Voice Of MeHu

Voice Of MeHu তুমি আমার নও তো সুখ
তুমি সুখের বেদনা 🦋
(3)

রাজশাহীর মানুষের সাথে শুধু আমের🥭 সিজনে সম্পর্ক ভালো রাখবেন না😉, তাদের সাথে সারা বছরই সম্পর্ক ভালো রাখুন 🤣তাহলে আমের সিজন...
05/09/2025

রাজশাহীর মানুষের সাথে শুধু আমের🥭 সিজনে সম্পর্ক ভালো রাখবেন না😉, তাদের সাথে সারা বছরই সম্পর্ক ভালো রাখুন 🤣
তাহলে আমের সিজনে আম, গুড়ের সিজনে গুড় আর তালের সিজনের তালও পাবেন 🥰

ধন্যবাদ Israt Rakhi for তাল 🤝

তুমি ছিলে আমার শেষআঘাত!এরপর আর কিছুই আমাকেস্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।মাঝরাত...
04/09/2025

তুমি ছিলে আমার শেষ
আঘাত!
এরপর আর কিছুই আমাকে
স্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।
মাঝরাতের দুঃস্বপ্নের মতো
এসেছিলে, কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড় কঠিন। শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয়,
আমি শুধু ধৈর্য্য চেয়েছি।

28/08/2025
একটা সময় আপনার মনে হবে 'আপনি এক সময় বোকা ছিলেন! প্রচুর পাগলামি করতেন! একটা মানুষ,যার আপনার জন্য বিন্দুমাত্র টান ছিলো না,...
20/08/2025

একটা সময় আপনার মনে হবে 'আপনি এক সময় বোকা ছিলেন! প্রচুর পাগলামি করতেন! একটা মানুষ,যার আপনার জন্য বিন্দুমাত্র টান ছিলো না,সে মানুষ টার জন্য আপনার পাগলামি করতেন প্রচুর! সে একটু দেরি করে রিপ্লাই দিলেও অভিমানে আপনার চোখ ভিজে যেতো! তার খবর না পেলে অস্থির হয়ে যেতেন৷ নাওয়া খাওয়া ভুলে যেতেন! কত্ত কত্ত পাগলামি করেছেন,তা কেবল আপনি ই জানেন!
সেই মানুষ টা আপনার 'সিরিয়াসনেস' দেখে বিরক্ত হয়ে যেতো,না?

অনেক বছর পর আপনার মনে হবে 'একটা ভুল মানুষ এর জন্য আপনি অনেক টা সময়,আবেগ,ভালোবাসা নষ্ট করে ফেলেছেন! ভুল মানুষ এর পাল্লায় পড়ে সব শেষ করে ফেলেছিলেন!'

আপনার বারবার মনে হবে 'হাহা! কি বোকা যে ছিলাম! ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম!

#শখের_বেডা

Financial condition:
18/08/2025

Financial condition:

হঠাৎ করে মনে পড়লো আজ ১৫ আগস্ট। "Can you believe it? " আজ ১৫ ই আগস্ট কিন্তু কোন গান বাজনা নাই, বিরিয়ানি নিয়া কারাকারি নাই...
15/08/2025

হঠাৎ করে মনে পড়লো আজ ১৫ আগস্ট। "Can you believe it? " আজ ১৫ ই আগস্ট কিন্তু কোন গান বাজনা নাই, বিরিয়ানি নিয়া কারাকারি নাই মারামারি নাই🙄
বাংগালী এত বছরের অভ্যাস ভুলে গেলো? 🤔
মানে কেমন জানি খালি খালি লাগতাছে আর কি 🤣🤣🤣🙏🙏🙏

"জীবনে যেদিন প্রথম খুব বাজেভাবে ঠকে গেলাম , মাথায়  প্রথম প্রশ্নটাই এসেছিলোঃ 'কেন এমনটাই হলো আমার সাথে?আমি হন্যে হয়ে সেই ...
14/08/2025

