GK Competition

GK Competition BCS, MEDICAL,DENTAL,DU& ALL OTHER COMPETITIVE EXAM

25/02/2025

#বিগত_বিসিএস_প্রশ্নাবলি:
েকে_৪৬তম_বিসিএস
#বাংলাদেশ_অংশ
#মুক্তিযুদ্ধ_বিষয়াবলী:

১। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস-
(৩২তম বিসিএস)
উত্তর: আরেক ফাল্গুন।

২। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ৭১ এর দিনগুলি এর রচয়িতা কে? ( ৩২ তম বিসিএস)
উত্তর: জাহানারা ইমাম।

৩। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? ( ৩৩ তম বিসিএস)।
উত্তর: মেহেরপুর।

৪। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
(৩৩ তম বিসিএস)
উত্তর: জেনারেল আতাউল গনি ওসমান।

৫। হাঙ্গর নদী গ্রেনেড কি জাতীয় রচনা?
(৩৪ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

৬। তুমি আসবে বলে হে স্বাধীনতা- কার কবিতা?
( ৩৪ তম বিসিএস)
উত্তর: শামসুর রাহমান।

৭। "দ্য ব্লাড টেলিগ্রাম" ( The Blood Telegram) গ্রন্থটির লেখক- ( ৩৫ তম বিসিএস)।
উত্তর: গ্যারি জে ব্যাস।

৮। কোন বিখ্যাত ম্যাগাজিন শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল? (৩৫তম,৩৯তম বিসিএস)।
উত্তর: নিউজ‌উইক।

৯। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ বাজানো হয়? ( ৩৬ তম বিসিএস)
উত্তর: প্রথম ৪ চরণ।

১০। ২৬শে মার্চ, ১৯৭১ এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন - ( ৩৬ তম বিসিএস)।
উত্তর: ওয়্যারলেসের মাধ্যমে।

১১। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ( ৩৬ তম বিসিএস)
উত্তর: পূর্ব জার্মানি।

১২। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
(৩৬ তম বিসিএস)
উত্তর: ১৭ জানুয়ারি,১৯৭২।

১৩। "পায়ের আওয়াজ পাওয়া যায়" কি জাতীয় রচনা?
( ৩৬ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

১৪। মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত "ধীরে বহে মেঘনা" চলচ্চিত্রের নির্মাতা কে? ( ৩৭ তম বিসিএস)
উত্তর: আলমগীর কবির।

১৫। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? ( ৩৭ তম বিসিএস)
উত্তর: সেনেগাল।

১৬। মর্যাদা অনুসারে বাংলাদেশের তৃতীয় বীরত্ব সূচক খেতাব- (৩৭ তম বিসিএস)
উত্তর: বীরবিক্রম।

১৭। ঐতিহাসিক ছয় দফা কে কিসের সাথে তুলনা করা হয়?
( ৩৭ তম বিসিএস)।
উত্তর: ম্যাগনাকার্টা।

১৮। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন "একুশে ফেব্রুয়ারি" এর সম্পাদক ছিলেন - (৩৭ তম বিসিএস)
উত্তর: হাসান হাফিজুর রহমান।

১৯। "আসাদের শার্ট" কবিতার লেখক কে?
( ৩৭ তম বিসিএস)
উত্তর: শামসুর রাহমান।

২০। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? (৩৮ তম ,৪৪তম বিসিএস)
উত্তর: এ এইচ এম কামরুজ্জামান।

২১। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় আন্দোলন হয়েছিল?
(৩৮ তম বিসিএস)
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ।

২২। বন্দী শিবির থেকে কি জাতীয় রচনা?
( ৩৮ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ।

২৩। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর গুলো মূলত নৌ কমান্ডো সেক্টর হিসেবে পরিচিত? (৩৯ তম বিসিএস)
উত্তর: ১০ নং সেক্টর।

২৪। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? (৩৯ তম বিসিএস)
উত্তর: হুমায়ূন আহমেদ।

২৫। "জীবন থেকে নেয়া" চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? (৩৯ তম বিসিএস)
উত্তর: জহির রায়হান।

২৬। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?(৪০ তম,৪৫তম বিসিএস)
উত্তর: পঞ্চম।

২৭। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? (৪০ তম বিসিএস)
উত্তর: সপ্তম।

২৮। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল?(৪০ তম বিসিএস)
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।

২৯। "একটি কালো মেয়ের কথা" কি জাতীয় উপন্যাস?
(৪০ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

৩০। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? (৪১ তম বিসিএস)।
উত্তর: ফেব্রুয়ারি ২২,১৯৭৪।

৩১। ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না- (৪১ তম বিসিএস)।
উত্তর: বিচার ব্যবস্থা।

৩২। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(৪১তম বিসিএস)
উত্তর: টাঙ্গাইল জেলার সন্তোষে।

৩৩। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়?(৪১ তম বিসিএস)
উত্তর: এপ্রিল ১২, ১৯৭১।

৩৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?( ৪১ তম বিসিএস)।
উত্তর: সিপাহী হামিদুর রহমান।

৩৫। "কি চাহ হে শঙ্খচিল" কি জাতীয় রচনা?
(৪১ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

৩৬। স্মৃতিস্তম্ভ কোন পটভূমিতে লেখা কবিতা? (৪১ তম বিসিএস)
উত্তর: ভাষা আন্দোলন।

৩৭। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? (৪১ তম বিসিএস)
উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

৩৮। ১৯৪৮ -১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো?
(৪২ তম বিসিএস)।
উত্তর: ১১ মার্চ।

৩৯। ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- (৪২ তম বিসিএস)।
উত্তর: জয় বাংলা।

৪০। ১৯৭১ সালে The Concert for Bangladesh কোথায় অনুষ্ঠিত হয়? ( ৪২ তম, ৪৪তম বিসিএস)।
উত্তর: নিউইয়র্কে।

