প্রযুক্তিজগৎ

প্রযুক্তিজগৎ প্রযুক্তির অবিশ্বাস্য বিষয়গুলো আমার ভাল লাগে। প্রযুক্তিজগৎ এর অবিশ্বাস্য বিষয়গুলো আমার ভাল লাগে।
(3)

23/06/2025


ব্রেকিং: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) জানিয়েছে,

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হা'মলার প্রতিক্রিয়ায় তারা কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে একটি শক্তিশালী ক্ষে'পণাস্ত্র হা'মলা চালিয়েছে। এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।💫💥

এই প্রতিশোধমূলক হা'মলাটি “অপারেশন বাশারাত আল-ফাতহ” এর অধীনে পরিচালিত হয়েছে, যা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে সংঘটিত হয়।💫💥

বিবৃতিতে বলা হয়েছে,
“আঘাত করে পালিয়ে যাওয়া” যুগ শেষ। যদি এমন হামলা পুনরায় ঘটে, তাহলে তা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতির পতনকে ত্বরান্বিত করবে।”

বিবৃতির শেষ অংশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে,
পরবর্তী হামলাগুলো কেবল যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর ধ্বংসই নয়, বরং “সিয়োনিস্ট শাসনের পতনও” ডেকে আনতে পারে।💫💥

22/06/2025

💫💥

ইরানের শামখানি:
"ধরেও নিলাম সবকিছু ধ্বংস হয়ে গেছে—তবুও খেলা শেষ হয়নি। কারণ সমৃদ্ধ ইউরেনিয়াম, দেশীয় জ্ঞান, আর রাজনৈতিক সংকল্প এখনো অটুট রয়েছে।💫💥

এখন নেতৃত্ব—রাজনৈতিক এবং সামরিক—তাদের হাতে, যারা এই খেলা চালাতে জানে বুদ্ধিমত্তার সঙ্গে, তারা অন্ধভাবে আঘাত করে না।💫💥

চমক কিন্তু চলতেই থাকবে!💫💥

22/06/2025

💫💥

ইরানি ক্ষে'পণাস্ত্র হামলায় ই'সরায়েলে মরোক্কোর দুই শীর্ষ সেনা কর্মকর্তা নিহত! 💫💥

একটি ফাঁস হওয়া নথির বরাতে জানা গেছে, ইরানের একটি ক্ষে'পণাস্ত্র হামলায় ই'সরায়েলের মেরোন (Meron) ঘাঁটিতে দুইজন মরোক্কান শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতরা হলেন একজন ক্যাপ্টেন ও একজন কমান্ডার, যারা ই'সরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

এ হা'মলায় আরেকজন মরোক্কান অফিসার আহত হয়েছেন, যিনি বর্তমানে হাইফার একটি হাসপাতালে চিকিৎসাধীন।💫💥

সূত্র: MES

     💫💥ইরানকে এতো ভয় কেন আমে'রিকার?💥💫💥৬০ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম দ্বারা পারমাণবিক বোমা বানানো সম্ভব।💫💥যদিও পারমাণবিক অ...
22/06/2025

💫💥

ইরানকে এতো ভয় কেন আমে'রিকার?💥💫💥
৬০ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম দ্বারা পারমাণবিক বোমা বানানো সম্ভব।💫💥
যদিও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ বা তার বেশি পরিশোধিত ইউরেনিয়ামের প্রয়োজন হয়, তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েও পারমাণবিক বো'মা তৈরি করা যেতে পারে। এটি কম কার্যকরী হতে পারে, তবে এটি পারমাণবিক বি'স্ফোরণ ঘটাতে সক্ষম।💫💥
অনেক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা মনে করেন, একবার কোনো দেশ ২০ শতাংশ পরিশোধনের স্তরে পৌঁছানোর মানে হলো তারা প্রযুক্তিগতভাবে পারমাণবিক অ'স্ত্র তৈরির বেশিরভাগ কাজ সম্পন্ন করে ফেলেছে, এবং এরপর উচ্চমাত্রায় সমৃদ্ধকরণ করতে খুব বেশি সময় লাগে না।💫💥
বিশেষজ্ঞদের মতে, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি নির্দিষ্ট পরিমাণ মজুদ থাকলে তা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।💫💥
যেখানে ইরানের কাছে ৬০ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে অনেকদিন আগে থেকেই।
সুতরাং আমে'রিকার ভয় এখানেই।💫💥

