে🥲🥲। পর পর ২ পুত্রশোক পিতা মাতা ভোগ করবে কিভাবে। হে ঈশ্বর আপনি তাদের ধৈর্য ধরার ক্ষমতা দান করুন।

যখনই দেখা হতো অমিত দাদা বলতো ছোট ভাই কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? সবসময় হাসি মুখে কথা বলতে। তারা দুই ভাই ই ছিল হাসিখুশি।

ফেরার কথা বউ নিয়ে ফিরল লাশ হয়ে........২ বছরের ব্যাবধানে দুই ছেলের মৃত্যু শোকে বাবা মা পাথর....
01/08/2025

ফেরার কথা বউ নিয়ে
ফিরল লাশ হয়ে........
২ বছরের ব্যাবধানে দুই ছেলের মৃত্যু শোকে বাবা মা পাথর....

Address

Dhaka

Telephone

+8801719790941

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Debidwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Debidwar:

Share