Chirkut চিরকুট

  • Home
  • Chirkut চিরকুট

Chirkut চিরকুট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chirkut চিরকুট, Video Creator, .

07/08/2025

দুনিয়ায় মানুষ খালি হাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। যতই পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায়।

আমার কেনো এটা নাই, সেটা নাই, আজীবন আফসোস করে যায়। তারপর একদিন সবকিছু ছেড়ে, খালি হাতে দুনিয়া থেকে চলে যায়।

আহারে মানুষ, আহারে দুনিয়া, আহারে জীবন।

03/08/2025

"আমাদের অনেকের সাথেই
অনেকের শেষবারের মতন দেখা হয়ে গেছে" 🙂

02/08/2025

I don't want to get attached to anyone anymore, it only destroys me in the end!

02/08/2025

জীবন কেটে যায় অপেক্ষায় !!
কখনো মানুষের,কখনো সুদিন এর....

01/08/2025

যখন আপনি ভালো করে বুঝতে পারবেন যে আপনি কারোরই প্রিয় ব্যক্তি না, কারোরই প্রথম ও একমাত্র গুরুত্বপূর্ণ মানুষ না।
তখনই আপনার পৃথিবী থেকে সকল চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে।

31/07/2025

সময় এক অদ্ভুত জিনিস!

হঠাৎ করে পিছনে ফিরে তাকালে মনে হয় কত সময় চলে গেছে!!
আবার যে সময়ের জন্য আমাদের এতো অপেক্ষা সেই সময় আসেই না!

28/07/2025

সত্যটা হচ্ছে কেনো জানি এখন আর জোর করতে মন চায় না। মনে হয় যা হওয়ার তা তো হবেই জোর করে কি বদলানো যাবে? অতীতে নিজের দিক বুঝিয়ে বলার যে আগ্রহ আপ্রাণ চেষ্টা ছিলো বর্তমানে সেটা আর খুঁজে পাইনা।

কেউ ভুল বুঝলো মেনে নেই। কেউ ভুল বললো মেনে নেই। কেউ দোষারোপ করলো মেনে নেই। কেউ অপবাদ দিলো মেনে নেই। মূলত এখন আর তর্কে জড়াতে ইচ্ছে হয়না। নিজের পক্ষে দুটো কথা বলবো সেই শক্তিটুকু পাইনা।

সবকিছুর উপর থেকে কেমন যেনো মন উঠে গেছে। হারাতে হারাতে এতই হারিয়েছি যে এখন কোনোকিছু ধরে রাখার ইচ্ছাশক্তি টাই আর পাই না। কপালে থাকলে থাকবে না থাকলে হারিয়ে যাবে এই ভেবে চুপচাপ নিয়তির দিকে তাকিয়ে থাকি।

27/07/2025

রাত জাগতে জাগতে চোখে কম দেখি,
যারা দূরে সরে গেছে তাদের এখন দেখিই না।🙂

22/07/2025

খাদ্য,বস্ত্র না,সোনার দেশে স্বাভাবিক মৃত্যুটাই এখন প্রধান মৌলিক চাহিদা।
বাসায় থাকলে বিল্ডিং ধ্বসে যাচ্ছে,আগুন লেগে যাচ্ছে।
রাস্তায় বাস,ট্রাক পিষে দিয়ে যাচ্ছে।
ছিনতাইকারী থেতলে দিয়ে যাচ্ছে।
স্কুলে বিমান মে রে দিয়ে যাচ্ছে।
স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার তো দেশের মানুষ অনেক আগেই হারিয়েছে।
এখন ম রা র অধিকার ও।

21/07/2025
21/07/2025

সাধারণ যাত্রীরা মেট্রোরেল ছেড়ে দিলে, সেটি ইমারজেন্সি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারে অনেক প্রাণ বাঁচানো যাবে।
আর যারা রাস্তার পাশে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন তারা প্লিজ রাস্তা থেকে সরে দারান। আপনাদের কি বিবেক নাই ? মানুষ হবেন কবে?

21/07/2025

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়।

বিমানটি ১৩.০৬ মিনিটে উড্ডয়ন করে , এখন পর্যন্ত সঠিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

সেনাবাহিনী ও বিমানবাহিনী সাথে ফায়ার সার্ভিস এর উপস্থিতিতে উদ্ধার কাজ চলমান আছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Chirkut চিরকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chirkut চিরকুট:

  • Want your business to be the top-listed Media Company?

Share