Voice Of MeHu

Voice Of MeHu তুমি আমার নও তো সুখ
তুমি সুখের বেদনা 🦋
(3)

Revenge of nature 🌸
21/05/2025

Revenge of nature 🌸

17/05/2025

আপনার সাথে সব থেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন, তার মধ্যে কোনো অপরাধ বোধের ছিটেফোঁটাও নেই!💔

©️💔

আজ আপনি কাউকে কষ্ট দিচ্ছেন। ভাবছেন সে আমার কোন ক্ষতি করতে পারবে না।বিশ্বাস করুন সে হয়তো পারলেও আপনার কোন ক্ষতি করবেনা কি...
15/05/2025

আজ আপনি কাউকে কষ্ট দিচ্ছেন। ভাবছেন সে আমার কোন ক্ষতি করতে পারবে না।বিশ্বাস করুন সে হয়তো পারলেও আপনার কোন ক্ষতি করবেনা কিন্তু একজন আছেন যিনি প্রতি ফোঁটা অশ্রুর হিসাব রাখেন।তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
নিরবে চুপচাপ চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রুর হিসেব তিনি রাখেন..

বালিশে মুখ গুজে কান্না লুকিয়ে কান্না করার প্রচেষ্টার সবটুকু তিনি জানেন..

হৃদয়ে আঁছড়ে পড়া বিশাল বড় বড় কান্নার ঢেউগুলোর গভিরতা একমাত্র তিনিই বুঝে নেন..

অযাচিত টিপ্পনীটা হজম করে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দটুকু শুধু তিনিই শুনতে পান..

অসহায় হয়ে নিরুপায় হয়ে হাসি মুখে ব্যাথাগুলো সয়ে যাওয়ার সময় হৃদয়ের রক্তক্ষণরটুকু শুধুমাত্র তিনিই দেখতে পান...

প্রতিটা স্বপ্নভাঙ্গার কষ্টটুকু তিনি ছাড়া কেউ বুঝেননা..

যে সময়টা বাকশূন্য হতে হয় নিদারুণ অপমানে, সেসময়টাতেও তিনি বুঝে নেন ঐ শূন্যতার কতোটুকু আঘাতে রক্তাক্ত হয়ে আছে..

যে ব্যাথার কোনো পরিমাপক নেই সেই ব্যাথাও উপশম একমাত্রই তিনিই জানেন...

ডায়রীর শুন্য পাতায়টায় না লিখতে পারা কথাগুলো একমাত্র তিনিই দেখতে পান...

মাথার উপর বিশাল আকাশ আর পায়ের নিচের বিস্তর জমিনটাও যখন কম মনে হয় , অস্থিরতায় মন বিষন্ন হয় প্রতিবারই তিনি নিজের অভিভাবকত্বের নজির দেখিয়ে দেন..

সেজদায় লুটিয়ে তাসবিহর সাথে এলোমেলো আর্তনাদের ভাষা একমাত্র তিনিই বুঝে নেন...

প্রতিটা অভিযোগ, অনুযোগ একমাত্র তিনিই শোনেন..

প্রতিটা দীর্ঘশ্বাস ছেড়ে যখন আকাশপানে তাকাই, তিনিও যেন আরশের উপর থেকে বান্দার দিকে তাকান পরম মনতায়..

যে জীবনকে মৃত্যু যন্ত্রনার চেয়েও বিষাক্ত মনে হয় সেই জীবনটাও শুধু রবের অনুগ্রহের লোভে ভালোবাসতে ইচ্ছে হয়৷

প্রতিটা যন্ত্রনা, অপমান, কষ্ট, অনুশোচনা, অনুতাপ, অভিমান , রাগ ,কান্না , না পাওয়ার কষ্ট ভুলে যেতে ইচ্ছে হয় যখন মনে পড়ে সেই কঠিন দিন, হাশরের ময়দানে তিনি তার বান্দাকে ভালোবেসে ডাকবেন,,

