Ali and Others

Ali and Others Error and Error
(37)

গতকাল যাকে আমরা আগুনে দগ্ধ শরীর নিয়ে কাঁদতে কাঁদতে হেটে যেতে দেখেছিলাম,সেই আরিয়ান আর নেই…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...
22/07/2025

গতকাল যাকে আমরা আগুনে দগ্ধ শরীর নিয়ে কাঁদতে কাঁদতে হেটে যেতে দেখেছিলাম,
সেই আরিয়ান আর নেই…
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন…

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
22/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭😭😭

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔

প্রথম ম্যাচে অনুমতি ছিল, তবে দর্শকরা সেটির প্রতিদান ভালো ভাবে দেননি। ম্যাচ শেষে ইস্টার্ন গ্যালারীর অংশ থেকে প্লাস্টিকের ...
22/07/2025

প্রথম ম্যাচে অনুমতি ছিল, তবে দর্শকরা সেটির প্রতিদান ভালো ভাবে দেননি। ম্যাচ শেষে ইস্টার্ন গ্যালারীর অংশ থেকে প্লাস্টিকের বোতল, প্যাকেট মাঠের দিকে ছুঁড়তে দেখা যায় বেশ কিছু দর্শকদের।

এছাড়া ম্যাচ শেষে যার যার পানির বোতল, চিপসের প্যাকেটসহ আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার কথা থাকলেও নিয়ম মানেননি দর্শকরা। বেশ কয়েকটি গ্যালারীর ওয়াশরুমও আবর্জনা দিয়ে ক্ষতিগ্রস্থ করেছেন দর্শকরা।

ফলস্বরূপ পরের ম্যাচ থেকেই দর্শকদের জন্য এই সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এক পোস্টে বাংলা সাহিত্যের কনফিউশান দূর করুন।০১। একাত্তরের দিনগুলি—জাহানারা ইমাম০২। একাত্তরের ডায়েরী—সুফিয়া কামাল০৩। এক...
22/07/2025

এক পোস্টে বাংলা সাহিত্যের কনফিউশান দূর করুন।

০১। একাত্তরের দিনগুলি—জাহানারা ইমাম
০২। একাত্তরের ডায়েরী—সুফিয়া কামাল
০৩। একাত্তরের ঢাকা—সেলিনা হোসেন
০৪। একাত্তরের নিশান—রাবেয়া খাতুন
০৫। একাত্তরের বর্ণমালা—এম আর আখতার মুকুল
০৬। একাত্তরের কথামালা—বেগম নুরজাহান
০৭। একাত্তরের সাহিত্য—বশির আল হেলাল
০৮। একাত্তরের বিজয়গাঁথা—মেজর রফিকুল ইসলাম
০৯। একাত্তরের যীশু—শাহরিয়ার কবির
১০। একাত্তরঃ করতলে ছিন্নমাথা—হাসান আজিজুল হক
১১। একাত্তরের রনাঙ্গন—শামসুল হুদা চৌধুরী
১২। একাত্তরের গণহত্যা—বশির আল হেলাল
১৩। একাত্তরের অগ্নিকন্যা—তুষার আব্দুল্লাহ
১৪। একাত্তরের স্মৃতিময় দিনগুলি—অধ্যাপিকা হোসনে আরা আজাদ।
১৫। একাত্তরের চিঠি ( পত্র সংকলন)—সংকলনে প্রথম আলো ও গ্রামীণফোন।
১৬। একাত্তরের পথের ধারে—শাহরিয়ার কবির
১৭। একাত্তর উপাখ্যান—সাইদ হাসান দারা
১৮। একাত্তরের নারী—মালেকা বেগম
১৯। একাত্তরের ঘাতক ও দালালরা—আজাদুর রহমান চন্দন।
২০। একাত্তরের যুদ্ধশিশু—সাজিদ হোসেন
২১। একাত্তরের স্মৃতি—বাসন্তী গুহঠাকুরতা
২২। একাত্তরের স্মৃতিচারণ—আহমেদ রেজা
২৩। একাত্তরের নয়মাস—রাবেয়া খাতুন
২৪। একাত্তরের নয়মাস—মোঃ আনোয়ারুল কাদির
২৫। একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন -আসাদুজ্জামান আসাদ।
২৬। একাত্তরের বধ্যভূমি ও গণকবর—সুকুমার বিশ্বাস
২৭। একাত্তরঃ নির্যাতনের কড়চা—আতোয়ার রহমান
২৮। একাত্তরের দুঃসহ স্মৃতি—শাহরিয়ার কবির
২৯। একাত্তরের গণহত্যা,নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার—শাহরিয়ার কবির
৩০। একাত্তরের ঘাতক ও দালালদের বিচার—মোস্তাক হোসেন।

