BR Vlogs

BR Vlogs **Welcome to *Thoughts by Babu**
এখানে পাবেন অনুপ্রেরণা, জীবনের শক্তি, এবং সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে চলার কন্টেন্ট।
Join us and let’s inspire each other!
(3)

07/10/2025
05/10/2025

মানুষ বারবার ধোঁকা দেয়, আমি তবু বিশ্বাস রাখি,
ভাবি এবার বুঝে গেছি, কেউ আর ফাঁদে ফেলতে পারবে না বাকি।
তবু আজও ঠকি, আজও হারাই, নিজেরই ভাবনায় জড়াই,
হয়তো আমি বদলাই না, কারণ আমার হৃদয় এখনো মানুষ খোঁজে তাই।

সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না,
04/10/2025

সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না,

মেয়ে বিয়ে দেবেন না কোথায় জানেন...?জীবনে ওই সংসারে কখনো মেয়ে বিয়ে দেবেন না যে সংসারের শ্বশুর এর থেকে শাশুড়ির কথার মূল্য ব...
04/10/2025

মেয়ে বিয়ে দেবেন না কোথায় জানেন...?

জীবনে ওই সংসারে কখনো মেয়ে বিয়ে দেবেন না যে সংসারের শ্বশুর এর থেকে শাশুড়ির কথার মূল্য বেশি শশুর যেই সংসারে কথা না বলে শাশুড়িকে বলতে বলে সেই সংসারে নিজের মেয়েকে দিয়েন না।

বিকাশ বনাম ব্যাংক।
02/10/2025

বিকাশ বনাম ব্যাংক।

সিগারেট বনাম ইট ১টি সিগারেটের দাম দিয়ে একটি ইট কেনা যায় যারা দৈনিক ১ প্যাকেট টানেন তারা দৈনিক ২০ টা মাসে ২০০৩০= ৬০০ বছরে...
01/10/2025

সিগারেট বনাম ইট ১টি সিগারেটের দাম দিয়ে একটি ইট কেনা যায় যারা দৈনিক ১ প্যাকেট টানেন তারা দৈনিক ২০ টা মাসে ২০০৩০= ৬০০ বছরে ১২০৬০০ = ৭২০০৫ বছরে ৭২০০০৫ = ৩৬০০০
তারমানে ৫ বছরে ৩৬০০০ ইট কিনতে পারবেন মানে একটি ছোটখাটো একতালা বিল্ডিং এর মালিক হতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার এখন সিগারেট খেয়ে ক্যান্সার নাকি না খেয়ে বাড়ি কোনটা বানাবেন?

বাংলাদেশ নামক রাষ্ট্রে যে যত বড় শিক্ষিত হয়, যত বড় চাকুরী করে- সে ঠিক তত বড় অমানুষ হয়।
01/10/2025

বাংলাদেশ নামক রাষ্ট্রে যে যত বড় শিক্ষিত হয়, যত বড় চাকুরী করে- সে ঠিক তত বড় অমানুষ হয়।

🔴 সতর্কবার্তা 🔴সম্প্রতি অনেকেই ফেসবুক পেজ মালিকদের ইনবক্সে মেসেজ পাঠাচ্ছে —"আমরা আপনাকে সপ্তাহে $2000 দিয়ে স্পন্সর করতে ...
01/10/2025

🔴 সতর্কবার্তা 🔴

সম্প্রতি অনেকেই ফেসবুক পেজ মালিকদের ইনবক্সে মেসেজ পাঠাচ্ছে —
"আমরা আপনাকে সপ্তাহে $2000 দিয়ে স্পন্সর করতে চাই"
"আমাদের বিজ্ঞাপন আপনার পেজে দিতে চাই" ইত্যাদি ইত্যাদি।

👉 মনে রাখবেন, এগুলো প্রায় সবই ভুয়া (SCAM)।
তাদের মূল উদ্দেশ্য হলো –

আপনাকে লোভ দেখিয়ে আপনার ফেসবুক লগইন/পাসওয়ার্ড বের করা

আপনার পেজ/বিজনেস ম্যানেজার অ্যাকসেস হাতিয়ে নেওয়া

✅ সত্যিকারের ব্র্যান্ড বা কোম্পানি কখনোই ইনবক্সে এইভাবে প্রস্তাব দেয় না।
✅ আসল কোম্পানি সবসময় ভেরিফায়েড ইমেইল, ওয়েবসাইট, অফিসিয়াল চুক্তি ও পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে।

❌ তাই এমন মেসেজ পেলে:

1. রিপ্লাই দেবেন না

2. কোনো লিঙ্কে ক্লিক করবেন না

3. পাসওয়ার্ড/অ্যাকসেস শেয়ার করবেন না

4. সাথে সাথে Block + Report করুন

👉 নিজের পেজ সুরক্ষিত রাখুন, সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।

৯০ ভাগ পুরুষ শাশুড়ীকে মায়ের মত শ্রদ্ধা করে কিন্তু ৯০ ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে শেষ।
01/10/2025

৯০ ভাগ পুরুষ শাশুড়ীকে মায়ের মত শ্রদ্ধা করে কিন্তু ৯০ ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে শেষ।

🇮🇳🏆 অভিনন্দন টিম ইন্ডিয়া 🏆🇮🇳ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের জন্য টিম ইন্ডিয়াকে জানাই অসীম শুভেচ্ছা ও অভিনন...
28/09/2025

🇮🇳🏆 অভিনন্দন টিম ইন্ডিয়া 🏆🇮🇳

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের জন্য টিম ইন্ডিয়াকে জানাই অসীম শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই জয় শুধু ক্রিকেট নয়, কোটি ভারতীয় হৃদয়ের গর্ব ও আনন্দের প্রতিচ্ছবি। 🔥💯

এগিয়ে যাও টিম ইন্ডিয়া, জয় হোক স্বপ্নের, জয় হোক পরিশ্রমের! 🏏✨

26/09/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/09/2025

আমার সারিরিক অসুস্থতার ও পারিবারিক সমস্যার কারণে কিছু দিন যাবত, কোন প্রকার পোস্ট বা ভিডিও আপলোড করতে পারিছি না!
সবাই ভাল থাকবেন।
শুভ রাত্রি.

Address

Nilphamari
Dhaka

Telephone

+8801813913574

Website

https://youtube.com/@brvlogstv?si=w73BUDXMVaieJLat, https://statushistory.blogs

Alerts

Be the first to know and let us send you an email when BR Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BR Vlogs:

Share