15/05/2025
আজ আপনি কাউকে কষ্ট দিচ্ছেন। ভাবছেন সে আমার কোন ক্ষতি করতে পারবে না।বিশ্বাস করুন সে হয়তো পারলেও আপনার কোন ক্ষতি করবেনা কিন্তু একজন আছেন যিনি প্রতি ফোঁটা অশ্রুর হিসাব রাখেন।তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
নিরবে চুপচাপ চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রুর হিসেব তিনি রাখেন..
বালিশে মুখ গুজে কান্না লুকিয়ে কান্না করার প্রচেষ্টার সবটুকু তিনি জানেন..
হৃদয়ে আঁছড়ে পড়া বিশাল বড় বড় কান্নার ঢেউগুলোর গভিরতা একমাত্র তিনিই বুঝে নেন..
অযাচিত টিপ্পনীটা হজম করে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দটুকু শুধু তিনিই শুনতে পান..
অসহায় হয়ে নিরুপায় হয়ে হাসি মুখে ব্যাথাগুলো সয়ে যাওয়ার সময় হৃদয়ের রক্তক্ষণরটুকু শুধুমাত্র তিনিই দেখতে পান...
প্রতিটা স্বপ্নভাঙ্গার কষ্টটুকু তিনি ছাড়া কেউ বুঝেননা..
যে সময়টা বাকশূন্য হতে হয় নিদারুণ অপমানে, সেসময়টাতেও তিনি বুঝে নেন ঐ শূন্যতার কতোটুকু আঘাতে রক্তাক্ত হয়ে আছে..
যে ব্যাথার কোনো পরিমাপক নেই সেই ব্যাথাও উপশম একমাত্রই তিনিই জানেন...
ডায়রীর শুন্য পাতায়টায় না লিখতে পারা কথাগুলো একমাত্র তিনিই দেখতে পান...
মাথার উপর বিশাল আকাশ আর পায়ের নিচের বিস্তর জমিনটাও যখন কম মনে হয় , অস্থিরতায় মন বিষন্ন হয় প্রতিবারই তিনি নিজের অভিভাবকত্বের নজির দেখিয়ে দেন..
সেজদায় লুটিয়ে তাসবিহর সাথে এলোমেলো আর্তনাদের ভাষা একমাত্র তিনিই বুঝে নেন...
প্রতিটা অভিযোগ, অনুযোগ একমাত্র তিনিই শোনেন..
প্রতিটা দীর্ঘশ্বাস ছেড়ে যখন আকাশপানে তাকাই, তিনিও যেন আরশের উপর থেকে বান্দার দিকে তাকান পরম মনতায়..
যে জীবনকে মৃত্যু যন্ত্রনার চেয়েও বিষাক্ত মনে হয় সেই জীবনটাও শুধু রবের অনুগ্রহের লোভে ভালোবাসতে ইচ্ছে হয়৷
প্রতিটা যন্ত্রনা, অপমান, কষ্ট, অনুশোচনা, অনুতাপ, অভিমান , রাগ ,কান্না , না পাওয়ার কষ্ট ভুলে যেতে ইচ্ছে হয় যখন মনে পড়ে সেই কঠিন দিন, হাশরের ময়দানে তিনি তার বান্দাকে ভালোবেসে ডাকবেন,,
❝হে আমার অনুগত বান্দা তোমার সবরের ,দুআর , আনুগত্যের প্রতিদান নিয়ে যাও।
মহান আল্লাহ সহায় হোন,,আমীন।