Jannat’s Tale

Jannat’s Tale Decor 🏡 Shopping 🛍️ Food & Inspiration 🍽️ ||
PR & Collabs : DM 📨 🎁
(14)

07/05/2025

আজকাল মানুষ বিশ্বাস নয়, ব্যবহারযোগ্যতা মাপতে চায়।
তোমার মন, কষ্ট, ক্লান্তি — সবই অপ্রাসঙ্গিক

“ঘুম ভাঙলো রোদ আর একটা গোলাপের ভালোবাসা দিয়ে মাঝে মাঝে জীবনকে খুব জটিল মনে হয়,কিন্তু একটা ছোট্ট ফুল মনে করিয়ে দেয়—নরম সম...
07/05/2025

“ঘুম ভাঙলো রোদ আর একটা গোলাপের ভালোবাসা দিয়ে

মাঝে মাঝে জীবনকে খুব জটিল মনে হয়,
কিন্তু একটা ছোট্ট ফুল মনে করিয়ে দেয়—
নরম সময়গুলো এখনও আছে… শুধু খেয়াল করা দরকার 🙂

আজকের সকালটা শুরু হোক প্রশান্তি দিয়ে 🌹

আজকের দিনে আমরা স্টিল, কাচ বা ননস্টিকের পাত্রে রান্না করি ঠিকই, কিন্তু মাটির হাঁড়িতে রান্নার স্বাদটাই আলাদা।মাটির পাত্রে...
06/05/2025

আজকের দিনে আমরা স্টিল, কাচ বা ননস্টিকের পাত্রে রান্না করি ঠিকই, কিন্তু মাটির হাঁড়িতে রান্নার স্বাদটাই আলাদা।

মাটির পাত্রের প্রেম বুঝি এমনই হয়!
যেখানে আধুনিক চীনামাটির ভিড়ে, একচিলতে লালচে রঙের কাঁসার হেসে বলে —
“আমাকে ভুলে যেও না…”

আর এমন ভালোবাসার জিনিসে হাত না বাড়িয়ে থাকা যায়?

আপনার বাসায় এখনো মাটির পাত্র আছে ? নাকি শুধু স্মৃতিতে থাকে ?

#মাটিরপাত্র #রান্নাঘরেরভালোবাসা #ঘরোয়াঅন্দরমহল #ভিনটেজস্পর্শ #ব্লগদিনলিপি ゚

সূর্যের আলোতেও কিছু মানুষ ছায়া খোঁজে… আপনি বলবেন “ভালো লাগছে”,ওরা বলবে: “এই ভালো লাগা বেশি দিন টিকবে না!”🫩একটা ভালো সংবা...
05/05/2025

সূর্যের আলোতেও কিছু মানুষ ছায়া খোঁজে…

আপনি বলবেন “ভালো লাগছে”,
ওরা বলবে: “এই ভালো লাগা বেশি দিন টিকবে না!”🫩

একটা ভালো সংবাদ দিলে, ওদের মুখ এমন হয় যেন আপনি তাদের প্রিয় মসলাদার বিরিয়ানি ফেলে দিয়েছেন পানিতে! খেয়াল করবেন কিন্তু সেটা 🤠

বাঁচতে হলে হাসবেন, কিন্তু ওদের সামনে না — কারণ তারা হাসি সহ্য করতে পারে না! 🙂

আমার এক বন্ধুর বউ এর স্কিন রুপকথার রাজকন্যাদের মত। ওকে দেখলে মনে হয়, খেলব না। এইরকম ফ্ললেস স্কিন হওয়াটাও  একটা ক্রাইম। জ...
05/05/2025

আমার এক বন্ধুর বউ এর স্কিন রুপকথার রাজকন্যাদের মত।

ওকে দেখলে মনে হয়, খেলব না। এইরকম ফ্ললেস স্কিন হওয়াটাও একটা ক্রাইম। জাস্ট টু মাচ। নেয়া যায়না।

ওকে জিজ্ঞেস করলাম তোমার বিউটি রুটিন কি ? ডায়েট কি ?

