সরকারি বেসরকারি চাকরির নিউজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সরকারি বেসরকারি চাকরির নিউজ

সরকারি বেসরকারি চাকরির নিউজ ✅পড়াশোনা নিজের কাছে। এর জন্য শ্রেষ্ঠ স্কুলে ভর্তির প্রয়োজন নেই।🎓
(1)

05/09/2025

🔮এক নজরে দেখে নিন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ :
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত:পদ সংখ্যা :২১৬৯টি
✅আবেদনের যোগ্যতা :স্নাতক,স্নাতক (সম্মান),স্নাতকোত্তর,ফাযিল,কামিল।।
✅বয়স সীমা সর্বোচ্চ -৩২বছর
✅পরীক্ষার পদ্ধতি:
✅MCQ টাইপ লিখিত-৯০ নম্বর।
✅সময়:৯০ মিনিট
✅ভাইভা :১০নম্বর
✅আবেদনের শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫
✅আবেদনের শেষ তারিখ:২০ অক্টোবর ২০২৫ ।
✅পরীক্ষার নম্বর বণ্টন:
১.বাংলা- ২৫
২.ইংরেজি- ২৫
৩.গণিত ও সাধারণ বিজ্ঞান- ২০
৪.সাধারণ জ্ঞান(বাংলাদেশও আন্তর্জাতিক) -২০=মোট ৯০ নম্বরের পরীক্ষা।
(পরীক্ষা হবে ডিসেম্বর ২০২৫)

05/09/2025

🔮সাম্প্রতিক সাজেশন 🔮

🔮বাংলাদেশ বিষয়াবলি থেকে যেগুলো পড়বেন-
-----------------------------------------
✅ অর্থনৈতিক সমীক্ষা, বাজেট,সর্বশেষ জন শুমারী, কৃষি পরিসংখ্যান। ( ১০০% ২/৩ মার্ক কমন পাবেন)
✅ SDG+GI পণ্য।

✅ পুরস্কার ও পদক ( জাতীয় চলচিত্র পুরস্কার, বাংলা একাডেমি,স্বাধীনতা পুরস্কার, একুশে পদক,রোকেয়া পদক,

✅ খেলাধুলা( ১০০% প্রশ্ন কমন পাবেন যে কোন জবে)

✅ জুলাই বিপ্লব ( একেবারেই ব্যাসিক জেনে যাবেন)
✅ ড. মুহাম্মদ ইউনূস ( এখান থেকে প্রশ্ন আসবেই)
✅ সরকারের বড় বড় প্রক্প(, সেতু,ট্যানেল,এয়ারপোর্ট,এলিভিয়েট এক্সপ্রেস চোখ বুলিয়ে যাবেন

🔮আন্তর্জাতিক বিষয়াবলি থেকে যা পড়বেন-
----------------------------------------
✅ ইসরায়েল- গাজা সংকট
✅ পরিবেশ সম্মেলন
✅ বাংলাদেশের সাথে রিসেন্ট যে চুক্তি গুলো হয়েছে।
✅আন্তার্জাতিক পুরস্কার ( নোবেল,অস্কার,ম্যাগসেস,ম্যানবুকার)
✅ বিভিন্ন সংগঠনের সর্বশেষ সম্মেলন
✅ সূচক ( ১০০% প্রশ্ন আসবে)
✅ খেলাধুলা( ফুটবল,ক্রিকেট,অলেম্পিক,নারী বিশ্বকাপ,)
✅ বৈশ্বিক জরিপ( অস্ত্র আমদানি- রপ্তানি, তেল উৎপাদন, গ্রীনহাউজ নির্গমনে শীর্ষ,সামরিকে শীর্ষে,শীর্ষ অর্থনৈতিক দেশ।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস
03/09/2025

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস

আলহামদুলিল্লাহ,২১৬৯ পদের  #প্রাইমারী_প্রধান_শিক্ষকের নতুন  #নিয়োগ_বিজ্ঞপ্তি_প্রকাশ।_____________________________________...
01/09/2025

আলহামদুলিল্লাহ,
২১৬৯ পদের #প্রাইমারী_প্রধান_শিক্ষকের নতুন #নিয়োগ_বিজ্ঞপ্তি_প্রকাশ।
_________________________________________
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) তাদের নন-ক্যাডার বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীদের বয়স ০১.০৮.২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।

