Mujahid Abdul Latif

Mujahid Abdul Latif Personal Blog in Bangladesh.

29/09/2024

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ وَمِنْ أَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

সকল মহিমা তাঁর যিনি জোড়ায়-জোড়ায় সৃষ্টি করেছেন -- পৃথিবী যা উৎপাদন করে তার মধ্যের সব-কিছু, আর তাদের নিজেদের মধ্যেও, আর তারা যার কথা জানে না তাদের মধ্যেও।

(ইয়াসীন-36)

22/03/2024

ফেসবুকের সব লেখা এড়িয়ে যাবেন না।

প্রাইমারিতে ২৬ হাজার নারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
প্রশ্নঃ - এই ২৬ হাজার নারী কি ২৬ হাজার বেকার পুরুষকে বিয়ে করবে..??
উত্তরঃ অবশ্যই না.!
যদি ২৬ হাজার শিক্ষিত বেকার পুরুষের যদি এই চাকরিটা হতো।
তাহলে নিশ্চয়ই আল্লাহর রহমতে, এবং আল্লাহর ইচ্ছায় অটোমেটিক ২৬ হাজার পরিবার প্রতিষ্ঠিত হতো এবং ২৬ হাজার নারী ২৬ হাজার প্রতিষ্ঠিত স্বামী পেতো! 😊
ইতিহাস সাক্ষী আছে, নারীর ইনকামের টাকা বেশি খরচ হয় তার নিজের রূপচর্চায়।
আর পুরুষের ইনকাম খরচ হয় পরিবার পরিচালনয়।

22/03/2024

এই হল আমার দেশের অবস্থা

মহান রাব্বুল আলামীনের একান্ত মেহেরবানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ৩০...
11/02/2024

মহান রাব্বুল আলামীনের একান্ত মেহেরবানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ৩০মাস ৬ দিন কারাগারে বন্দী থাকার পর আজ ১১ ফেব্রুয়ারী রাত ৯-০০টায় মুক্তি লাভ করেছেন।আলহামদুলিল্লাহ।

06/02/2024

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।

25/01/2024

সাহসী একজন চেয়ারম্যান। যিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলেছেন।

12/01/2024

ছাত্র শিবিরের কন্ঠে শহিদী গান।

07/01/2024

সাফল্য পেতে হলে দৌড়াও, দৌড়াতে না পারলে হাটা শুরু কর।

06/01/2024

“দৃপ্ত শপথ”
সদস্য সম্মেলন সংগীত ২০২৩

কথা : পরিকল্পনাবিদ মোঃ সিরাজুল ইসলাম
সুর : মাহমুদ ফয়সাল

লিরিক :
দ্বীন কায়েমের পথে দৃপ্ত শপথ
এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে,
শত বাধা মাড়িয়ে আনব আবার
সোনালী সমাজ এই ধরার বুকে।।

বাতিলের হুঙ্কার, চোখ রাঙানি
জুলুম-নিপীড়ন রুখে দিতে,
আল্লাহর কালিমার উড়াব নিশান
বদরের স্মৃতি বুকে কুরআন হাতে।।

নিজ হাতে দয়াময় জ্বালাবেন নূর
হিম্মত কার আছে মোদের রুখে!!

রাসুলের দেখানো পথটি ধরে
কুরআনের আলোকে জীবন গড়ি,
দিবসে সেনা আর রাতে ত্যাগী
মুক্তির আলোতে আঁধার চিরি।।

সবটুকু মানবো খোদার বিধান
জাহিলি সব মত দূরে ফিকে।।

বিপ্লবী চেতনা সঙ্গী করে
রবের রঙেতে রঙিন হব,
আল-কুরানের রাজ করতে কায়েম
আজকের খালিদেরা তৈরি রবো।।

শক্ত কদম আর সবর নিয়ে
শহীদি তামান্না রাখব বুকে।।

03/01/2024

ড.শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নির্বাচন নিয়ে কিছু কথা।

বিপ্লবীরা জেগে ওঠো নতুন সুরের গানে,সাহস রাঙা শাপলা ফুটুক সবার প্রাণে প্রাণে।কবি মল্লিক মাহমুদ২৮ অক্টোবর, ২০২৩শাপলা চত্ত্...
27/10/2023

বিপ্লবীরা জেগে ওঠো নতুন সুরের গানে,
সাহস রাঙা শাপলা ফুটুক সবার প্রাণে প্রাণে।
কবি মল্লিক মাহমুদ

২৮ অক্টোবর, ২০২৩
শাপলা চত্ত্বর, ঢাকা

26/10/2023

আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে,, উক্ত সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি দীনি দাওয়াত রইল।

Address

Kishoreganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mujahid Abdul Latif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mujahid Abdul Latif:

Share

Category