Akram Hossain Manik

Akram Hossain Manik I am simple man of our society.
(8)

08/08/2025

ছবি দুইটার মাঝে তফাৎ ৫০ দিনের আলহামদুলিল্লাহ।
আজ এই গরুটার ৪৭ দিনের পরিবর্তনের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল এই গরুটার ৫০ দিনের পরিবর্তনের ভিডিওটাও দিয়ে দিব। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল Nadim Agro সার্চ করে গরুটা কেনার সময়ের ভিডিও দেখে আসতে পারেন।

আগের ভিডিওটা দেখে অনেকে খাদ্য তালিকা জানতে চেয়েছেন।
খাদ্য তালিকাতে যা যা ছিল তার ১০০ কেজি খাদ্য তৈরীর একটা নমুনা উল্লেখ করে দেওয়া হল।

🔴মূল খাদ্য উপাদান (১০০ কেজি):
১/ ভূট্টা – ৪০ কেজি
২/ DORB/ব্রান – ২০ কেজি
৩/ ধানের কুঁড়া/আঁশ – ১০ কেজি
৪/ যেকোনো ডালের খোসা – ১৫ কেজি
৫/ সয়াবিন খৈল – ১৫ কেজি

🔴সাথে এই প্রয়োজনীয় ভিটামিন গুলো মিক্স করতে হবা (প্রতি ১০০ কেজি খাদ্যে):
✅ প্রোটিন ও পেশি গঠনে:
১. এল-লাইসিন – ২৫০ গ্রাম
২. ডি-এল মেথিওনিন – ২৫০ গ্রাম
৩. ফিশ প্রোটিন – ২.৫ কেজি
✅ হজমশক্তি ও পুষ্টি শোষণে:
৪. মাল্টি এনজাইম – ২০০ গ্রাম
৫. প্রোবায়োটিক – ১০০ গ্রাম
৬. ফাইটেজ – ১৫০ গ্রাম
✅ রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায়:
৭. টক্সিন বাইন্ডার – ২০০ গ্রাম
৮. ভিটামিন-মিনারেল – ২৫০ গ্রাম
৯. প্রিমিক্স – ২৫০ গ্রাম
✅ দ্রুত ওজন বৃদ্ধিতে:
১০. গ্রোথ প্রমোটার – ২০০ গ্রাম
১১. ভেজিটেবল ফ্যাট – ২৫০ গ্রাম
✅ এসিড-বেস ব্যালেন্স ও হজম সহায়ক:
১২. সোডিয়াম বাইকার্বনেট – ২৫০ গ্রাম
✅ হাড় গঠনে:
১৩. মনো ক্যালসিয়াম ফওসফেট (MCP) – ১.৫ কেজি
১৪. লাইমস্টোন (Ca) – ১.৫ কেজি
🔴মেডিসিন গুলো কিনতে না পেলে (01872558444) হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।
এটা আমার সামনে কুরবানী ঈদে বিক্রির টার্গেট করে পালন করা গরু। আমি ষাঁড় গরু ৩ মাস ৬ মাস ও ১ বছর সময় দীর্ঘমেয়াদী গরু লালন পালন করি। তাই রিস্ক মুক্ত থাকতে বৈধ পন্থায় হাতে মেশানো নিজের তৈরি দানাদার খাবার এবং খড় দিয়ে গরু পালন করি।

এই সম্পূর্ণ খাবার গুলো মিক্স করে। আমি আমার গরুকে দৈনিক দুই বেলা মিলে প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য গরু অনুযায়ী ১.৫ থেকে ২ খাবার দেই।
এবং সাথে শুকনো খড় দেই। আর বাকিটা তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ।


☎️ যেকোনো প্রয়োজনে অথবা মেডিসিন গুলো লাগলে কল দিবেন 01872558444 (WhatsApp)

🔂খামারি ভাইয়েরা প্রয়োজনে খুঁজে পেতে পোস্টটা শেয়ার করে রাখুন।

19/07/2025

CV পাঠানোর সঠিক নিয়ম!

