
25/07/2025
🍁📸 ছবিতে যাঁকে দেখছেন, তিনি লেডি মেহেরবাঈ টাটা।
তার গলায় রয়েছে ২৪৫ ক্যারাটের এক বিশাল হীরা, যা আকারে কোহিনূরের দ্বিগুণ!
এই হীরাটি ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন তাঁর স্বামী ডোরাবজী টাটা।
🎾 লেডি মেহেরবাঈ ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের মিক্সড ডাবলসে অংশ নিয়েছিলেন। শাড়িপ্রেমী এই নারীর জীবনের করুণ পরিণতি হয় ১৯৩১ সালে, লিউকেমিয়ায় মৃত্যুবরণ করেন।
💎 স্ত্রীর মৃত্যুর পর ডোরাবজী টাটা তাঁর সেই হীরাসহ সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল গঠন করেন।
সেই তহবিল থেকেই গড়ে ওঠে —
🏥 "টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল",
যা আজও হাজার হাজার ক্যান্সার রোগীর জীবন বাঁচাচ্ছে।
এটাই হলো টাটা ক্যান্সার হাসপাতালের পেছনের ত্যাগ, প্রেম ও মানবতার গল্প।