❝হে আমার অনুগত বান্দা তোমার সবরের ,দুআর , আনুগত্যের প্রতিদান নিয়ে যাও।
মহান আল্লাহ সহায় হোন,,আমীন।

আমার যা কিছুই হয়ে যাক, তাতে যার কিছু যায় আসে না তার জন্য আমি অপেক্ষা করি। এই যাত্রায় শেষ হয়ে যেতে পারলে ভালো হতো ❤️‍🩹
14/05/2025

আমার যা কিছুই হয়ে যাক,
তাতে যার কিছু যায় আসে না তার জন্য আমি অপেক্ষা করি।
এই যাত্রায় শেষ হয়ে যেতে পারলে ভালো হতো ❤️‍🩹

14/05/2025

কিফারাহ বলে একটা শব্দ আছে।রুহের হায় এর হিসাব!

অবিচার,বেঈমানি,অত্যাচার,কষ্ট,অন্যায় এর যখন বিচার করা যায়না কোথাও বিচার দেয়াও যায়না তখন শুধু সৃষ্টিকর্তার কাছে বিচার দিতে হয়।বা নিজে বিচার না দিলেও রুহের হায় লেগে যায়।

ইসলাম আমাদের মনে করিয়ে দেয় এক সুন্দর ব্যাপার—'কিফারাহ'।
অনেকে বলে "কার্মা"—কিন্তু কিফারাহ তার চেয়েও গভীর।

এটা আল্লাহর পক্ষ থেকে বলা, "আমি দেখেছি, তুমি কী সহ্য করেছো জানি। আমি আছি। আমি বিচার করব।"

আপনার কিছুই প্রমাণ করতে হবে না। কাউকে বোঝাতে হবে না আপনি কতটা কষ্ট পেলে।
কারণ আপনি যা হারিয়েছেন, তার চেয়েও বেশি কিছু আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন।

শান্তি আসবে। আরোগ্য আসবে। ন্যায় আসবে।অন্যায় হলে বিচারও আসবে।
আল্লাহর সময়ে, আল্লাহর নিয়মে।

ধৈর্য্য ধরে সে সময় পার করতে হবে
আর বিশ্বাস করতে হবে-আপনার সেই নীরব কষ্টগুলোও আল্লাহ দেখেছেন।

তাই আল্লাহর উপর সব ছেড়ে দেই এখন।

14/05/2025

"যে ছেড়ে যায়, সে গুছিয়ে সুবিধা মতোই যায়!! হঠাৎ করেই কেউ ছেড়ে যায় নাহ্!! তাই লাভের খাতায়, সেই লাভবান হয়ে থাকে। ঠকে তো সেই যায়, যে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল।"

এই সত্যটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না।
যে চলে যায়, সে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে।
তার মনে তখন আর টান থাকে না, ভালোবাসা থাকে না, যত্ন থাকে না, থাকে না বিশ্বাস।

সে কেবল সময়ের অপেক্ষায় থাকে,কখন ছেড়ে চলে আসা যায় আর ঠিক সুযোগ বুঝেই চলে যায়—নিখুঁতভাবে।

আর যে পড়ে থাকে, সে অপেক্ষায় থাকে অনন্তকাল ধরে আর সে প্রতিটা মুহূর্তে ভাবতে থাকে—"আমি কী ভুল করলাম?"

নিজের দোষ খুঁজে বেড়ায়,
অথচ দোষটা কখনোই তার ছিল না।

ভালোবাসা ছিল তার একমাত্র অপরাধ!
সে চেয়েছিল ধরে রাখতে,
চেয়েছিল স্বপ্ন সাজাতে,
কিন্তু বদলে পেয়েছে ফাঁকা শূন্যতা।

সব শেষে, যে ছেড়ে যায় সে নিজের মতো সুখে থাকে,
আর যে ভালোবেসে ছিল—সে রাত জাগে, কাঁদে, ভাঙে...
তবুও অপেক্ষায় থাকে, যদি কখনো ফিরে আসে—সে!🙂🖤🥀

