à R Ì S H Â

à R Ì S H  Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from à R Ì S H Â, Video Creator, Dhaka.

তাকে হারানোর আজ এক বছর হয়ে গেল কিন্তু আজো তার কথা ভাবলে বুকের ভিতর হাহাকার লাগে 💔 এক অদ্ভুত কষ্ট হয়, নিঃশ্বাস ভারী হয়...
17/10/2025

তাকে হারানোর আজ এক বছর হয়ে গেল কিন্তু আজো তার কথা ভাবলে বুকের ভিতর হাহাকার লাগে 💔 এক অদ্ভুত কষ্ট হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায় 😕গত বছর ঠিক এই দিনটায় আমার বুকটা খালি করে সে জান্নাতের পাখি হয়ে চলে গেছে 🥺 কিন্তু আজো তার কথা আমি প্রতিদিন ভাবি,আর ঠিক সেই প্রথম দিনের মতোই তার কথা মনে পরলেই আমার নিঃশ্বাস ভারী হয়ে যায় 😣কি অদ্ভুত মায়ায় বেঁধে দিয়া গেল 😭সবাই ভাবে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু আমার কাছে যে কিছুই ঠিক হয় নাই 😔 আমি এখনো ঠিক সেই প্রথম দিনের মতোই তার জন্য কষ্ট পাই আমি তাকে একটুও ভুলি নাই একটু ও না আর ভুলবো কিভাবে সেটা আমি জানি না 😭 ভালো থাকো আমার জান্নাতের পাখি 🤲💔😭
Black Day_16/10/1024 💔

পৃথিবীর অন্য কোনো দেশে এমন বাবা মা আছে কিনা জানি না। আমাদের দেশের বেশিরভাগ বাবা মায়েরাই সন্তানের ভালো থাকা ততটুকুই মেনে ...
15/10/2025

পৃথিবীর অন্য কোনো দেশে এমন বাবা মা আছে কিনা জানি না। আমাদের দেশের বেশিরভাগ বাবা মায়েরাই সন্তানের ভালো থাকা ততটুকুই মেনে নিতে পারে যতটুকু তারা চায়। তাদের মন মতো না হলেই যতভাবে পারা যায় সন্তানের জীবন নরক বানানোর সব কৌশল তারা জানে।

সবচেয়ে বড় অ/স্ত্র তারা জন্ম দিছে। এই অ/স্ত্র ইউজ করে কতভাবেই যে সন্তানের জীবনের শান্তি কেড়ে নিতে পারে সে আমরা সবাই জানি। শুধু ওইযে জন্ম দিছে এজন্য তাদের নামে আপনারা কখনোই কিছু বলতে পারেন না।

এই কথাগুলো কমবেশি দুএকজন বাদে সবারই জীবনের কথা। কিন্তু আমরা সবাই জীবনের কাছে রিপন ভিডিও হয়ে আছি। এর থেকে মুক্তি নেই। এই রিপন লোকটাকে নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ নেই। কিন্তু এর সাথে যা হচ্ছে তা দুএকজন বাদে কমবেশি আপনি আমি সবাই ফেস করেছি।

হতে পারে রিপনের বাবা মায়ের সাথে তার সম্পর্ক ভালো না। কিন্তু সাংবাদিক ডেকে সন্তানের বদনাম করে তার আয় বন্ধ করার সব ব্যবস্থা দুনিয়ার আর কোথাও না থাকলেও বঙ্গদেশে আছে আর এমন বাবা মা শুধু রিপনেরই না, আপনাদের অনেকেরই আছে। যেখানে সন্তানকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে দুনিয়াজুড়ে বদনাম করে বেড়ানো যায়।

অদ্ভুত এক পৃথিবী! যেখানে পারিবারিক কোন্দলের অযুহাতে সন্তানকে আগুনেও ফেলে দেয়া যায়। কারন তারা জন্ম দিছে, তারা সব পারে।

কোথাও একটা পড়েছিলাম সব বাবমায়ের পায়ের নিচে জান্নাত থাকে না, কোনো কোনো বাবা-মায়ের পায়ের নিচে জাহান্নামও থাকে।

একটা ভিডিওতে দেখলাম রিপন তার বাবা মাকে বলতেছে "তোমাদের আমি টাকা দেইনা মা? এইটা কি করলা আমার সাথে"

🙂

02/10/2025

নমরুদ আসছিল ফেরাউন আসছিল সবাই চলে গেছে এমন হাজারো নমরুদ ফেরাউন আসবে যাবে কিন্তু শেষ পর্যন্ত এই বিশ্বে কালেমার পতাকাই উরবে✊
FreePalestine☝️🤲

27/09/2025

মেয়েদের মা লাগে,পদে পদে
মা লাগে,শেষ নিশ্বাস পর্যন্ত মা
লাগে, দুনিয়ায় মা ছাড়া মেয়ে
মানুষ মেরুদণ্ডহীন🥺

24/09/2025

বিলাসীতা জীবন নয়, শুধু ভালো থাকা যায় এমন জীবন হলেই আলহামদুলিল্লাহ 🌸❤️

15/09/2025

আমা‌দের সাম‌র্থ্যের সময় হ‌তে হ‌তে বাবা-মায়ে‌দের সাধগু‌লো ফু‌রি‌য়ে যায়!

13/09/2025

অহংকার যে পতনের মূল এইটা কিছু কিছু মাসিরা বোঝেনা 😅

05/09/2025

বালাগাল উলা বি-কামালিহি
কাশাফাদদুজা বি-জামালিহি
হাসুনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি.

04/09/2025

আমি দুই ধরনের,,
প্রথম আমার মনে জায়গা করতে পারলে আমি তারজন্য জীবনও দিতে রাজি
দ্বিতীয় একবার মন থেকে উঠে গেলে মরে গেলেও তার দিকে ফিরেও তাকাবো না,,

চারদিকে সব আপন মানুষ,তবে প্রত্যেকে নিজ স্বার্থে সীমাবদ্ধ।তাই নিজের জন্য বাঁচুন,,,নিজেকে ভালোবাসুন।💔😅
28/08/2025

চারদিকে সব আপন মানুষ,
তবে প্রত্যেকে নিজ স্বার্থে সীমাবদ্ধ।
তাই নিজের জন্য বাঁচুন,,,
নিজেকে ভালোবাসুন।
💔😅

Good morning 🌞
25/08/2025

Good morning 🌞

কালো জা,দু,বদনজর,তাবিজ, কবজ,করা মানুষ গুলোকে আল্লাহ্ এমন ভাবে ধ্বং,স করুণ, যেমন ভাবে ধ্বং,স করেছিলেন লুত জাতিকে🤲🤲😐____আম...
24/08/2025

কালো জা,দু,বদনজর,তাবিজ, কবজ,করা মানুষ গুলোকে আল্লাহ্ এমন ভাবে ধ্বং,স করুণ, যেমন ভাবে ধ্বং,স করেছিলেন লুত জাতিকে🤲🤲😐
____আমিন 🤲

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when à R Ì S H  posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to à R Ì S H Â:

Share

Category