নামঃ রাজু আহমেদ। পেশায় একজন বেকার। সম্মানের সহিত বললাম কারণ চেস্টা করবার পরেও বেকার আমি। শখ বলতে অনেক আছে। এরমধ্যে অন্যতম হচ্ছে, ফিল্ম মেকার হওয়া, যেনতেন ফিল্ম মেকার না, প্রি-প্রোডাকশন থেকে শুরু করে থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত একাই করতে চাই। লেখক ও সেই সাথে কবি হওয়ার ইচ্ছেটাও অনেক। ব্যাক্তিগত এইসকল শখ পুরন করতে গিয়ে অনেককিছুই করতে বা শিখতে হচ্ছে। সেগুলি ধীরে ধীরে জানতে পারবেন, যদি ধৈর্য্য ধরে এখানে লেখা প্রতিটা শব্দে চোখ বুলিয়ে যেতে পারেন।
টাইপোগ্রাফি চেষ্টা করি মাঝেমধ্যেই। অনেক সময় ফোন দিয়ে করি আবার কম্পিউটার দিইয়েও। যখন যেটাতে সুবিধে হয় আরকি।
অ্যামবিগ্রাম (Ambigram)
অ্যামবিগ্রাম করেছি কিছু, এখনো চেষ্টা করি। আগ্রহ পেয়েছিলাম জুলিয়ান ভাইকে দেখে। প্রথম অ্যামবিগ্রাম সম্পর্কে জানতে পারি জুলিয়ান ভাই থেকেই। সেই থেকেই শুরু চেষ্টা করা। মাঝেমধ্যে সময় পেলেই চেষ্টা শুরু।
লেটারিং
ইংরেজিতে লেটারিং বললেও বাংলায় শব্দ সাজানো বললেই ভালো লাগে। ক্যালিগ্রাফি বা টাইপোগ্রাফির একটা অংশ বলেই আমার ধারণা। ক্যালিগ্রাফিতে অনেক শব্দের সাজানো গোছানো একটা সংসার থাকে, লেটারিংয়ে একটি কি দুটি। টাইপোগ্রাফিও ক্যালিগ্রাফির মেলায় হারিয়ে যাওয়া আপন ভাইয়ের মতো। একদিন হুট করেই ইচ্ছে হলো, লেটারিং করবো, শুরু করলাম। নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন।
আলপনা (Mandala)
মান্ডালা। এই শব্দটি সম্পর্কে আমি তেমন জানি না। কোথা থেকে এই শব্দের উৎপত্তি তা আমি জানি না। তবে বাংলায় মান্ডালা বলে। মান্ডালা বাঙালি সমাজে খুব পরিচিত। বিভিন্ন বাঙালি অনুষ্ঠানেই মান্ডালা দিয়ে সাজানো হয় সব। ইলাস্ট্রেটর নিয়ে ঘাটতে গিয়ে দেখলাম খুব সহজেই এই কাজ করা যায়। একটু কষ্ট করলেই অনেক সুন্দর ডিজাইন করা সম্ভব।
ফটোগ্রাফি (Photography)
মোবাইল হাতে পেলে বা এমন কোন ডিভাইস যাতে ক্যামেরা সংযুক্ত আছে, আমার শুরু হয়ে যায় ক্রিয়েটিভিটি দেখানো। এই অভ্যাস সেই ছোট বেলা থেকেই। যদিও বড় হতে হতে এই অভ্যাসটা অনেক কমে গেছে। নিজের ছবি তোলা হয়না তেমন। অন্যের ছবি তুলতে বেশ আগ্রহ পাই। এখন দেখছি এটাও অনেক কমে গেছে। এখন আর এটাও ভালো লাগে না। তবে ছবি তুলবার শখ এখনো আগের মতোই আছে। সময় পেলেই দেখানো শুরু করি ছবি তুলবার ক্যালমা। এডিট করতে যেই পরিমান শক্তি দরকার তা আমার নেই। প্রচুর আইলসামি লাগে। অনেক ছবি পরে আছে, এডিটের অপেক্ষায়। একদিন সব এডিট হয়ে যাবে আর পোস্ট করাও হবে।
ফিল্ম মেকিং
ফিল্ম মেকিংয়ের পোকা আমি এটা আমি বলবো না, তবে এই গল্পের শুরুতেই বলে দিয়েছি যে ফিল্ম মেকার হওয়া আমার শখগুলির মধ্যে অন্যতম। একদিন হয়তো এই শখটা পুরন করতে পারবো কিন্তু তা কবে জানি না। একদিন হয়তো।
আবৃত্তি
আবৃত্তি করা আমার শখ না। এটা করতে আমার ভালো লাগে। চেষ্টা করি।
আমরা প্রতিটা মানুষই “একদিন” কথাটাকে খুব মানি বা বলি। আমরা বাঙালিরা সব থেকে এই শব্দটাকেই বেশি ব্যবহার করি। “একদিন আমি এই করবো। একদিন আমি ঐ করবো। একদিন আমি জাহাজ কিনে সাগর পারি দিবো। একদিন আমি প্লেন কিনে আকাশে উড়বো।” “একদিন” হচ্ছে অনিশ্চিত শব্দ। “একদিন” আসলেই কিছু করতে কেউ পারবো কিনা জানি না। তবে এই “একদিন” এর আশাতেই বেঁচে থাকা। সবারই সুযোগ আসে জীবনে। সেই সুযোগের অপেক্ষা।
ধন্যবাদ আপনাকে।
এতো সময় ধরে আমার সম্পর্কে কষ্ট করে পড়লেন বলে। আরো যদি কোন প্রশ্ন থাকে থাহলে করতে পারেন। ফেসবুক ছাড়াও আমাকে খুঁজে পাওয়া যাবে যে সকল জায়গায়, সে সকল লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।
ফেসবুক পেইজ: এই পর্যন্ত যখন এসেছেন তখন আপনার কাছে এটার লিংক আছে।
ইউটিউব চ্যানেল: ইউটিউবে রাজু আহমেদ লিখে সার্চ করলেই পাবেন। অথবা আমার নামে ক্লিক করে দিন। এখানে ক্লিক করুণ
ইনস্টাগ্রাম আইডি: https://instagram.com/therajuahmedraz