12/12/2025
যে দেশে যেরকম হওয়ার কথা ঐরকমই হচ্ছে। অদ্ভুত এদেশ, অদ্ভূত এদেশের মানুষ, অদ্ভুত এদেশের সমাজ।
আজকে হাদীর যা হইছে এদেশের মানুষ আগে থেকেই জানতো তা হবে। এবং যুগে যুগে তাই হয়ে আসছে।
এদেশে বসবাসরত মানুষ আমরা পাগলের চেয়েও খারাপ কারণ নিজের ভালো পাগলে বুঝলেও আমরা বাঙালিরা বুঝিনা। আপনি কারো ভালো চাইলে ভাঙ্গু মানুষ আপনাকে বোকা বলদ ভাবতে থাকে। নিজেদেরকে অতি চালাক ভাবা আমাদের রক্তের স্বভাব।
যাইহোক,অনেকদিন ধরে মুরুব্বীদের একটা কথাই মনে রেখে এগিয়ে চলছি "নিজে বাঁচলে বাপের নাম"এখন আর দেশ,সমাজ,মানুষ নিয়ে ভাবি না-নিজের হালে নিজেই চলি।
সর্বশেষ- আল্লাহ আমাদের ভালো-মন্দ বুঝার তৌফিক দান করুক-আমিন!
হাদী ভাইয়ের মত তরুণ সত্যবাদী রাজনৈতিক ব্যক্তি বেঁচে ফিরুক এই দোয়া করি-