SeVen Seas

SeVen Seas Let the waves carry you where the light can not ..
(3)

প্রশান্ত মহাসাগর থেকে উৎপন্ন হওয়া সুপার টাইফুন Fung Wong । এতটাই প্রকট যে পুরো একটি দেশের চেয়েও বড়। ফিলিপাইনের উপর দি...
09/11/2025

প্রশান্ত মহাসাগর থেকে উৎপন্ন হওয়া সুপার টাইফুন Fung Wong । এতটাই প্রকট যে পুরো একটি দেশের চেয়েও বড়। ফিলিপাইনের উপর দিয়ে বর্তমানে বয়ে যাচ্ছে এই ঝড় টি। আমরা চায়না থেকে এই পথ ধরেই সিঙ্গাপুর যাচ্ছি। ঝড় থেকে আমরা নিরাপদ দুরত্বে চলে আসতে পারছি। যে সকল জাহাজ ঝড়ের দিকে যাত্রা পথ ছিল তারাও নিরাপদ দুরত্বে অবস্থান করে ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

ভৌগলিক অবস্থানের কারনে কিছু দেশ যেমন ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, চীন প্রতিনিয়ত এমন অসংখ্য ঝড়ের কবলে পড়তে হয়।

14/10/2025

Sea Giant 🚢

বড় জাহাজটির সাথে বাধা ছোট আকৃতির জাহাটিও লম্বায় ২৩০ মিটার । তাহলে বড় জাহাজটি লম্বায় কত হতে পারে???
12/10/2025

বড় জাহাজটির সাথে বাধা ছোট আকৃতির জাহাটিও লম্বায় ২৩০ মিটার । তাহলে বড় জাহাজটি লম্বায় কত হতে পারে???

সমুদ্রে ফিরে যাবার জন্য তার বাহিরের রূপচর্চার কাজ শেষ।তার মেকাপ টি কেমন হয়েছে ?
10/10/2025

সমুদ্রে ফিরে যাবার জন্য তার বাহিরের রূপচর্চার কাজ শেষ।

তার মেকাপ টি কেমন হয়েছে ?

জলের জিনিস মাটিতে খুব অসহায় ।।
08/10/2025

জলের জিনিস মাটিতে খুব অসহায় ।।

এটি জাহাজের এস্টার্ন পার্ট বা সর্বশেষ অংশ। এখানে রয়েছে জাহাজটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রপেলার বা পাখা এবং জ...
07/10/2025

এটি জাহাজের এস্টার্ন পার্ট বা সর্বশেষ অংশ। এখানে রয়েছে জাহাজটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রপেলার বা পাখা এবং জাহাজের দিক ঠিক রাখার জন্য রাডার বা হাল।

এই জাহাজের প্রোপেলার এর উচ্চতা কত হতে পারে বলে মনে হয় ???

অভিজ্ঞ মেকাপ আর্টিস্ট দ্বারা তার  হারানো রূপ ফেরত আনা হচ্ছে ।
06/10/2025

অভিজ্ঞ মেকাপ আর্টিস্ট দ্বারা তার হারানো রূপ ফেরত আনা হচ্ছে ।

সমুদ্রে দাপিয়ে বেড়ানো সুন্দরী কে মাটির উপর নিয়ে আসা হয়েছে নতুন ভাবে মেকাপ করার জন্য  ।।
05/10/2025

সমুদ্রে দাপিয়ে বেড়ানো সুন্দরী কে মাটির উপর নিয়ে আসা হয়েছে নতুন ভাবে মেকাপ করার জন্য ।।

ঝড়ের পরে শান্ত সমুদ্র 🌊
28/09/2025

ঝড়ের পরে শান্ত সমুদ্র 🌊

26/09/2025

দক্ষিণ চীন সাগরে চলাচলকারী জাহাজ এবং তার আশে পাশের দেশ গুলোর জন্য এক আতঙ্ক হচ্ছে ঘূর্ণিঝড়।

দিন কয়েক আগে রাগাসা নামক ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর এখন আবার বুয়ালই নামক ঘূর্ণিঝর আঘাত হানছে। রাগাসার প্রভাব থেকে মুক্ত থাকতে পারলেও বুয়ালই থেকে যাচ্ছে না।

সাগরে এখন বাতাস ঘণ্টায় ৭০-৮০ কিঃমিঃ বেগে বইছে। ঢেউ এর উচ্চতা প্রায় ১৫-২০ ফিট। আজ রাতে আরও বাড়তে পারে।

আল্লাহ আমাদের সহায় হোন।।

ইন্দোনেশিয়ার সেলেবেস সাগর পাড় হয়ে ফিলিপাইনের সুলু সাগরে প্রবেশ করলাম ।মাঝ সাগরে সূর্যদয় আর সূর্যাস্তে এক অন্যরকম সৌন...
23/09/2025

ইন্দোনেশিয়ার সেলেবেস সাগর পাড় হয়ে ফিলিপাইনের সুলু সাগরে প্রবেশ করলাম ।মাঝ সাগরে সূর্যদয় আর সূর্যাস্তে এক অন্যরকম সৌন্দর্য তৈরি হয়।।

প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় রাগাছা এই সময়ে ফিলিপিন কোস্ট অতিক্রম করছে। আমরাও সেই দিকেই আগাচ্ছি। আমর...
22/09/2025

প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় রাগাছা এই সময়ে ফিলিপিন কোস্ট অতিক্রম করছে। আমরাও সেই দিকেই আগাচ্ছি। আমরা ফিলিপিন পৌঁছাতে পৌঁছাতে ঝড়টি হংকং গিয়ে আঘাত হানবে। তবে দক্ষিণ চীন সাগরে ঝড়ের প্রভাব রয়ে যাবে কিছুটা।

আপনাদের যাদের জাহাজে জব করার খুব ইচ্ছা হয় তারা একবার এই ঝড়ের কবলে পড়লে তওবা কেটে আর জাহাজে আসতে চাবেন না। 😁

Address

Keraniganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SeVen Seas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SeVen Seas:

Share