আবেদনের শুরু: ২১.০৯.২০২৫ খ্রিঃ, দুপুর ১২.০০টা

আবেদনের শেষ: ২০.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা

আবেদনের ফি জমাদানের শেষ তারিখ (User ID প্রাপ্তদের জন্য): ২৩.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের টেলিটকের `http://bpsc.teletalk.com.bd` অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের `www.bpsc.gov.bd` ওয়েবসাইটের মাধ্যমে বিপিএসসি ফরম-5.খ পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

পরীক্ষার ফি:

নবম গ্রেডের পদের জন্য: ২০০ টাকা
দশম ও দ্বাদশ গ্রেডের পদের জন্য: ১৫০ টাকা
অন্যান্য পদের জন্য: ৫০ টাকা

প্রার্থীদের অবশ্যই আবেদন করার পূর্বে বিস্তারিত নির্দেশনা এবং বিজ্ঞপ্তি ভালোভাবে অনুসরণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সিভিল সার্জন হবিগঞ্জ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি।
01/09/2025

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সিভিল সার্জন হবিগঞ্জ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি।

✅প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এ  যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু  সাজেশন ভিত্তিক সিলেবাস এর গুরুত্বপূর্ণ অংশ ...
30/08/2025

✅প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এ যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু সাজেশন ভিত্তিক সিলেবাস এর গুরুত্বপূর্ণ অংশ গুলো সম্পর্কে ভালো ধারণা নেই ;তাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগের ৯০ নাম্বার এর পূর্ণাঙ্গ ও শর্ট সাজেশন!! আশা করি সাজেশন ফলো করলে সহজেই ৭০ থেকে ৭৫ নাম্বার তুলে ফেলতে পারবেন, ইনশাআল্লাহ।।

প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
29/08/2025

প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

✍️Lawyer. (লইয়ার) – আইনজীবি।✍️Journalist. (জার্নালিষ্ট) – সাংবাদিক।✍️Blacksmith. (ব্ল্যাকস্মিথ) – কামার।✍️Scientist. (সা...
22/08/2025

✍️Lawyer. (লইয়ার) – আইনজীবি।
✍️Journalist. (জার্নালিষ্ট) – সাংবাদিক।
✍️Blacksmith. (ব্ল্যাকস্মিথ) – কামার।
✍️Scientist. (সাইন্টিষ্ট) – বিজ্ঞানী।
✍️Cobbler. (কবলার) – মুচি।
✍️Barber. (বারবার) – নাপিত।
✍️Pilot. (পাইলট) – বিমানচালক।
✍️Shop-keeper. (শপকিপার) – দোকানদার।
✍️Hawker. (হকার) – ফেরিওয়ালা।
✍️Jeweler. (জুয়েলার) – জহুরী।
✍️Politician. (পলিটিশিয়ান) – রাজনীতিবিদ।
✍️Fisherman. (ফিশারম্যান) – জেলে।
✍️Editor. (এডিটর) – সম্পাদক।
✍️Tailor. (টেইলর) – দর্জি।
✍️Boatman. (বোটম্যান) – মাঝি।
✍️Examiner. (এক্সামিনার) – পরীক্ষক।
✍️Butcher. (বুচার) – কসাই

আবেদন করতে পারেন
22/08/2025

আবেদন করতে পারেন

এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও২১ আগস্ট ২০২৫, ১১:৩৮বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকা...
22/08/2025

এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও

২১ আগস্ট ২০২৫, ১১:৩৮
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম (প্রকল্প কর্মী) বিভাগ অফিস সহকারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম
ব্র্যাক
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
২০ আগস্ট ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয়
চাকরির খবর
ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২০ আগস্ট ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৭ আগস্ট ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
https://www.brac.net
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: অফিস সহকারি
বিভাগ: মাইগ্রেশন প্রোগ্রাম (প্রকল্প কর্মী)
পদসংখ্যা: নির্ধারিত নয়

পড়া লেখা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ✨টাকা-পয়সা একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা সারাজীবন সাথে থাকে, পথ দেখা...
22/08/2025

পড়া লেখা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ✨
টাকা-পয়সা একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা সারাজীবন সাথে থাকে, পথ দেখায়, সম্মান বাড়ায়।
তাই পড়াশোনাকে ভালোবাসুন, জ্ঞানকে সাথী করুন—তাহলেই জীবন হবে আলোকিত 🌿📚

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে
21/08/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে

Address

Dhaka. Bangladesh
Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি বেসরকারি চাকরির নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share