05/11/2025
🔶 হারানো বিজ্ঞপ্তি 🔶
📅 তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
🕛 সময়: দুপুর ১২:৩৫ মিনিট
📍 স্থান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
👨 হারানো ব্যক্তির নাম: মোঃ আজহারুল ইসলাম
🏠 ঠিকানা: গ্রাম – হেরপেটি, ডাকঘর – পেরপেটি, ইউনিয়ন – আদ্রা, উপজেলা – বরুড়া, জেলা – কুমিল্লা
📘 পাসপোর্ট নং: EK0373492
📖 ঘটনার বিবরণ:
মোঃ আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। সম্প্রতি জানা যায় যে ওমান CID পুলিশ তাঁকে দেশে পাঠিয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্সের (Flight No: 6E1117) মাধ্যমে তিনি ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে সেই সময় থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং এখন পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
✈️ তাঁর সাথে একই ফ্লাইটে নিম্নলিখিত ব্যক্তিরাও ছিলেন:
মোঃ আসাদুল হক
মোঃ সিরাজ উদ্দিন
মোঃ এরশাদ
মোঃ রাব্বি হাসান
যদি কেউ তাঁর বা উপরোক্ত যাত্রীদের কাউকে দেখতে পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন 👇
📞 01312-261116
📞 01611-024220
🙏 যে কোনো সহৃদয় ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানালে কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন যাতে দ্রুত সন্ধান পাওয়া যায়।