Bangali afa

Bangali afa আস্সালামু আলাইকুম।

10/07/2025

মাঝে মাঝে কথা বলার পিপাসা পায়।মনে হয় অনেক অনেক কথা জমে আছে মনের মধ্যে।তখন আমরা কেউ একজনকে খুঁজতে থাকি যে শুধুমাত্র মন দিয়ে আমাদের কথা শুনবে।অহেতুক হোক বা অপ্রয়োজনীয় তবুও শুনবে।বেশিরভাগ সময়ই আমরা সেরকম কাউকে পাই না।আমাদের চারিপাশে এত এত মানুষ। এত এত প্রিয়জন অথচ আমাদের কথা শুনার কেউ নেই।অদ্ভুত রকমের অনুভূতি হয় তখন।বুকের ভেতর শূন্যতা অনুভব হয়। ভাবা যায় সামান্য কথার পিপাসায় মানুষ এত কষ্ট পায়?
সময় পেলে আপনার কাছের মানুষটার কথা শুনুন। এই একটু সহানুভূতি তার জন্য অনেক বেশি কিছু হয়ে উঠবে।

05/07/2024

Blog no. 2
আমার কাঁচা হাতের কাজ। কিছু জানিনা, কিছু বুঝিও না।তারপরও সামান্য কিছু করার চেষ্টা।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা।
followers everyone

01/07/2024

সবাই আমার পেজটা বেশী বেশী শেয়ার করুন।ধন্যবাদ

09/05/2024

মানুষ শুধু ব্যাথায় না!কথায়ও মরে,কথায় যে কত ব্যাথা, তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে💔🥀

09/05/2024

নতুন কইরা কাপড়ের ব্যবসা শুরু করছি। সবাই দোয়া কইরেন।

17/02/2024

মেয়েদের মেকাপবিহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা। আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক- আমি আসলেই ভীষন সুন্দর।
এই যে একটা আর্টিফিসিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়।
যদিও তার গালের ব্রন, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বুঝা যায়, তবুও এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর; কেবল মাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য।
মানুষ মাত্রই সুন্দর। তুমি যে গুইসাপ না হয়ে, মানুষ হয়ে দুনিয়াতে আসছো, এরজন্যই তো পৃথিবীর কাছে কৃতজ্ঞতা জানানো দরকার।🤍🌸

16/02/2024

- রাগ আর আলসেমি বিক্রি করতে পারলে,

- আজ কোটিপতি হয়ে যেতাম!😎

15/02/2024

আমিও একদিন সবার প্রিয় হবো,
হয়তো সফলতার কারণে নয়তো আগরবাতির ঘ্রাণে ।

Address

Narsingdi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali afa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category