17/10/2025
তাকে হারানোর আজ এক বছর হয়ে গেল কিন্তু আজো তার কথা ভাবলে বুকের ভিতর হাহাকার লাগে 💔 এক অদ্ভুত কষ্ট হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায় 😕গত বছর ঠিক এই দিনটায় আমার বুকটা খালি করে সে জান্নাতের পাখি হয়ে চলে গেছে 🥺 কিন্তু আজো তার কথা আমি প্রতিদিন ভাবি,আর ঠিক সেই প্রথম দিনের মতোই তার কথা মনে পরলেই আমার নিঃশ্বাস ভারী হয়ে যায় 😣কি অদ্ভুত মায়ায় বেঁধে দিয়া গেল 😭সবাই ভাবে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু আমার কাছে যে কিছুই ঠিক হয় নাই 😔 আমি এখনো ঠিক সেই প্রথম দিনের মতোই তার জন্য কষ্ট পাই আমি তাকে একটুও ভুলি নাই একটু ও না আর ভুলবো কিভাবে সেটা আমি জানি না 😭 ভালো থাকো আমার জান্নাতের পাখি 🤲💔😭
Black Day_16/10/1024 💔