Sabbir Hosen Sobuj

Sabbir Hosen Sobuj Ask God there...

যে দেশে যেরকম হওয়ার কথা ঐরকমই হচ্ছে। অদ্ভুত এদেশ, অদ্ভূত এদেশের মানুষ, অদ্ভুত এদেশের সমাজ। আজকে হাদীর যা হইছে এদেশের মা...
12/12/2025

যে দেশে যেরকম হওয়ার কথা ঐরকমই হচ্ছে। অদ্ভুত এদেশ, অদ্ভূত এদেশের মানুষ, অদ্ভুত এদেশের সমাজ।

আজকে হাদীর যা হইছে এদেশের মানুষ আগে থেকেই জানতো তা হবে। এবং যুগে যুগে তাই হয়ে আসছে।

এদেশে বসবাসরত মানুষ আমরা পাগলের চেয়েও খারাপ কারণ নিজের ভালো পাগলে বুঝলেও আমরা বাঙালিরা বুঝিনা। আপনি কারো ভালো চাইলে ভাঙ্গু মানুষ আপনাকে বোকা বলদ ভাবতে থাকে। নিজেদেরকে অতি চালাক ভাবা আমাদের রক্তের স্বভাব।

যাইহোক,অনেকদিন ধরে মুরুব্বীদের একটা কথাই মনে রেখে এগিয়ে চলছি "নিজে বাঁচলে বাপের নাম"এখন আর দেশ,সমাজ,মানুষ নিয়ে ভাবি না-নিজের হালে নিজেই চলি।

সর্বশেষ- আল্লাহ আমাদের ভালো-মন্দ বুঝার তৌফিক দান করুক-আমিন!

হাদী ভাইয়ের মত তরুণ সত্যবাদী রাজনৈতিক ব্যক্তি বেঁচে ফিরুক এই দোয়া করি-

একটা ঝামেলা বিহীন জীবন চাই...ঝামেলা-বিহীন জীবন-শুনতে যত সহজ, বাস্তবে তা পাওয়া ততটাই কঠিন। তবুও মানুষের প্রতিটি সকাল যেন...
11/12/2025

একটা ঝামেলা বিহীন জীবন চাই...

ঝামেলা-বিহীন জীবন-শুনতে যত সহজ, বাস্তবে তা পাওয়া ততটাই কঠিন। তবুও মানুষের প্রতিটি সকাল যেন এই একটাই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ঘোরে।একটু শান্তি, একটু স্বস্তি, আর কিছু নিঃশ্বাস ফেলার অবসর। আমরা প্রায়ই ভাবি, যদি জীবনটা একটু সরল হতো, যদি সব সিদ্ধান্ত এত জটিল না হতো, যদি মানুষের মন এমন অনিশ্চয়তায় ভরা না থাকত—তাহলে হয়তো দিনগুলো আরও হালকা হয়ে যেত।

09/12/2025

সকলের উদ্দেশ্যে মানবতার কবি কি বললেন..?

আমরা বাঙালি হিসেবে একপ্রকার বে*জন্মা জাতি আমরা ১০ টাকা দিয়ে সিগারেট খাব কিন্তু ১০ টাকা খরচ করে বাথরুমে পায়খানা করতে যা...
06/12/2025

আমরা বাঙালি হিসেবে একপ্রকার বে*জন্মা জাতি আমরা ১০ টাকা দিয়ে সিগারেট খাব কিন্তু ১০ টাকা খরচ করে বাথরুমে পায়খানা করতে যাব না।

এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে ঢাকা শহরে এমন অনেক জায়গাতে দেখি বাথরুম থাকা শর্তেও মানুষ রাস্তায় পায়খানা করে রাখে।

কিছুক্ষণ আগেও আমি একটা লোককে দেখলাম ২০ টাকা খরচ করে বে*নসন সি গারেট ধরিয়ে রাস্তার পাশে বসে প্রস্রাব করে দিল অথচ পাশেই ছিল 10 টাকা খরচ করে প্রস্রাব করার সুন্দর স্থান।

দেশ পরিবর্তন করতে হলে আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে।

আসেন-আমরা দশ টাকা দিয়ে সিগারেট না খেয়ে ১০ টাকা খরচ করে বাথরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করি। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।