12/05/2025

শব্দ ছাড়া কান্নার প্রতি ফোটা অশ্রু জানে, মানুষের ছেড়ে যাওয়া কি পরিমান যন্ত্রণা দেয়।
আপনি ভাগ্যবান কারণ আপনি যাকে ছেড়ে গেছেন সে শুধুই কাঁদতে জানে প্রতিশোধ নিতে না। ❤️‍🩹

মানুষ কীভাবে ভুলে যায়?কই, আমি তো পারি না। ভুলে যেতে গিয়ে মাইগ্রেনের উৎপাত শুরু হয়, ক্ষণে ক্ষণে বিষন্ন লাগে, বুকটা ভীষণ ফ...
10/05/2025

মানুষ কীভাবে ভুলে যায়?
কই, আমি তো পারি না। ভুলে যেতে গিয়ে মাইগ্রেনের উৎপাত শুরু হয়, ক্ষণে ক্ষণে বিষন্ন লাগে, বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়!

কীভাবে ভুলে থাকে মানুষ?
চিরচেনা মুখ, ডাকনাম, চেনা কণ্ঠস্বর, এসব ভুলে থাকা যায়? কই, আমি তো পারি না! নিজেকে তুচ্ছ করে দিয়ে অবহেলা-অনাদরে পড়ে থেকেও ভোলা যায় না!

কীভাবে ছেড়ে যায় মানুষ?
মায়া লাগে না? যাওয়ার সময় মন আনচান করে না? মন খারাপ হয় না? এতশত কথা, সময়, যত্ন দিয়ে মানুষ আগলে রাখে, যাওয়ার আগে দম বন্ধ হয়ে আসে না?

মানুষ কীভাবে “ ভালোবাসি ” বলেও দিব্যি মানুষটাকে ছাড়া থাকতে পারে? মানুষটাকে মনে পড়ে না? কাছে পাওয়ার ব্যাকুলতায় গলা শুকিয়ে আসে না? মানুষটার অভাবে রোজ রাতে জ্বর আসে না? দুচোখ ভরে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে চোখে জল আসে না?

মানুষ কীভাবে ভুলে যায়, ভুলে থাকে?
সম্পর্ক সময় চায়, তবে মানুষ কেন ভুলে যেতে চায় সব?
ভুলতে গিয়ে মাইগ্রেনের ব্যথায় মন অচেতন হয় না? মস্তিষ্কের স্নায়ুকোষে চাপ লাগে না? মানুষটার শূন্যতায় দম বন্ধ হয়ে আসে না? তবে মানুষ কীভাবে ভুলে থাকে– ভুলে যায়? তবে মানুষ কি ভালোবাসে না?

আসলে যারা প্রিয় মানুষকে হারানোর ভয়ে সব সময় কাতর থাকে তারা একটা সময় এমনিতেই মানসিক রোগী হয়ে যায়।তবে তারা সব সময় যে হিংসুট...
21/01/2025

আসলে যারা প্রিয় মানুষকে হারানোর ভয়ে সব সময় কাতর থাকে তারা একটা সময় এমনিতেই মানসিক রোগী হয়ে যায়।

তবে তারা সব সময় যে হিংসুটে তা কিন্তু নয় হারানোর ভয় থেকেই তারা প্রিয় মানুষটিকে চোখের আড়াল হতে দিতে চায় না.!

এমন মানুষ গুলোর ভাগ্যটা বড্ড খারাপ তারা তাদের প্রিয় মানুষকে আগলে রাখতে পারে না তাদের এমন পাগলামিটাই প্রিয় মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় অতঃপর এমন মানুষদের সত্যিকারের ভালোবাসা বুঝার মতো কেউ থাকে না!💔

20/01/2025

আমি তোমাকে ভালবাসতে শুরু করার পর থেকে তোমাকে কখনো কম ভালোবাসিনি 🌸

~ মেহু ~

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of MeHu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of MeHu:

Share