04/08/2025
৫ই আগস্ট — আমাদের স্বাধীনতার দিন।
এই মুহূর্তটার আবেগ আমি কোনোদিনও ভাষায় প্রকাশ করতে পারবো না।
জীবনের মায়া ত্যাগ করে টানা ১৯ দিন যুদ্ধ করার পর, আর হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি — তার আনন্দ, তার গর্ব ভাষার বাইরে।
সেই দিনের কথা মনে হলেই আজও শরীরের লোম কাঁটা দিয়ে ওঠে।
পুলিশের গুলি, ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া ভীতি— কিছুই আমাদের দমন করতে পারেনি।
আমরা লড়েছি, ধৈর্যের পরিচয় দিয়েছি, আর শেষমেশ রক্ত, ঘাম, ত্যাগ আর হাজারো শহীদের আত্মবলিদানের বিনিময়ে অর্জন করেছি স্বাধীনতা।
এই বিজয় আমাদের সবার।
এই গর্ব চিরন্তন।