16/07/2025
টেস্ট ক্রিকেট বনাম ফ্র্যাঞ্চাইজি জগতের দৌড়—হারিয়ে যাচ্ছে আসল সৌন্দর্য?
কেউ মানুক আর না মানুক, ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ আর রোমাঞ্চকর ফর্মটা টেস্ট ক্রিকেটই। আর এই টেস্ট ফরম্যাটেই এক সময় বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেটটা উপহার দিত ক্যারিবিয়ানরা। কিন্তু এখন? এখন সেই ঐতিহ্য ধূসর হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগের চকচকে গ্ল্যামারে।
এই মুহূর্তে আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলছে দুইটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কয়জন আসল ক্রিকেটপ্রেমী এই ম্যাচগুলো ফলো করে বলুন তো? অথচ এখানেই খেলছেন সেই কাইল মায়ার্স, যিনি একসময় টেস্টে এক হাতে বাংলাদেশকে শেষ দিনে ৩৯৫ তাড়া করে হারিয়ে দিয়েছিলেন, চাপের মধ্যে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলে।
কিন্তু অবাক করার বিষয় হলো, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠে যখন ওয়েস্ট ইন্ডিজ নাস্তানাবুদ, তখন সেই মায়ার্স টেস্ট দলে নেই! এটাই আজকের বাস্তবতা—ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলে টেস্ট ক্যারিয়ার হয়তো আর গুরুত্বপূর্ণ থাকে না।
এদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এখনও টেস্টের মর্যাদা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট বনাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? শেষ পর্যন্ত কি ক্রিকেট মানেই শুধু টাকা আর চুক্তির খেলা হয়ে যাবে?