Papa & Mabrur

Papa & Mabrur *আসসালামু আলাইকুম*

আশা করছি সবাই অনেক ভাল আছেন?
আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি! 😊🥰


আরো নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন💖🥰👍🥸

16/07/2025

টেস্ট ক্রিকেট বনাম ফ্র্যাঞ্চাইজি জগতের দৌড়—হারিয়ে যাচ্ছে আসল সৌন্দর্য?

কেউ মানুক আর না মানুক, ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ আর রোমাঞ্চকর ফর্মটা টেস্ট ক্রিকেটই। আর এই টেস্ট ফরম্যাটেই এক সময় বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেটটা উপহার দিত ক্যারিবিয়ানরা। কিন্তু এখন? এখন সেই ঐতিহ্য ধূসর হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগের চকচকে গ্ল্যামারে।

এই মুহূর্তে আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলছে দুইটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কয়জন আসল ক্রিকেটপ্রেমী এই ম্যাচগুলো ফলো করে বলুন তো? অথচ এখানেই খেলছেন সেই কাইল মায়ার্স, যিনি একসময় টেস্টে এক হাতে বাংলাদেশকে শেষ দিনে ৩৯৫ তাড়া করে হারিয়ে দিয়েছিলেন, চাপের মধ্যে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলে।

কিন্তু অবাক করার বিষয় হলো, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠে যখন ওয়েস্ট ইন্ডিজ নাস্তানাবুদ, তখন সেই মায়ার্স টেস্ট দলে নেই! এটাই আজকের বাস্তবতা—ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলে টেস্ট ক্যারিয়ার হয়তো আর গুরুত্বপূর্ণ থাকে না।

এদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এখনও টেস্টের মর্যাদা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট বনাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? শেষ পর্যন্ত কি ক্রিকেট মানেই শুধু টাকা আর চুক্তির খেলা হয়ে যাবে?

11/07/2025

কে ছিল সে — বড় কথা না... সে একজন মানুষ ছিল!
আর আল্লাহ্‌ বলেন,
"একজন নিরপরাধকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সমান" (সূরা মায়েদা: ৩২)।

আজ আমরা সবাই হত্যার সাক্ষী,
🔇 আমরা নীরব, অথচ জালিমরা চিৎকার করে বলছে— সমাজে ন্যায়বিচার নেই!

হে আল্লাহ! তুমি জালিমদের ধ্বংস করো,
আর এই জাতিকে হেদায়েত দাও —
যেন আমরা আবার মানুষ হতে পারি। আমিন।

11/07/2025

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের শুরুটাই যেন déjà vu!
ঠিক যেন গতবারের মতো—চাপের মুহূর্তে হৃদস্পন্দন থামিয়ে দেওয়া থ্রিলার, আর একেবারে অসম্ভবকে সম্ভব করে ফেলার সেই রংপুরীয় ম্যাজিক!

আজ কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্সড, সবচেয়ে শক্তিশালী দল গায়ানার বিপক্ষে রংপুর যেভাবে জিতে নিল ম্যাচটা—তা আসলে শুধু স্কিল না, এটা ছিল গাটস, ব্রেইন আর সেই পুরনো "never give up" মাইন্ডসেটের দুর্দান্ত উদাহরণ।

সোহানের কিপিং আজ যেন ছিল একেবারে অন্য গ্রহের! ডাইভিং, রিফ্লেক্স, আর ডিসিশন-মেকিংয়ে এমন চমক—গায়ানার ব্যাটাররা যেন ঠিক বুঝতেই পারেনি কখন কী হয়ে গেল। একেকটা স্টাম্পিং আর ক্যাচ ছিল ম্যাচ-টার্নিং মোমেন্ট।
আর রংপুর? ওরা আবারও দেখালো—ওরা কাগজের হিসাব-নিকাশে চলে না, ওরা চলে অন্তরের আত্মবিশ্বাসে।

গতবারও এমনটাই করেছিল, ম্যাচ হাতছাড়া করেও ফিরে এসেছিল হায়েনার মত ক্ষুধা নিয়ে। এবারও শুরুটা তেমনই—চাপে পড়ে নয়, চাপ তৈরি করে শুরু!