30/11/2025

সবাইকে সম্মান এবং সালাম জানালেন মানবতার কবি-

আমার গ্রাম,এই জায়গা থেকে দশ বছর আগে অনেকদূর  পর্যন্ত সোনালী সবুজ ফসল দেখা যেত। জমিগুলো ভরাট হয়ে আস্তে আস্তে বাড়ি হয়ে...
22/11/2025

আমার গ্রাম,এই জায়গা থেকে দশ বছর আগে অনেকদূর পর্যন্ত সোনালী সবুজ ফসল দেখা যেত। জমিগুলো ভরাট হয়ে আস্তে আস্তে বাড়ি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আরো দশ বছর পর এগুলোও দেখতে পাবো না।
অদ্ভুত আমাদের দেশ,মানুষ ফসলের জমি/প্রাকৃতিক অপরূপ দৃশ্য নষ্ট করে বাড়িঘর তৈরি করছে। সরকার প্রশাসন কোন উদ্যোগই নিচ্ছে। আমার মতে, মানুষের বাসস্থানের জন্য জায়গা নির্ধারণ করে দেয়া উচিত, এতে ফসলের জমি, প্রাকৃতিক সম্পদ বিনষ্টের হাত থেকে রক্ষা পাবে....
এদেশে বসবাসরত মানুষ আমরা কেমন জানি? শুধু নিজেদের ভালো থাকার কথাই চিন্তা করি। দেশ,মানুষ, প্রকৃতি ভালো থাকুক তা আমরা কখনোই চাই না।

22/11/2025

বিপ্লবী কবি... যিনি মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন।নতুন মেসে উঠেছেন,মাঝেমধ্যে নিজের লেখা কবিতা পড়ে শোনান। তার এই ক্ষুদ্র জীবনে অসংখ্য কবিতা তিনি লিখেছেন।
অর্থভাবে তার কবিতা বই আকারে কখনো ছাপানো হয় নাই। সময় সুযোগ পেলেই এভাবেই মানুষকে কবিতা শুনিয়ে থাকেন।
আজকে হঠাৎ আমাকে বলছেন-ভাই আপনি তো ফেসবুক ব্যবহার করে থাকেন আমি একটা কবিতা বলি আপনি নেটে ছেড়ে দেন দেখি মানুষ কতটুকু সাড়া দেয়...
উনার কথামতো রেকর্ড করে ফেসবুকে দিয়ে দিলাম...

19/11/2025

সময় কত দ্রুত চলে যায়!

18/11/2025

আওয়ামী লীগ,বিএনপি,জা-মা-য়েত, এন সি পি- বুঝিনা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ মা রা র ফতোয়া যে দিবে তাদেরকেই চু দ লিং পং করে দিতে হবে।

দুনিয়ার ম জ দু ত এক হও লড়াই কর..

18/11/2025

পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো ধ্বংস হয়ে যায় নাই তার চাক্ষুস প্রমাণ এটা...

প্রতি 100 গ্রাম বাদামে প্রায় 567 ক্যালোরি থাকে।  আমার হাতে থাকা বাদামের পরিমাণ ৩০ গ্রাম , তাহলে তার ক্যালোরি হবে-170 ক্...
17/11/2025

প্রতি 100 গ্রাম বাদামে প্রায় 567 ক্যালোরি থাকে। আমার হাতে থাকা বাদামের পরিমাণ ৩০ গ্রাম , তাহলে তার ক্যালোরি হবে-170 ক্যালোরি।
হাতে থাকা বাদাম গুলো খেতে আমার ম্যাক্সিমাম সময় লাগবে৫-৭ মিনিট।৫- ৭ মিনিটের মধ্যে আপনার শরীরের কেলোরি বৃদ্ধি পাবে ১৭০।
১০ টাকায় ৫০ গ্রাম বাদাম পাওয়া যায়।যাদের শরীরে ক্যালরি কম প্রতিদিন ১০০ গ্রাম বাদাম খেতে পারেন...

14/11/2025

জীবনের ফাঁদে আটকে গেলাম!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Hosen Sobuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir Hosen Sobuj:

Share