এম এম জহির বিন হুসাইন

এম এম জহির বিন হুসাইন Assalamualaikom! Welcome to "MM JOHIR BIN HOSSAIN" Officile page. This is my official facebo

🚨বিএনপির সালাহউদ্দিন" বলেছেন, জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। রাজনীতিতে আবেগের কোন ...
06/07/2025

🚨বিএনপির সালাহউদ্দিন" বলেছেন, জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

🔴 জুলাই সনদকে সংবিধানে এড করতে বিএনপি রাজি না।
⭕ ‎মানে, জুলাই আন্দোলনের কোন আইনি স্বীকৃতি ওরা দেবে না।

📍 ‎ভবিষ্যতে পুলিশ হত্যার দায়ে বিপ্লবীদের ফাঁসির পথ উন্মুক্ত হলো।

📌 ‎জুলাই হয়ে গেল শুধুই এক আবেগ, যেই আবেগের এখন কোন জায়গা সংবিধানে হবে না।

‎আবেগই বটে।

‎আবেগ ছাড়া কেউ খালি হাতে হাসিনার গুলির সামনে বুক পেতে দেয়?

‎আবেগী না হয়ে লজিক্যাল হলে বরং দেশের বাইরে পালাইয়া থাকত। বলত,এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

‎আবেগই বটে!!

‎আবেগী না হলে মরার ভয় থাকত, ২৮ অক্টোবর এর মত ১০ মিনিটে পুলিশের ভয়ে সব পালাইত।

‎আবেগী বলেই তো হাসিনার পুলিশকে বলতে হয়েছিল, একটা গুলি করি, একটা মরে, একটাই যায় স্যার, বাকিডি যায় না।

‎এই ছেলেমেয়েরা যখন ঝাকে ঝাকে প্রান দিয়েছে, তখন সালাহউদ্দিনরা নিষেধ করে নাই। বরং তাল দিয়েছে।

‎এখন কাজ শেষ। এখন ক্ষমতার পথ উন্মুক্ত।এখন জুলাই হয়ে গেছে আবেগ। এখন নাকি রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

‎অথচ এই আবেগ ছিল না বলেই ১৭ বছর আওয়ামী লীগের বা* ছিড়তে পারে নাই।

‎পোলাপানের লাশের উপর দিয়ে ক্ষমতা পাবে,এখন পোলাপান হয়ে গেছে আবেগ।

‎সালাহউদ্দীন আহমেদদের কথা শুনে যদি সত্যিই জুলাইকে আবেগ বিবেচনা করে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে এই দেশ আর জুলাইয়ের দেশ থাকবে না।

‎এই দেশ হবে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের দেশ।

‎এই দেশকে নিজের দেশ ভেবে আর কোনদিন কেউ রক্ত দিয়েন না।

‎কারণ আপনার রক্ত ওদের কাছে শুধুই আবেগ, এই রক্ত নিয়ে ওরা ক্ষমতায় যাবে,বাট আপনার রক্তের স্বীকৃতি দেবে না কোনদিন।

‎আমার আপনার রক্ত নেওয়ার সময় ঠিকই নেবে। তখন নিজেরা বিদেশে বইসা সব রকমে তাল দিবে।

‎এরপর আপনি আবেগে পড়ে রক্ত দেবেন।

‎এরপর এরা দাঁত কেলাইয়া বলবে, এসব আবেগ।রাজনীতিতে আবেগের কোন জায়গা নাই।

‎এভাবেই এ দেশে ৭১ এর রক্ত বিক্রি হয়েছিল।

‎এভাবেই এবার ২৪ এর রক্তও বিক্রির পথেই এগোচ্ছে।

‎৭১ এর তাও সাংবিধানিক স্বীকৃতি ছিল।

‎২৪ এর সম্ভবত এরা ওইটুকুও রাখতে দেবে না।

‎কাদের জন্য রক্ত দিল ২০০০ মানুষ?

একসময় তুমি টের পাবে, তোমার আসলে কাউকেই দরকার নেই, কাউকে না! বারবার এলোমেলো হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতি একরাশ অভিমান করে ...
06/06/2025

একসময় তুমি টের পাবে, তোমার আসলে কাউকেই দরকার নেই, কাউকে না! বারবার এলোমেলো হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতি একরাশ অভিমান করে তুমি আস্তে আস্তে নিজেকে নিজেই গুছিয়ে নিতে শিখবে,

মানুষকে নিয়ে প্রচন্ড আশা করে সেখান থেকে পাওয়া হতাশাগুলো থেকে তুমি একাই বাঁচতে শিখবে, আজ হোক, কাল হোক, তুমি শিখবেই,

বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে একদিন তুমি টের পাবে, তুমি কারো হাত ধরে ওঠার জন্য অপেক্ষা না করেই নিজে নিজেই উঠতে চেষ্টা করছো, তুমি টের পাবে, তুমি আর আগের মত নেই, সেই প্রচন্ড রকমের ইমোশনাল, অভিমানী, বেশি আশা করা এবং অল্পতে হতাশ হয়ে যাওয়া সেই দুঃখবিলাসী মানুষটা তোমার মাঝে আর বাস করে না!