৩১। সাহিত্য সংস্কৃতি জীবন—আবুল ফজল।
৩২। সাহিত্য ও সংস্কৃতি সাধানা—আবুল ফজল।
৩৩। সংস্কৃতির ভাঙ্গা সেতু—আকতারুজ্জামান ইলিয়াস।
৩৪। সংস্কৃতির চড়াই উৎরাই—শওকত ওসমান
৩৫। সংস্কৃতির সংকট—বদরুদ্দিন ওমর।
৩৬। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা—বদরুদ্দিন ওমর
৩৭। সংস্কৃতির রূপান্তর—গোপাল হালদার।
৩৮। সংস্কৃতির কথা—মোতাহের হোসেন চৌধুরী
৩৯। সাহিত্য ও সংস্কৃতি—মো. আব্দুল হাই।
৪০। সাহিত্য সংস্কৃতি চিন্তা—আহমদ শরীফ।
৪১। অরন্য সংস্কৃতি—আবদুস সাত্তার

৪২। বামুনের মেয়ে (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩। বেদের মেয়ে (নাটক)—জসীমউদ্দীন
৪৪। গরীবের মেয়ে (উপন্যাস)—নজীবর রহমান
৪৫। বিশ শতকের মেয়ে (উপন্যাস)—নীলিমা ইব্রাহিম
৪৬। বেণের মেয়ে (উপন্যাস)—হরপ্রসাদ শাস্ত্রী
৪৭। ধানকন্যা (গল্পগ্রন্থ)—আলাউদ্দিন আল আজাদ
৪৮। কাশবনের কন্যা (উপন্যাস)—শামসুদ্দীন আবুল কালাম।
৪৯। কুচবরণ কন্যা (শিশুতোষ গ্রন্থ)—বন্দে আলী মিয়াঁ
৫০। বিষ কন্যা (কাব্যগ্রন্থ)—আশরাফ সিদ্দিকী

৫১। পদ্মাবতী (নাটক)—মাইকেল মধুসূদন দত্ত
৫২। পদ্মাবতী (কাব্য)—আলাওল
৫৩। পদ্মাবতী (সমালচনামূলক)—সৈয়দ আলী আহসান।
৫৪। পদ্মরাগ (উপন্যাস)—বেগম রোকেয়া।
৫৫। পদ্মগোখরা (গল্প)—কাজী নজরুল ইসলাম।
৫৬। পদ্মা নদীর মাঝি (উপন্যাস)—মানিক বন্দ্যোপাধ্যায়।
৫৭। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)— আবুল কালাম শামসুদ্দিন।

৫৮। পঞ্চতন্ত্র (রম্যরচনা)—সৈয়দ মুজতবা আলী
৫৯। পঞ্চভূত (রম্যরচনা)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬০। পঞ্চনারী পদ্য (কাব্য)—মীর মশাররফ হোসেন
৬১। পঞ্চশর (গল্পগ্রন্থ)—পেমেন্দ্র মিত্র
৬২। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৩। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৪। সঞ্চরণ (গবেষণামূলক গ্রন্থ)—কাজী মোতাহার হোসেন।
৬৫। সঞ্চয়িতা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬। সঞ্চিতা (কাব্য)—কাজী নজরুল ইসলাম

৬৭। দেনা পাওনা (ছোট গল্প)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮। দেনা পাওনা (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৬৯। মরুভাস্কর (জীবনীগ্রন্থ)—মোহাম্মদ ওয়াজেদ আলী।
৭০। মরু-ভাস্কর (কাব্য)—কাজী নজরুল ইসলাম
৭১। মরুশিখা (প্রবন্ধ)—যতীন্দ্রনাথ সেনগুপ্ত

৭২। আত্মঘাতী বাঙালী (প্রবন্ধ)—নীরদচন্দ্র চৌধুরী
৭৩। ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ)—এস. ওয়াজেদ আলী।

৭৪। শেষ লেখা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৫। শেষের কবিতা (উপন্যাস)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৬। শেষ প্রশ্ন (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৭। শেষের পরিচয় (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭৮। শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)—জহির রায়হান

©

11/07/2025

আমাদের নাসির ভাই খুব মনোযোগ দিয়ে গান শুনতেছে 🤣

07/07/2025

Huuus

29/06/2025

ডালপা-মকিমপুর ব্রিজের আসল ঘটনা।🙂 কার মৃ*-ত্যু কখন কিভাবে আসে কেও বলতে পারবে না।😔 সবাই একটু সাবধানতা অবলম্বন করে চলা ফেরা করবেন। আর এরকম লাফালাফি থেকে বিরত থাকবেন প্লিজ"🙏 এই ভিডিও টা দেখে অনেক খারাপ লাগতেছে।😔

#ডালপা_বিল #কুমিল্লা #রনিভাই #কুমিল্লা #মকিমপুর
-কালেক্টেড

25/06/2025
11/04/2025

Snow-storm in Bangladesh! 🌨️

মুগ্ধতার মৃ**ত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়!🖤
12/07/2024

মুগ্ধতার মৃ**ত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়!🖤

07/06/2024

শৈশবের স্মৃতি 💔

ভোর বেলার চিত্র।
06/06/2024

ভোর বেলার চিত্র।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ali and Others posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ali and Others:

Share