24/09/2025
নতুন নিয়োগপ্রাপ্ত ( MPO প্রতিষ্ঠানে ) শিক্ষকরা চাকরির শুরুতেই যেসব সমস্যায় পড়তে পারেন এবং পরবর্তী সমাধান কী হতে পারে ?
০১। সমস্যা সবচেয়ে বেশী হয় ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের ক্ষেত্রে। যদি আগে থেকেই প্রতিষ্ঠানে এসব বিষয়ে পাঠদানে পারদর্শী শিক্ষক থাকে। এক্ষেত্রে সময় নিন ধীরে ধীরে সমাধান হয়ে যাবে।
০২। প্রতিটি প্রতিষ্ঠানেই শিক্ষকরা একাধিক দলে বিভক্ত। এসব গ্রুপ কোন প্রতিষ্ঠানে ওপেন আবার কিছু প্রতিষ্ঠানে ওপেন না হলেও মনেমনে বিরাজমান। আপনাকেও কোনও একটি দলে ভিড়তে হবে, সকল সহকর্মীদের বোঝার চেষ্টা করুন অতঃপর সিন্ধান্ত গ্রহণ করুন।
০৩। হেড টিচাররা সবার প্রতি একই মনোভাব পোষণ করেন না। এটি হেড টিচাররা ওপেন বলবে না কিন্তু তাদের কাজেকর্মে বুঝতে পারবেন। আপনি আপনার গুণাবলী ও কর্মকান্ডে হেড টিচারের আস্থাভাজন হওয়ার চেষ্টা করুন।
০৪। নতুন যোগদানকৃত শিক্ষকদের বছরের শেষ সময়ে ক্লাস দিবে না যদি আপনার বিষয়ে এখন অন্য শিক্ষক পাঠদান করে। এক্ষেত্রে আগামী বছরের জন্য অপেক্ষা করুন।
০৫। আপনার প্রতিষ্ঠানে সকল শিক্ষকদের বাড়ির অবস্থান জানুন।স্হানীয় শিক্ষকদের সঙ্গে রেসে পারবেন না যদি আপনি দূরের হয়ে থাকেন। আপনি দূরের হলে সবার সঙ্গেই মিলেমিশে থাকার চেষ্টা করুন।
০৬। সবার সঙ্গেই মিলেমিশে থাকবেন তবে ১/২ জন শিক্ষককে বেস্ট সহকর্মী বানাবেন। কারণ আপনার অবর্তমানে স্কুলে কী হচ্ছে সেটি আপনি প্রতিষ্ঠানে না আসলেও জেনো জানতে পারেন।
০৭। আপনি প্রাইভেট রিলেটেড বিষয়ের শিক্ষক হলে শিক্ষার্থীদের মাঝে আপনাকে, আপনি সুন্দর করে উপস্থাপন করুন দেখবেন শিক্ষার্থীরা আপনার অনুগত হয়ে যাবে।
০৮। শিক্ষক মিলনায়তনে গল্পের সময়,নিজেকে সবজান্তা মনে করবেন না। অন্যের কথা শুনুন, বুঝুন এবং উত্তর দিন।
নোট - তবে অনেক প্রতিষ্ঠানে এসবের কোনটিই নাও হতে পারে।
ধন্যবাদ