14/08/2025
"জীবনে যেদিন প্রথম খুব বাজেভাবে ঠকে গেলাম , মাথায় প্রথম প্রশ্নটাই এসেছিলোঃ 'কেন এমনটাই হলো আমার সাথে?
আমি হন্যে হয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতাম প্রতিনিয়ত। কেন আমাকে এমন বিশ্রী ভাবে ঠকানো হলো? কেন আমার সাথে এমন অন্যায় করা হলো? আমার কী এমন অপরাধ ছিলো?
আমি বহুবার হাজারবার ভেবেও উত্তর খুঁজে পাই নি। যে আমাকে ঠকিয়েছিলো, তাকেও আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, কেন আমার সাথে এমনটা করলো সে। সেই 'কেন' এর উত্তর এখন অব্দি আসে নি!আসবেও না কখনো!
একটা পর্যায়ে গিয়ে আমি নিজেই উত্তরটা খুঁজে পেলাম।
আপনাকে যখন কেউ কষ্ট দিবে, অনেক ক্ষেত্রেই সেই কষ্টের পেছনে আপনার কোনো অপরাধ থাকবে না। আপনাকে স্রেফ বিনা কারণে কষ্ট দেওয়া হবে!! ভীষণ যন্ত্রণা দেওয়া হবে!
আপনি কাউকে তীব্রভাবে বিশ্বাস করে ভাবলেন, সে আপনার বিশ্বাসের মূল্য দিবে। অথচ সেই মানুষটা কেবল তার নিজের ইচ্ছাকে মূল্য দিয়ে আপনার বিশ্বাস এক নিমেষে ভেঙ্গে দিবে। একটুও দ্বিধা করবে না এক চিমটিও না!
আমি ভীষণ সত্যিটা টের পেলাম। আমাকে যে কষ্ট দিলো, সে কষ্ট দেওয়ার আগে আমার কথা একবারও ভাবে নাই। আমার সাথে যে অন্যায় করলো, অন্যায় করার সময় আমার চেহারাটা তার চোখে ভেসে উঠে নাই এক সেকেন্ডে এর জন্য ও না?
দিনশেষে আমি আসলে সাধারণ পথচারী ছিলাম, যারে চাপা দিয়ে চলে যাওয়ার আগে কিংবা পরে গাড়ির ড্রাইভার ভীষণ নির্লিপ্তভাবে সামনের দিকে তাকিয়ে ছিলো। অথচ আমি বোকার মতো আস্তে ধীরে করে কারণ খুঁজতে থাকতাম।
"জীবনের যে গল্পে আমি কষ্ট পেয়েছি, আমি ধরে নিয়েছিলাম সেই গল্পের মূল চরিত্র আমি। অথচ ঐ গল্পে আমি কোনো চরিত্রই ছিলাম না। আমি ছিলাম এক বেওয়ারিশ লাশ। আমি তার কাছে ছিলাম একটা ব্যবহৃত টিস্যু!!"
যে গল্পের কোনো পৃষ্ঠাতে আমাকে নিয়ে কেউ এক বিন্দু ভাবে নাই, দেরিতে হলেও সেই গল্পের বইটা ছুঁড়ে ফেলে দিয়েছি। দূরে, অনেক দূরে, অনেক অনেক দূরে। যত দূর থেকে আর ফিরে আসা যায় না, ঠিক অত দূরে"