06/03/2024
প্রাক্তন তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রতারক হলেও তোমাকে আমি মনে রেখেছি, তোমার প্রতারণার বিরুদ্ধে এটাই আমার প্রথম প্রতিবাদ। পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি প্রাক্তনকে ক্ষমা করবো না। যে আমার মুক্তমনার জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্য সে বেঁচে নিয়েছিলো গোলাপ। ঠোঁটের কোণে মিথ্যা গুঁজে রাখা চুমু। জোসনার আলো থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে একা রেখে নিরুদ্দেশ হয়েছে। যোগ্যতার বাটখারা দিয়ে মাপলে ভালোবাসা। দীর্ঘদিন সম্পর্কে থেকে যেই টেবিলে বসে মুগ্ধতার গল্প বলতে। ঐ টেবিলে বসে'ই মিথ্যা অভিযোগ ঠেঁসে দিয়ে জলের গ্লাসের মতো সম্পর্ক ভাঙলো। অন্য নদীতে সাঁতার কাটলো। অন্য কাঁদে মাথা রাখলো। জামাকাপড় বদলের মতো বদল করলে মানুষ। আবেগ না বুঝে ক্যারিয়ার বুঝলে। ঐ সকল প্রেমিকার নামে বুকের তিন ইঞ্চি গভীরে আমি আজন্মকাল ঘৃণা লিখে রাখি। ওদের ক্ষমা করা পাপ। ধরো পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে কুড়োল মারছে যন্ত্রণায়, ঐ মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে ক্ষমা চায় আমি করুনা করে হলেও তাঁকে ক্ষমা করবো না। আমি মৃত্যুকে ছুঁতে ছুঁতে কাঁপা কাঁপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজাসাপ্টা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। ভালোবাসি এখনো তবে ক্ষমা করতে পারছিনা তোমায়, আমি তোমায় ঘৃণা করি, বিশ্রী রকম ঘৃণা করি লক্ষ্মীটি।