19/09/2025
কি লিখব আমি…
দিনশেষে দেখি — আমিই সেই গুনাহে লিপ্ত।
সারাদিন আল্লাহর ভয়ে কথা বলি; চোখে লুকানো পাপও আমি করি।
মানুষকে নাসিহত দিই, নামাজের দাওয়াত দিই, তওবার কথা বলি—
তবু নিজের নফসকে বশ করা যায় না।
বহিরঙ্গে আমি ভালো, অন্তরে পাপের আঁধার ঘন।
আমার কণ্ঠে “ইয়া আল্লাহ” বজ্রপাত করে,
কিন্তু হাত-পা, চোখ-কান, মন-হৃদয়— সবকিছুর গতি পাপে ত্বরিত।
এই দ্বিমুখী জীবন — একদিকে আল্লাহকে ভালোবাসার দাবি,
আরেকদিকে প্রতিদিন তার নাফরমানি।
কোন মুখে বলবো “আমি মুসলিম”?
কোন সাহসে বলবো “আমি জান্নাত চাই”?
আল্লাহ, তুমি গাফুরুর-রহীম,
তুমি বারবার ক্ষমা কর —
তুমি না থাকলে আমার মতো পাপীকে কে ধরতে পারতো?
আজ মনটা ভেঙে পড়েছে…
কারণ জানি আমি বদলাইনি; মুখে তওবা, মন এখনো নাফরমান।
আল্লাহ! যদি এই রাতে মৃত্যু আসে —
তুমি কি আমাকে ক্ষমা করবে?
তুমি কি আমাকে জান্নাতের স্থান দেবে?
আল্লাহ! আমাকে বদলে দাও।
আমার নফসকে সোজা করে দাও — কারণ আমি ক্লান্ত; হারিয়ে গেছি আমার গুনাহের কাছে।
তোমার দরজায় এসে ক্ষমা চাইছি।
আমার কাজ গুনাহ করা, আর তোমার কাজ ক্ষমা করা।
আল্লাহ, আমার গোপনে ও প্রকাশ্যে করা সব গুনাহ মাফ করে দাও।
আমীন।।🤲