কষ্টগুলো, হতাশাগুলো তোমাকে বদলে দিবে, বোকাসোকা ধরণের সেই তুমিটা একদিন "ড্যাম কেয়ার" ধরণের স্মার্ট তুমি হয়ে যাবে,
সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়া, হতাশ করে দেয়া কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেয়া মানুষগুলো ভীষণ চমকে যাবে,
কেউ কেউ ফিরে আসতে চাইবে তোমার কাছে, তুমি সেদিন মুচকি হেসে নিজের জীবন সাজাতে ব্যস্ত হয়ে যাবে, এই ব্যস্ততা তোমার একারই, অন্য কাউকে এই ব্যস্ততার ভাগ দেয়া যাবে না, উহু, একদম দেয়া যাবে না!🖤

একই ব্যাক্তি! কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের চোখে তিনি ছিলেন সন্ত্রাসী! আর আজ বিপ্লবী! রাষ্ট্রনায়ক!এই তো বেশি দিন আগের কথা ন...
15/05/2025

একই ব্যাক্তি! কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের চোখে তিনি ছিলেন সন্ত্রাসী! আর আজ বিপ্লবী! রাষ্ট্রনায়ক!
এই তো বেশি দিন আগের কথা না, একবছর মত হবে। তখন আমেরিকা থেকে নির্দেশ ছিল কেউ যদি "আহমেদ আল-শারা" নামে লোকটার মাথা দিতে পারে, তাহলে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কৃত করা হবে।
আল্লাহর কি ইচ্ছা দেখুন,
আজকে সেই মানুষটি সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলাচ্ছে। তবে সেই সন্ত্রাসী চিহ্নিত হিসাবে নয়, একটা দেশের প্রেসিডেন্ট হিসাবে ; দেশটির নাম (আশ-শাম) বা সিরিয়া। আর এই সব কিছু সম্ভব হয়েছে, মহান আল্লাহর ইচ্ছায় "মুহাম্মদ বিন সালমানে"র নেতৃত্বে!!
আমার মতে, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের কারণে একজন নির্দোষ ব্যাক্তি বা সংগঠনকে সন্ত্রাসী বানায় আবার তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে আবার তাকে হিরো বানায়। সহজ কথায়, এরা সুবিধাবাদী। দিনশেষে এরা ইসলামের শত্রু! মুসলিমদের শত্রু!

23/03/2025

একটা মা*র্ডা**র মামলার যে শাস্তি ২২৭টা মা*র্ডা*রের সেইম শাস্তি,
তোমরা তালিকা করো, অন্তত ২২৭ জনকে মা রা র লাইসেন্স পেয়ে গেছি।

#আরো_করো_পুনর্বাসন

17/01/2025

কত যুগ আগে বলে গেলেন তিনি,
তার বাস্তবতা এখন দেখতে পাচ্ছি।

আল্লাহ মানুষটিকে জান্নাত নসীব করুক।

আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না!

New Year, New Office 🥰Alhamdulillah!
01/01/2025

New Year, New Office 🥰
Alhamdulillah!

প্রথম প্রহরে Daily AmarDesh ❤️আজ থেকেই নিয়মিত হোক আপনার অফিসেও।MetaBox
22/12/2024

প্রথম প্রহরে Daily AmarDesh ❤️
আজ থেকেই নিয়মিত হোক আপনার অফিসেও।

MetaBox

স্মৃতি বিজড়িত প্রিয় বিদ্যাপিঠের মাহফিলে ❤️
18/12/2024

স্মৃতি বিজড়িত প্রিয় বিদ্যাপিঠের মাহফিলে ❤️

18/12/2024

আছি প্রিয় জামিয়ার মাহফিলে, চলছে বিদেশী শায়েখের বয়ান ❤️

জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর

কারেন্ট না থাকলে অফিসে এসব চলে 😋Sponsored by MetaBox Product from গ্রামের বাজার বিডি
20/10/2024

কারেন্ট না থাকলে অফিসে এসব চলে 😋

Sponsored by MetaBox

Product from গ্রামের বাজার বিডি

শুরুর দিকে কারা যেন এই কাজগুলো মুছে দিয়েছিল, এখন শুধু ঢাকা নয়, অজপাড়া গায়ে ঘুরে বেড়ালেও এসব দৃষ্টিনন্দন কাজ চোখে পড়...
15/09/2024

শুরুর দিকে কারা যেন এই কাজগুলো মুছে দিয়েছিল, এখন শুধু ঢাকা নয়, অজপাড়া গায়ে ঘুরে বেড়ালেও এসব দৃষ্টিনন্দন কাজ চোখে পড়ে।

JBH

06/09/2024

আল্লাহ তায়ালা হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ 🤲

Address

Mripur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when এম এম জহির বিন হুসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এম এম জহির বিন হুসাইন:

Share