🎥 Squid Game Season 3জীবন আসলে একটা খেলা নয়, এটা একটা বেঁচে থাকার যুদ্ধ, যেখানে ভয়, আশা, বন্ধুত্ব আর আত্মত্যাগ একসাথে হা...
04/07/2025

🎥 Squid Game Season 3
জীবন আসলে একটা খেলা নয়, এটা একটা বেঁচে থাকার যুদ্ধ, যেখানে ভয়, আশা, বন্ধুত্ব আর আত্মত্যাগ একসাথে হাঁটে। ভীতির প্রতিবিম্বে লুকিয়ে আছে মুক্তির সূচনা।” এই সিজন আমাদেরকে কেবল চমক দেয়নি, বরং মনে করিয়ে দিয়েছে—মনস্তত্ত্বের শক্তি, মানবিকতা, একত্রে পাল্টিয়ে দিতে পারে ধরে রাখা প্রতিটি আশা।

Hwang Dong‑hyuk —“এই সিজনে আবার প্রমাণ করেছেন, প্রতিটি চরিত্রের চোখের ভাষাই তাদের গল্প বলে।
Lee Jung‑jae’র অসাধারণ অভিনয়ে আমরা দেখেছি নিজের অন্ধকারের সাথে লড়ছে— যেন এক সচেতন প্রতিভার সংগ্রাম।
মিউজিক কম্পোজার Jung Jae‑il এর আবেগময় সাউন্ডস্কোর সিরিজকে শুধু “দর্শনীয়” নয়, অনুভবযোগ্য করে তুলেছে।

Finally:
👉 যদি নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারা যায়
তাহলে বাইরের দানবেরা আর ভয় দেখাতে পারে না।

01/07/2025

🌟 সন হিউং মিন — এশিয়ার গর্ব, বিশ্বের অন্যতম সেরা! 🌍⚽️

১৭ বছর পর টটেনহামকে ট্রফি এনে দিলেন এই কোরিয়ান কিংবদন্তি।
একসময় বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে, আর এখন ক্লাব ফুটবলেও প্রমাণ করলেন — লিডারশিপ মানে সন হিউং মিন! 🔥
তিনি শুধুই কোরিয়ার নয় — এশিয়ার শ্রেষ্ঠ ফুটবল আইকন।
এমন খেলোয়াড়কে আমরা ক’জনই বা যথার্থভাবে রেট করি?
💪 পরিশ্রম, নৈপুণ্য আর শুদ্ধ প্যাশনের প্রতীক — সন হিউং মিন।
তিনিই দেখিয়েছেন, এশিয়ার ছেলেও বিশ্বজয় করতে পারে!

#এশিয়ারগর্ব #বিশ্বেরসেরা

30/06/2025

🎬 বাতাসে গুনগুন – হইচই-এর হালকা থ্রিলার 🍃

সম্প্রতি হইচই-তে মুক্তি পাওয়া আরজিত টোটন চক্রবর্তীর ওয়েব সিরিজ "বাতাসে গুনগুন" দেখে ফেললাম। প্রথমে ভেবেছিলাম হালকা কিছু হবে, কিন্তু একবার দেখা শুরু করার পর আর বোরিং লাগেনি – বরং গল্পের গতি আর চিত্রনাট্যের স্টাইল আমাকে বেশ ধরে রেখেছিল।

সিরিজটির সবচেয়ে ভালো দিকগুলোর মধ্যে অন্যতম হলো এর চিত্রনাট্যের গতি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। মিউজিক এবং আবহ যে কোনো থ্রিল-ধরনের সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর সেটা এখানে সফলভাবেই বাস্তবায়ন করা হয়েছে।🎧🔥

অভিনয় দিক থেকেও বেশ প্রশংসনীয় কাজ করেছেন মুখ্য চরিত্ররা। তাদের অভিনয়ে একটা স্বাভাবিকতা ছিল, যা চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। কাস্টিংটাও বেশ পরিপূর্ণ লেগেছে।👏

তবে সিরিজের সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে মনে হয়েছে এর শেষ দুই পর্ব বা ফিনিশিং। মনে হয়েছে গল্পটাকে তাড়াহুড়ো করে কিছু এক গোজামিল দিয়ে শেষ করা হয়েছে। কিছু প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিয়েই ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে, যার ফলে একটা অপূর্ণতার অনুভূতি থেকে গেছে।❌

যদি শেষটা আরও শক্তভাবে সাজানো যেত, তাহলে নিঃসন্দেহে একে বাংলা কনটেক্সটে একধরনের 'পাল্প ফিকশন' বলা যেত।

⭐ওভারঅল আমার রেটিং: ৩/৫
✅ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার দেখে নেওয়া যায়, বিশেষ করে যদি থ্রিলার বা কনটেম্পোরারি ড্রামা পছন্দ করে থাকেন।

03/06/2025

"তাণ্ডব সিনেমার গান 'লিচুর বাগানে – শুধু নামেই মিষ্টি!" Lichur Bagane | Tandob




29/05/2025

"পাকিস্তানের বিরুদ্ধে আবারো সেই পুরনো গল্প..."হৃদয়ের হাতে ম্যাচ, আর তখনই ম্যাচ শেষ

Pakistan vs Bangladesh" t20 series

.
.
..

Address

Dhaka

Telephone

+8801624288915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papa & Mabrur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Papa & Mabrur:

Share