"জীবনে যেদিন প্রথম খুব বাজেভাবে ঠকে গেলাম , মাথায় প্রথম প্রশ্নটাই এসেছিলোঃ 'কেন এমনটাই হলো আমার সাথে?
আমি হন্যে হয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতাম প্রতিনিয়ত। কেন আমাকে এমন বিশ্রী ভাবে ঠকানো হলো? কেন আমার সাথে এমন অন্যায় করা হলো? আমার কী এমন অপরাধ ছিলো?
আমি বহুবার হাজারবার ভেবেও উত্তর খুঁজে পাই নি। যে আমাকে ঠকিয়েছিলো, তাকেও আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, কেন আমার সাথে এমনটা করলো সে। সেই 'কেন' এর উত্তর এখন অব্দি আসে নি!আসবেও না কখনো!
একটা পর্যায়ে গিয়ে আমি নিজেই উত্তরটা খুঁজে পেলাম।
আপনাকে যখন কেউ কষ্ট দিবে, অনেক ক্ষেত্রেই সেই কষ্টের পেছনে আপনার কোনো অপরাধ থাকবে না। আপনাকে স্রেফ বিনা কারণে কষ্ট দেওয়া হবে!! ভীষণ যন্ত্রণা দেওয়া হবে!
আপনি কাউকে তীব্রভাবে বিশ্বাস করে ভাবলেন, সে আপনার বিশ্বাসের মূল্য দিবে। অথচ সেই মানুষটা কেবল তার নিজের ইচ্ছাকে মূল্য দিয়ে আপনার বিশ্বাস এক নিমেষে ভেঙ্গে দিবে। একটুও দ্বিধা করবে না এক চিমটিও না!
আমি ভীষণ সত্যিটা টের পেলাম। আমাকে যে কষ্ট দিলো, সে কষ্ট দেওয়ার আগে আমার কথা একবারও ভাবে নাই। আমার সাথে যে অন্যায় করলো, অন্যায় করার সময় আমার চেহারাটা তার চোখে ভেসে উঠে নাই এক সেকেন্ডে এর জন্য ও না?
দিনশেষে আমি আসলে সাধারণ পথচারী ছিলাম, যারে চাপা দিয়ে চলে যাওয়ার আগে কিংবা পরে গাড়ির ড্রাইভার ভীষণ নির্লিপ্তভাবে সামনের দিকে তাকিয়ে ছিলো। অথচ আমি বোকার মতো আস্তে ধীরে করে কারণ খুঁজতে থাকতাম।

"জীবনের যে গল্পে আমি কষ্ট পেয়েছি, আমি ধরে নিয়েছিলাম সেই গল্পের মূল চরিত্র আমি। অথচ ঐ গল্পে আমি কোনো চরিত্রই ছিলাম না। আমি ছিলাম এক বেওয়ারিশ লাশ। আমি তার কাছে ছিলাম একটা ব্যবহৃত টিস্যু!!"

যে গল্পের কোনো পৃষ্ঠাতে আমাকে নিয়ে কেউ এক বিন্দু ভাবে নাই, দেরিতে হলেও সেই গল্পের বইটা ছুঁড়ে ফেলে দিয়েছি। দূরে, অনেক দূরে, অনেক অনেক দূরে। যত দূর থেকে আর ফিরে আসা যায় না, ঠিক অত দূরে"

দেব আর শুভশ্রী হাঙ্গা করলে পৃথিবীটা সুন্দর হতো। ইন্সপায়ার হয়ে মিথিলা ফিরে আসতো তাহসানের বুকে, সাকিব খান অপু বিশ্বাসের বু...
09/08/2025

দেব আর শুভশ্রী হাঙ্গা করলে পৃথিবীটা সুন্দর হতো।
ইন্সপায়ার হয়ে মিথিলা ফিরে আসতো তাহসানের বুকে, সাকিব খান অপু বিশ্বাসের বুকে৷
সেক্ষেত্রে সৃজিত মুখার্জি বিয়ে করতো বুবলিকে।
আর রাজ চক্রবর্তী রুক্মিণীকে।
হাতে থাকতো রোজা আহমেদ।
দেব আর শুভশ্রী হাঙ্গা করলে পৃথিবীটা সত্যিই সুন্দর হতো।
হুমায়ূন আহমেদ কবর থেকে উঠে এসে শাওনকে ডিভোর্স দিতো।
হুমায়ূন ফরিদী ফিরে পেত সুবর্ণা মোস্তাফাকে।
সেক্ষেত্রে ডক্টর ইউনূস আমেরিকায় থাকতো,
আপা বাংলাদেশে।

আর আমি আয়নাঘরে...🙂
🙏🙏🙏

fans

আলজেরিয়ার এক ব্যক্তি রাতে রাস্তার এক খোলা গর্ত দেখে চিন্তিত হয়ে পড়ে।তিনি ভাবলেন, কেউ গর্তে পড়ে দুর্ঘটনায় না পড়ে – তাই ...
08/08/2025

আলজেরিয়ার এক ব্যক্তি রাতে রাস্তার এক খোলা গর্ত দেখে চিন্তিত হয়ে পড়ে।

তিনি ভাবলেন, কেউ গর্তে পড়ে দুর্ঘটনায় না পড়ে – তাই সতর্ক করতে গর্তে এক মোটা ডাল গেঁথে রাখলেন।

গর্তে আর কেউ পড়ল না, কিন্তু গাছের ডাল দেখে হঠাৎ ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেল।🙂🙂

04/08/2025

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩


Voice of MeHu

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of MeHu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of MeHu:

Share