Ondokar jibo

Ondokar jibo ask hk[msihgjkfhugfgl

05/06/2024

ভাগ্য নিয়ে কোন অভিযোগ নেই🤕নিয়তির লেখা কেউ কখনো খন্ডাতে পারে না💔🥺🥀

নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক আকাশ পরিমাণ অভিমান!
16/05/2024

নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক আকাশ পরিমাণ অভিমান!

আমার মনোভাব সর্বদা আপনার আচরণের উপর ভিত্তি করে।🙂
25/04/2024

আমার মনোভাব সর্বদা আপনার আচরণের উপর ভিত্তি করে।🙂

এই পৃথিবীতে আমারও অনেক প্রিয়জন ছিল, আমার খারাপ সময়ের জন্য সবাই হারিয়ে গেল।
18/04/2024

এই পৃথিবীতে আমারও অনেক
প্রিয়জন ছিল, আমার খারাপ
সময়ের জন্য সবাই হারিয়ে গেল।

06/03/2024

প্রাক্তন তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রতারক হলেও তোমাকে আমি মনে রেখেছি, তোমার প্রতারণার বিরুদ্ধে এটাই আমার প্রথম প্রতিবাদ। পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি প্রাক্তনকে ক্ষমা করবো না। যে আমার মুক্তমনার জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্য সে বেঁচে নিয়েছিলো গোলাপ। ঠোঁটের কোণে মিথ্যা গুঁজে রাখা চুমু। জোসনার আলো থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে একা রেখে নিরুদ্দেশ হয়েছে। যোগ্যতার বাটখারা দিয়ে মাপলে ভালোবাসা। দীর্ঘদিন সম্পর্কে থেকে যেই টেবিলে বসে মুগ্ধতার গল্প বলতে। ঐ টেবিলে বসে'ই মিথ্যা অভিযোগ ঠেঁসে দিয়ে জলের গ্লাসের মতো সম্পর্ক ভাঙলো। অন্য নদীতে সাঁতার কাটলো। অন্য কাঁদে মাথা রাখলো। জামাকাপড় বদলের মতো বদল করলে মানুষ। আবেগ না বুঝে ক্যারিয়ার বুঝলে। ঐ সকল প্রেমিকার নামে বুকের তিন ইঞ্চি গভীরে আমি আজন্মকাল ঘৃণা লিখে রাখি। ওদের ক্ষমা করা পাপ। ধরো পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে কুড়োল মারছে যন্ত্রণায়, ঐ মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে ক্ষমা চায় আমি করুনা করে হলেও তাঁকে ক্ষমা করবো না। আমি মৃত্যুকে ছুঁতে ছুঁতে কাঁপা কাঁপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজাসাপ্টা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। ভালোবাসি এখনো তবে ক্ষমা করতে পারছিনা তোমায়, আমি তোমায় ঘৃণা করি, বিশ্রী রকম ঘৃণা করি লক্ষ্মীটি।

শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, -পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।
21/02/2024

শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, -পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।

তুমি এসো, রাত্রির বালিশে পেতেছি বিছানাভয় নেই, সূর্য ও জানবে না আমাদের গোপন আস্তানা
12/02/2024

তুমি এসো, রাত্রির বালিশে পেতেছি বিছানা
ভয় নেই, সূর্য ও জানবে না আমাদের গোপন আস্তানা

নিজেকে যদি শক্তিশালী করেতুলতে চাও।তাহলে একলাকিভাবে থাকতে হয়,তা শিখে নাও।
29/12/2023

নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও।
তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ondokar jibo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category