SeVen Seas

SeVen Seas Let the waves carry you where the light can not ..
(2)

04/10/2024

বাংলার সৌরভে আগুন।
এখন পর্যন্ত ৫০ জনের মধ্যে ৪৪ জন কে উদ্ধার করা হয়েছে।।

04/10/2024

বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর তেলবাহী ট্যাংকার জাহাজ "বাংলার সৌরভ" এ চট্টগ্রাম বহিঃ নোঙরে ভয়াবহ আগুন লেগেছে। জাহাজের সবাইকে উদ্ধার করতে নৌবাহিনী জাহাজ রওনা হয়েছে। জাহাজ abandon ঘোষণা করা হয়েছে। জাহাজের অনেক নাবিক সমুদ্রে জাম্প করেছে।
আল্লাহ্ সবাইকে রক্ষা করুন।

সমুদ্রে ভেসে বেড়ালেও, সমুদ্র সৈকত ছুঁয়ে দেখা হয় কদাচিৎ ।
27/06/2024

সমুদ্রে ভেসে বেড়ালেও, সমুদ্র সৈকত ছুঁয়ে দেখা হয় কদাচিৎ ।

পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ।ঈদ মোবারক !!
17/06/2024

পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ।

ঈদ মোবারক !!

লম্বা ছুটির পর ফিরে এলাম আবারো সমুদ্রে ।।
14/06/2024

লম্বা ছুটির পর ফিরে এলাম আবারো সমুদ্রে ।।

07/05/2024

মুহূর্তেই ডুবে গেল বিশাল জাহাজটি !!

জাহাজটির নাম Stellar Banner । দক্ষিণ কোরিয়ার কোম্পানি পোলারিস শিপিংয়ের মালিকানাধীন Very large ore carrier (VLOC) । এর দৈর্ঘ্য ছিল ৩৪০ মিটার। ব্রাজিল থেকে চায়নার উদ্দেশ্যে যাচ্ছিল। 24 ফেব্রুয়ারী, 2020-এ জাহাজটি মারানহাও, ব্রাজিলের কাছে কিছু বিপদ এড়াতে Aground (জাহাজটির বটম মাটির সাথে লেগে যাওয়া বুঝায়) করাতে বাধ্য হয় ।

12 জুন, 2020 তারিখে জাহাজ কোম্পানির সিদ্ধান্তে জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষনা করা হয় এবং ডুবিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে জাহাজটির সলিল সমাধি করা হয়।

ভিডিও সংগৃহীত।।

27/04/2024

তীব্র গরমে সমুদ্র থেকে জাহাজে উঠে এসে গড়াগড়ি খাচ্ছে কিছু জলপরী 🤣

- সংগৃহীত ভিডিও

গত সপ্তাহে বগুড়ায় বন্ধুর বিয়ের আমন্ত্রণে যাওয়া হয়েছিল। সমুদ্রে ফিরে যাওয়ার আগে ঢাকার বাইরে এটাই ছিল শেষ ট্যুর। প্র...
25/04/2024

গত সপ্তাহে বগুড়ায় বন্ধুর বিয়ের আমন্ত্রণে যাওয়া হয়েছিল। সমুদ্রে ফিরে যাওয়ার আগে ঢাকার বাইরে এটাই ছিল শেষ ট্যুর। প্রোগ্রাম শেষে বগুড়ার কিছু দর্শনীয় স্থানে যাওয়ার ইচ্ছে থেকে আপনাদের কাছে নাম জানতে চাওয়া হয়েছিল ।

মহাস্থানগড়, মোমোইন এবং সারিয়াকান্দি এই স্পট গুলোতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম।