প্রায়ই দেখা যায়, কেউ হয়তো বলেছে,
“আমার ইনবক্সে CV পাঠান”,
আর আপনি শুধু একটা PDF ফাইল অ্যাটাচ করে পাঠিয়ে দিলেন—
একটা লাইনও লিখলেন না!

এটা কিন্তু একদম ভুল পদ্ধতি।

আপনার CV-এর পাশাপাশি, একটা প্রফেশনাল ইমেইল লেখাও অত্যন্ত জরুরি।
কারণ আপনার ইমেইলের ভাষা থেকেই একজন HR বুঝতে পারে—আপনি কতটা সিরিয়াস ও প্রফেশনাল।

📍CV পাঠানোর আদর্শ ইমেইল টেমপ্লেট:

To: [Email address of the company you’re applying to]
Subject: Application for the position of [position title]

Email Body:

Dear [Employer/HR Manager],

I am writing to express my interest in the position of [Position Title] as advertised recently. My qualifications, skills, and experience align closely with your requirements for this role.

Please find my CV and supporting documents attached for your review. I would be delighted to discuss how I can contribute to your team and look forward to hearing from you soon about this exciting opportunity.

Kind regards,
[Your Full Name]
[LinkedIn বা পোর্টফোলিও লিংক, যদি থাকে]

📍Reach Out করার ২টি কার্যকর টেমপ্লেট:

𝑻𝒐 𝒕𝒉𝒆 𝑯𝒊𝒓𝒊𝒏𝒈 𝑴𝒂𝒏𝒂𝒈𝒆𝒓 :

(First Name),

I saw your profile while looking up (Industry Name) recruiters on LinkedIn in (Name of Place).

I am a (Insert Job Title), (Add relevant information about your experience).

My main skills encompass (add skills).

Does that fit the type of roles you generally recruit for?
I would love to work for (add company name) as their vision and mission are in line with mine.
Let me know what you think, I’d love to talk.
Best,
(Your Name)

📍 ২. আপনি নিজে থেকে যোগাযোগ করছেন (জব পোস্ট না থাকলেও) টেমপ্লেট:

Greetings, (First Name)

My name is (Name), and I am a (Insert Role).
I have been following your organization's work for a while now. (Add notable achievements of company)

I am very interested in working at (Insert something unique to the company).
(Insert some information about your experience)

If you have a second, I would love to discuss how my experience and skills can benefit you

18/07/2025

রিজিক শুধু টাকা না 💵🏡
সঠিক মানুষ, হালাল সম্পক, মানসিক শান্তি
এসবও আল্লাহর দেওয়া রিজিক।❤️

16/07/2025
07/07/2025

এক কোম্পানিতে থাকা অবস্থায় অন্য কোম্পানি তে সুইচ করতে চাইলে ইন্টারভিউয়ার প্রশ্ন করতেই পারে "কেন Current job ছাড়তে চান?"
এটা একটা tricky question — কারণ যেভাবে আপনি উত্তর দিবেন, সেটা interviewer বুঝে নিতে পারেন আপনি future-এ তাদের company-ও ছেড়ে দিবেন কিনা!

⛔️ তাই কিছু জিনিস না বলাই ভালো:

1. “Salary কম।”
2. “Team-এর সঙ্গে মিশতে পারি না।”
3. “Office-এর facilities demotivating।”
4. “আর বেশি টাকা দরকার।”
5. “আমি deserve করি আরও ভালো।”
এই উত্তর গুলো ইন্টারভিউয়ার একটা threat signal হিসেবে নিতে পারে।

✅ তার চেয়ে বরং বলুন polished ও positive কিছু, যেমন:

1. “আমি নতুন challenges নিতে চাই।”
2. “নতুন কিছু শেখার আগ্রহ থেকেই change চাচ্ছি।”
3. “আমি এমন environment খুঁজছি যেখানে personal আর professional growth দুটোই হবে।”
4. “আমি আমার potential আরও explore করতে চাই।”
5. “আমি এমন একটা role খুঁজছি যেখানে long-term contribution দিতে পারবো।”
Honest হন, কিন্তু polished ভাবে বলুন — যাতে মনে হয় আপনি motivated, not frustrated.

Address

Dhaka

Telephone

+8801753748564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akram Hossain Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akram Hossain Manik:

Share