20/06/2025

!
আজ সকালের মি'সাইল অ্যাটা'ক ঠেকাতে পারেনি ই'জরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে দিমোনো নিউক্লিয়ার সাইটেও সফল হা'মলা হয়েছে, কিন্তু সেখানকার ছবি-ফুটেজ নিতে দেয়নি কতৃপক্ষ।

ইরান আজ যেন শিকারি বাঘ। এক নিশানায় এক তীর—একটাই মি'সাইল ছুঁড়েছে, আর সেটাই গিয়ে পড়েছে ঠিক লক্ষ্যবিন্দুতে। আগে যেমন বিশটা লাগত, এখন একটাই যথেষ্ট।💫💥

 !জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা মোহসেন রেজায়ী বলেছেন:"বিপ্লবের নেতা ( আয়াতুল্লাহ খোমেনি) নিজেই একজন সামরিক ব্যক্তিত্ব, তিনি ব...
19/06/2025

!
জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা মোহসেন রেজায়ী বলেছেন:

"বিপ্লবের নেতা ( আয়াতুল্লাহ খোমেনি) নিজেই একজন সামরিক ব্যক্তিত্ব, তিনি বোঝেন এবং জানেন, তিনি বলেছেন, এখন যুদ্ধবিরতি করা উচিত নয়।💫💥

আমাদের নেতা খোমেনির নির্দেশে আমরা পারমাণবিক কেন্দ্রগুলোতে হা'মলার আগেই সব উপকরণ সরিয়ে ফেলেছি।আমাদের এখনো বিজ্ঞানী ও কারখানা আছে।💫💥

19/06/2025

ব্রেকিংঃ
আজকের অ'পারেশনে প্রথমবারের মতো এ'ট্যাক ড্রোন (UCAV) ব্যবহারের কথা নিশ্চিত করেছে আইআরজিসি(ইরান)।

এট্যাক ড্রোন থেকে ই'জরায়েলের অভ্যন্তরে মিসাইল হা'মলা করা হয়।💫💥

 ! Just raining on tel'avib!💫💥
19/06/2025

! Just raining on tel'avib!💫💥

19/06/2025

!

ইরাকের সবচেয়ে বড় প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি, কাতাইব হিজবুল্লাহ, যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে:

এই অঞ্চলে আমে'রিকার সব ঘাঁটি এতটাই অ'সুরক্ষিত হবে, যেন শিকারের জন্য হাঁসের খামার!💫💥

19/06/2025

!

সোলাইমানি হ'ত্যার প্রতি'শোধ হিসেবে, ইরান ৮ জানুয়ারী, ২০২০ তারিখে ইরাকে অবস্থিত মার্কিন বিমা'নঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপ'ণাস্ত্র হাম'লা চালায় এবং তা পুরোপুরি অকেজো করে দেয়।💫💥

যুক্ত'রাষ্ট্রের ভয় এখানেই!💫💥

     কাজ করছে না আয়রন ডোম! 💫💥
19/06/2025


কাজ করছে না আয়রন ডোম! 💫💥

19/06/2025

!
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন:
যদি যুক্তরাষ্ট্র ই'সরায়েলকে সক্রিয়ভাবে সহযোগিতা ও সমর্থন করে, তাহলে ইরানের সামনে আর কোনো পথ থাকবে না—সবচেয়ে কঠিন উপায়েই আগ্রা'সনের জবাব দেবে এবং আত্ম'রক্ষা করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ই'সরায়েলের আগ্রা'সন থামাতে না-ই পারে, তাহলে তারা যেন অন্তত পাশে সরে দাঁড়ায়।

ঘারিবাবাদি আরও জানান, ইরা'নি সে'নাবাহিনীর সামনে সব ধরনের বিকল্প প্রস্তুত আছে, এবং যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।💫💥

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রযুক্তিজগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share