09/11/2025
প্রশান্ত মহাসাগর থেকে উৎপন্ন হওয়া সুপার টাইফুন Fung Wong । এতটাই প্রকট যে পুরো একটি দেশের চেয়েও বড়। ফিলিপাইনের উপর দিয়ে বর্তমানে বয়ে যাচ্ছে এই ঝড় টি। আমরা চায়না থেকে এই পথ ধরেই সিঙ্গাপুর যাচ্ছি। ঝড় থেকে আমরা নিরাপদ দুরত্বে চলে আসতে পারছি। যে সকল জাহাজ ঝড়ের দিকে যাত্রা পথ ছিল তারাও নিরাপদ দুরত্বে অবস্থান করে ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
ভৌগলিক অবস্থানের কারনে কিছু দেশ যেমন ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, চীন প্রতিনিয়ত এমন অসংখ্য ঝড়ের কবলে পড়তে হয়।