23/06/2025
ব্রেকিং: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) জানিয়েছে,
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হা'মলার প্রতিক্রিয়ায় তারা কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে একটি শক্তিশালী ক্ষে'পণাস্ত্র হা'মলা চালিয়েছে। এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।💫💥
এই প্রতিশোধমূলক হা'মলাটি “অপারেশন বাশারাত আল-ফাতহ” এর অধীনে পরিচালিত হয়েছে, যা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে সংঘটিত হয়।💫💥
বিবৃতিতে বলা হয়েছে,
“আঘাত করে পালিয়ে যাওয়া” যুগ শেষ। যদি এমন হামলা পুনরায় ঘটে, তাহলে তা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতির পতনকে ত্বরান্বিত করবে।”
বিবৃতির শেষ অংশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে,
পরবর্তী হামলাগুলো কেবল যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর ধ্বংসই নয়, বরং “সিয়োনিস্ট শাসনের পতনও” ডেকে আনতে পারে।💫💥