সে বলল

- গত এগারো বছর ধরে ঘুম থেকে উঠে সে একটা ফ্রেশ মিক্সড ফ্রুট জ্যুস খায়।দিনে এক কাপ গ্রীন টি আর মধু দিয়ে লেবু পানি অবশ্যই খায়।

ওর কথা শুনে আমি মনে মনে বললাম

- ছি, আর আমি কিনা ঘুম থেকে উঠেই খালি পেটে বিষ এর মত কড়া এক কাপ চা খাই। আমি কি মানুষ ?

যাই হোক দেরীতে হলেও যে রিয়েলাইজেশন হয়েছে এটাই ভালো লাগছিলো। ওর রুটিন ফলো করবো ভেবে এডিশনাল আপেল কমলা আঙ্গুরের দামও মাসের খরচে এড করে ফেলেছি।

এরপর ওকে বললাম

- এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দাও।মানে কতদিন লেগেছে তোমার এরকম হতে ? এইরকম ব্রাইট,ফ্ললেস হতে ?

সে অট্টহাসি হেসে উত্তর দিল

- আমি তো জন্মের পর থেকেই এরকম। আমার পূর্বপুরুষরা ইরানী ছিলেন।আমাদের বাসার সবাই আমার মত।

তার এই কথা শুনে আমার দুঃখিত হওয়া উচিত ছিল। কিন্তু আমি খুশী হয়ে গেলাম, কারণ,

আমার খরচ বেঁচে গেলো,

আমি বুঝে ফেললাম পৃথিবীর যা কিছুই খাই না কেন জন্মসূত্রে যা পাওয়া গেছে এর থেকে বেশী উন্নতি সম্ভব না,

সকালে উঠে চা খেতে পারবোনা ভেবে মনটা কেমন করছিলো। সেটা করা লাগবেনা ভেবে একদম রিলিভড ফিল করলাম।

ওর সাথে কথা বলার পরেরদিন সকাল বেলা আধা চামচ বেশী চা পাতা দিয়ে চা বানিয়েছি...।

এবং মেনে নিয়েছি, জীবন দুই দিনের। রুপ দিয়া কি হবে ?

মনের চামড়াই বড় চামড়া.......☺️

#রিপোস্ট

এমন শীতল বাতাসপূর্ণ একটি রাতে এমন কয়েকটা প্লেট এর থেকে বেস্ট কিছু আমার তালিকা তে নেই 🥟 শুভ রাত্রি 😇        ゚
03/05/2025

এমন শীতল বাতাসপূর্ণ একটি রাতে এমন কয়েকটা প্লেট এর থেকে বেস্ট কিছু আমার তালিকা তে নেই 🥟 শুভ রাত্রি 😇

02/05/2025

তাকে সঙ্গী করো না,যে তোমার দোষ মনে রাখে; গুণ ভুলে ভুলে যায়

29/04/2025

স্রোতের তালে গা ভাসানোর জন্য কোন যোগ্যতার প্রয়োজন হয় না ,
স্রোতের বিপরীতে হাটতে পারাটাই সার্থকতা 🙂

আজকের দিনটি বেশ সুন্দর ⛅️ ゚      #সৌন্দর্য  #বাংলাদেশ
28/04/2025

আজকের দিনটি বেশ সুন্দর ⛅️

゚ #সৌন্দর্য #বাংলাদেশ

এই ছবি দেখে মনে পড়ে আমাদের দেশের প্রকৃতির অগাধ সৌন্দর্য। ক্ষেতের সবুজ ঘাসের মাঝে দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা তাড়ি গাছের সারি, ...
26/04/2025

এই ছবি দেখে মনে পড়ে আমাদের দেশের প্রকৃতির অগাধ সৌন্দর্য। ক্ষেতের সবুজ ঘাসের মাঝে দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা তাড়ি গাছের সারি, আর তার সাথে সোনালী সূর্যের স্নিগ্ধ আলো - যেন এক নিঃশব্দ শান্তির রূপ। প্রকৃতির কাছে আসলে কোন শব্দের প্রয়োজন নেই, একে অনুভব করলেই যথেষ্ট। 🌾🌅 #প্রকৃতি #বাংলাদেশ #সৌন্দর্য #গ্রাম #শান্তি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat’s Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat’s Tale:

Share