07/08/2025
দুনিয়ায় মানুষ খালি হাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। যতই পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায়।
আমার কেনো এটা নাই, সেটা নাই, আজীবন আফসোস করে যায়। তারপর একদিন সবকিছু ছেড়ে, খালি হাতে দুনিয়া থেকে চলে যায়।
আহারে মানুষ, আহারে দুনিয়া, আহারে জীবন।