07/09/2025
দরীদ্র পরিবার থেকে উঠে আসা ছেলে নাসুম। বাবার কষ্টের উপার্জনে আর নিজের সামর্থের সবটুকু ঢেলে দিয়ে ২০২১ সালে পা রাখেন জাতীয় দলে। ২০২০ সালে হারিয়েছেন মাকে। ৫২ বছর বয়সী মায়ের মৃত্যুর পরই বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন। যার ফলে, নাসুমের আপন ছোট বোন বাবার সাথে না থেকে বর্তমানে থাকছেন নাসুমের কাছেই। সন্তান হিসেবে বাবার প্রতি যেমন দায়িত্বশীল নাসুম, ঠিক তেমনি একমাত্র ছোট বোনের প্রতিও বেশ যত্নবান তিনি। আলাদা থাকলেও প্রতি মাসেই বাবার ভরনপোষণসহ যাবতীয় খরচের জন্য নির্দিষ্ট পরিমান অর্থ নাসুম পাঠান তার বাবাকে। বারবার অনুরোধ করার পরও বর্তমান প্রফেশন ছেড়ে আসেননি তার বাবা।
© Videons