10/07/2025
মাঝে মাঝে কথা বলার পিপাসা পায়।মনে হয় অনেক অনেক কথা জমে আছে মনের মধ্যে।তখন আমরা কেউ একজনকে খুঁজতে থাকি যে শুধুমাত্র মন দিয়ে আমাদের কথা শুনবে।অহেতুক হোক বা অপ্রয়োজনীয় তবুও শুনবে।বেশিরভাগ সময়ই আমরা সেরকম কাউকে পাই না।আমাদের চারিপাশে এত এত মানুষ। এত এত প্রিয়জন অথচ আমাদের কথা শুনার কেউ নেই।অদ্ভুত রকমের অনুভূতি হয় তখন।বুকের ভেতর শূন্যতা অনুভব হয়। ভাবা যায় সামান্য কথার পিপাসায় মানুষ এত কষ্ট পায়?
সময় পেলে আপনার কাছের মানুষটার কথা শুনুন। এই একটু সহানুভূতি তার জন্য অনেক বেশি কিছু হয়ে উঠবে।