ধন্যবাদ বগুরা বাসীদের যারা স্পটগুলোর নাম জানিয়েছিলেন। ❤️

15/04/2024

হ্যালো বগুড়া বাসী !!
বগুড়ায় কি কি দর্শনীয় স্থান রয়েছে একটু বলে যান।।

15/04/2024

# এম ভি আবদুল্লাহ এবং মুক্তিপণ

মুক্তিপণ নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছে।

গতকাল বাংলাদেশ সময় আনুমানিক দুপুর আড়াইটার দিকে ছোট সী প্লেনটা মুক্তিপণ এর জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার, ৩টা বড় বড় ওয়াটারপ্রুফ ব্যাগে এমভি আবদুল্লাহ জাহাজের পাশেই সমুদ্রে নিক্ষেপ করে।

ছোট ছোট স্পিড বোটে করে সোমালিয়ার জলদস্যুরা সেই ডলার ভর্তি ব্যাগগুলো পানি হতে তুলে নেয়। এই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল এবং সবাই দেখেছে।

ভিডিওটা কোন নাবিক তুলেনি। ২৩ জন নাবিক সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে ছিল যেন প্লেনের পাইলট দেখতে পারেন সবাই অক্ষত আর নিরাপদ আছে।

ভিডিওটা করেছে সোমালিয়ার ইন্টারপ্রেটার, যে এই মুক্তিপণ নেগোসিয়েশন টিমের লিডার ছিল। সে ভিডিওটা করে শিপিং কোম্পানিকে পাঠিয়েছে।

ডলারের ব্যাগগুলো জাহাজে নিয়ে এসে জলদস্যুরা নিজ হাতে গুনেছে কয়েকঘন্টা ধরে। এরপর ভাগাভাগি করে সন্তুষ্ট হয়েছে। এসময় শুরু হতে শেষ পর্যন্ত কাজ করা সব জলদস্যু জাহাজে যোগ দিয়েছিল যার যার ভাগ বুঝে পাওয়ার জন্য৷ তাদের মোট সংখ্যা আনুমানিক ৬৫ জন। তারপর মধ্যরাতে ৯টা স্পিডবোটে করে সবাই জাহাজ ত্যাগ করেছে।

মুক্তিপণ সরকারও দেয়নি, শিপিং কোম্পানিকেও দিতে হয়নি। মুক্তিপণ দিয়েছে ইন্সুরেন্স কোম্পানি। কোম্পানি "কিডন্যাপ এন্ড র‍্যানসম" ইন্সুরেন্সের অধীনে এতবছর ধরে প্রিমিয়াম দিয়ে আসছিল।

এটা কোন সরকারী নাটক ছিল না। সোমালিয়ার জলদস্যুদের উপরে অন্তত বাংলাদেশের কোন নিয়ন্ত্রণ নেই। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে KSRM ম্যানেজমেন্ট এবার দ্রুত মুক্তিপণ দিয়ে জাহাজ আর নাবিকদের মুক্ত করেছেন। তবে অন্যান্য জলদস্যুরা উৎসাহিত হতে পারে এই আশংকায় উনারা মুক্তিপণের অংক প্রকাশ করতে অনাগ্রহী। উনাদের এই সিদ্ধান্তে আমিও একমত।

২০ তারিখ দুবাই পৌঁছাবে জাহাজ। তবে নাবিকরা জাহাজে কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত থাকবে নাকি দুবাই হতে ফিরে আসবে এটা নাবিকরা যে যার সিদ্ধান্ত সে নিবে। জানা যাবে ২-৩ দিনের মধ্যে। কোম্পানি চাইতেই পারে যেন কয়েকজন পুরানো নাবিক কন্ট্রাক্ট পুরো শেষ করে আসেন। এতে জাহাজ ম্যানেজ করা সহজ হয়। যদিও সবাই জাহাজে কাজ করার মত মানসিক অবস্থায় আছে কিনা সেটাও যাচাই করে দেখা দরকার।

দায়িত্বশীল ব্যক্তিরা দেখলাম, মুক্তিপণ ছাড়াই রাষ্ট্রীয় আর আন্তর্জাতিক চাপ দিয়ে জাহাজ মুক্ত করেছেন, এমন দাবী করছেন।

তবে কি ডলারের ব্যাগগুলোতে জলদস্যুদের জন্য যাকাতের শাড়ি আর লুঙ্গি ছিল? 🙄

Capt. Atique Ua Khan
BMA 27th

আলহামদুলিল্লাহ... রেকর্ড ৩১ দিন সময়ে মুক্তিপণ নির্ধারণ করে জলদস্যুদের হাতে সেই অংকের ডলার পৌঁছে দেয়া নিশ্চিত হলে মধ্যরাত...
14/04/2024

আলহামদুলিল্লাহ...

