08/08/2025
ছবি দুইটার মাঝে তফাৎ ৫০ দিনের আলহামদুলিল্লাহ।
আজ এই গরুটার ৪৭ দিনের পরিবর্তনের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল এই গরুটার ৫০ দিনের পরিবর্তনের ভিডিওটাও দিয়ে দিব। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল Nadim Agro সার্চ করে গরুটা কেনার সময়ের ভিডিও দেখে আসতে পারেন।
আগের ভিডিওটা দেখে অনেকে খাদ্য তালিকা জানতে চেয়েছেন।
খাদ্য তালিকাতে যা যা ছিল তার ১০০ কেজি খাদ্য তৈরীর একটা নমুনা উল্লেখ করে দেওয়া হল।
🔴মূল খাদ্য উপাদান (১০০ কেজি):
১/ ভূট্টা – ৪০ কেজি
২/ DORB/ব্রান – ২০ কেজি
৩/ ধানের কুঁড়া/আঁশ – ১০ কেজি
৪/ যেকোনো ডালের খোসা – ১৫ কেজি
৫/ সয়াবিন খৈল – ১৫ কেজি
🔴সাথে এই প্রয়োজনীয় ভিটামিন গুলো মিক্স করতে হবা (প্রতি ১০০ কেজি খাদ্যে):
✅ প্রোটিন ও পেশি গঠনে:
১. এল-লাইসিন – ২৫০ গ্রাম
২. ডি-এল মেথিওনিন – ২৫০ গ্রাম
৩. ফিশ প্রোটিন – ২.৫ কেজি
✅ হজমশক্তি ও পুষ্টি শোষণে:
৪. মাল্টি এনজাইম – ২০০ গ্রাম
৫. প্রোবায়োটিক – ১০০ গ্রাম
৬. ফাইটেজ – ১৫০ গ্রাম
✅ রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায়:
৭. টক্সিন বাইন্ডার – ২০০ গ্রাম
৮. ভিটামিন-মিনারেল – ২৫০ গ্রাম
৯. প্রিমিক্স – ২৫০ গ্রাম
✅ দ্রুত ওজন বৃদ্ধিতে:
১০. গ্রোথ প্রমোটার – ২০০ গ্রাম
১১. ভেজিটেবল ফ্যাট – ২৫০ গ্রাম
✅ এসিড-বেস ব্যালেন্স ও হজম সহায়ক:
১২. সোডিয়াম বাইকার্বনেট – ২৫০ গ্রাম
✅ হাড় গঠনে:
১৩. মনো ক্যালসিয়াম ফওসফেট (MCP) – ১.৫ কেজি
১৪. লাইমস্টোন (Ca) – ১.৫ কেজি
🔴মেডিসিন গুলো কিনতে না পেলে (01872558444) হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।
এটা আমার সামনে কুরবানী ঈদে বিক্রির টার্গেট করে পালন করা গরু। আমি ষাঁড় গরু ৩ মাস ৬ মাস ও ১ বছর সময় দীর্ঘমেয়াদী গরু লালন পালন করি। তাই রিস্ক মুক্ত থাকতে বৈধ পন্থায় হাতে মেশানো নিজের তৈরি দানাদার খাবার এবং খড় দিয়ে গরু পালন করি।
এই সম্পূর্ণ খাবার গুলো মিক্স করে। আমি আমার গরুকে দৈনিক দুই বেলা মিলে প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য গরু অনুযায়ী ১.৫ থেকে ২ খাবার দেই।
এবং সাথে শুকনো খড় দেই। আর বাকিটা তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ।
☎️ যেকোনো প্রয়োজনে অথবা মেডিসিন গুলো লাগলে কল দিবেন 01872558444 (WhatsApp)
🔂খামারি ভাইয়েরা প্রয়োজনে খুঁজে পেতে পোস্টটা শেয়ার করে রাখুন।