রেকর্ড ৩১ দিন সময়ে মুক্তিপণ নির্ধারণ করে জলদস্যুদের হাতে সেই অংকের ডলার পৌঁছে দেয়া নিশ্চিত হলে মধ্যরাতের কিছু পরে জাহাজ ত্যাগ করেছে জলদস্যুরা৷ তবে কোম্পানির পক্ষ হতে প্রেস ব্রিফিং করা পর্যন্ত নাবিকরা কাউকে জানাতে পারেনি। নিউজটা তাই মিডিয়ায় এসেছে ভোর ৪টার পরে।

এমভি আবদুল্লাহ ইতিমধ্যে রওয়ানা হয়েছে দুবাইয়ের দিকে। ইনশাআল্লাহ এক সপ্তাহ পর দুবাই পৌঁছালে সব নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে আসা হবে। দুবাইতেই নতুন নাবিকরা জাহাজের দায়িত্ব গ্রহণ করবে৷

#
রাত ৩টায় নোঙর তুলে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর সোমালিয়ার জলসীমা হতে বের হতেই ভোর ৫টার দিকে ন্যাটোর দুইটা ফ্রিগেট, ইতালি আর স্পেনের দুইটা যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে থামিয়ে জাহাজের পাশে এসে বাঁধে।

প্রায় ২৫ জন নৌসেনা জাহাজে উঠে আসেন। ফ্রিগেটের ডাক্তার সবার স্বাস্থ্যপরীক্ষা করেন। ত্বকের এলার্জিসহ অন্যান্য ছোট খাটো রোগের চিকিৎসা আর মেডিসিন সরবরাহ করেন। এসময় সব নাবিকের ছবি আর ডিএনএ স্যাম্পলও সংগ্রহ করেন উনারা।

ফ্রিগেটের কমান্ডো আর ফরেনসিক ইউনিটের সদস্যরা জাহাজের বিভিন্ন স্থান পরিদর্শন করে জলদস্যুদের হাতের ছাপ, ফেলে যাওয়া কাপড় আর ব্যবহার্য সামগ্রী ইত্যাদির নমুনা সংগ্রহ করেন। এছাড়াও নৌসেনারা আবদুল্লাহর নাবিকদের কিছু খাদ্যসামগ্রী উপহার দেন।

কিছুক্ষণ আগে ফ্রিগেট দুইটার সেনারা জাহাজ ছেড়ে যান। এমভি আবদুল্লাহ আবারও দুবাইয়ের পথে রওয়ানা হয়েছে৷

ওদের ছবিগুলো দেখে আনন্দে আপ্লুত হলাম।
আহা, মুক্তির কি আনন্দ আকাশে-বাতাসে!!

দোয়া করি তোমরা সুস্থ আর নিরাপদে দেশে ফিরে আসো।
😍😍

Capt. Atique Ua Khan
BMA 27th

সমুদ্রের মানুষদের মাটিতে ঈদ পালন করতে পারাটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। গত ঈদ সমুদ্রে কাটালেও এবারের ঈদ আলহামদুলিল্লাহ প...
11/04/2024

সমুদ্রের মানুষদের মাটিতে ঈদ পালন করতে পারাটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। গত ঈদ সমুদ্রে কাটালেও এবারের ঈদ আলহামদুলিল্লাহ পরিবারের সাথে কাটানোর সুযোগ হলো।

সমুদ্রে বা মাটিতে সবার প্রতি রইল পবিত্র ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক ।।

Address

Keraniganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SeVen Seas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SeVen Seas:

Share