৪১। "হুলিয়া " কী জাতীয় রচনা? (৪২ তম বিসিএস)।
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র।

৪২। জীবন ও রাজনৈতিক বাস্তবতা কি জাতীয় রচনা?
(৪২ তম বিসিএস)।
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল।

৪৩। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? ( ৪২ তম বিসিএস)
উত্তর: তাজউদ্দীন আহমেদ।

৪৪। ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? (৪৩ তম বিসিএস)।
উত্তর: ৮ নং।

৪৫। নেকড়ে অরণ্য কী জাতীয় রচনা?(৪৩ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

৪৬। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? (৪৫ তম বিসিএস)
উত্তর: ২ নং সেক্টর।

৪৭। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? (৪৬ তম বিসিএস)
উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ।

৪৮। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? (৪৬ তম বিসিএস)
উত্তর: শেখ মুজিবুর রহমান।

৪৯। ঐতিহাসিক ছয় দফা তে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? ( ৪৬ তম বিসিএস)
উত্তর: প্রতিরক্ষা ও পররাষ্ট্র।

৫০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? (৪৬ তম বিসিএস)
উত্তর: সেপ্টেম্বর।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।

22/02/2025

#বিগত_বিসিএস_প্রশ্নাবলি:
েকে_৩০তম_বিসিএস
#বাংলাদেশ_অংশ
#মুক্তিযুদ্ধ_বিষয়াবলী:

১। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
(১০ম বিসিএস)
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১।

২। "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে? ( ১০ম,১৯তম বিসিএস)
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।

৩। কবর নাটকটির রচয়িতা কে?
(১০ম,২১তম বিসিএস)
উত্তর: মুনীর চৌধুরী।

৪। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
(১১তম,১৯তম বিসিএস)
উত্তর: ১৪ ডিসেম্বর।

৫। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
(১২তম বিসিএস)
উত্তর: ২রা মার্চ,১৯৭১।

৬। মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা। চরণটির রচয়িতা- ( ১২ তম বিসিএস)
উত্তর: অতুল প্রসাদ সেন।

৭। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন- (১৩তম বিসিএস)
উত্তর: খাজা নাজিমউদ্দিন।

৮। আওয়ামী লীগের ছয় দফা দাবি কোন সালে পেশ করা হয়? ( ১৩তম বিসিএস)
উত্তর:১৯৬৬ সালে।

৯। "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"। গানটি সুরকার- ( ১৩তম বিসিএস)
উত্তর: আলতাফ মাহমুদ।

১০। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- ( ১৩তম,১৪তম বিসিএস)
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।

১১। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা- ( ১৩তম বিসিএস)
উত্তর: ৭ জন।

১২। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল-( ১৩তম,১৪তম বিসিএস)
উত্তর: সিপাহী।

১৩। ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন জন্ম দিয়েছিল- (১৪ তম বিসিএস)
উত্তর: এক নতুন জাতীয় চেতনার।

১৪। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? (১৪তম,১৬তম,২৪তম বিসিএস)
উত্তর: কামরুল হাসান।

১৫। মুজিবনগরে কত তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল? ( ১৪তম,২২তম বিসিএস)
উত্তর: ১০ এপ্রিল,১৯৭১।

১৬। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়- ( ১৫ তম,১৯তম,২০তম,২২তম,২৩তম বিসিএস)।
উত্তর: ১১টি।

১৭। স্বাধীন বাংলাদেশকে কত তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে- (১৬তম বিসিএস)
উত্তর: ৪ এপ্রিল,১৯৭২।

১৮। বাংলাদেশের জাতীয় সংগীতে যে বিষয়টি প্রধানত আছে - (১৬তম বিসিএস)।
উত্তর: বাংলার প্রকৃতির কথা।

১৯। একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
(১৬ তম বিসিএস)।
উত্তর: হাসান হাফিজুর রহমান।

২০। সব কটা জ্বানালা খুলে দাও না- গানটির গীতিকার কে? (১৬তম বিসিএস)
উত্তর: নজরুল ইসলাম বাবু।

২১। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম- ( ১৭তম বিসিএস)।
উত্তর: ভারত।

২২। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন জায়গায় অবস্থিত?
(১৮তম বিসিএস)।
উত্তর: আগারগাঁও।

২৩। তৎকালীন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? (১৮তম বিসিএস)।
উত্তর: ২ নং।

২৪। ছয় দফা দাবি কোথায় পেশ করা হয়? ( ১৮তম,২২তম বিসিএস)
উত্তর: লাহোর।

২৫। "দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা-
(১৯তম বিসিএস)
উত্তর: মেজর জেনারেল সুখ‌ওয়ান্ত সিং।

২৬। আগুনের পরশমণি কি জাতীয় উপন্যাস?
(২০তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক।

২৭। কোন প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
(২০তম বিসিএস)
উত্তর: ১৬ ডিসেম্বর,১৯৭২।

২৮। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? ( ২০তম বিসিএস)
উত্তর: ১৯৭২ সালে।

২৯। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল-
(২১তম,২৮তম বিসিএস)
উত্তর: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার।

৩০। বাংলাদেশ ভারত গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ কত বছর? (২২তম বিসিএস)
উত্তর: ৩০বছর।

৩১। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? (২২তম,২৬তম,২৭তম বিসিএস)
উত্তর: ১৯৭৪ সালে।

৩২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? (২২তম বিসিএস)
উত্তর: সাধারণ অধিবেশনে।

৩৩। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন- ( ২২তম বিসিএস)।
উত্তর: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

৩৪। কোন আরবদেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন? ( ২২তম বিসিএস)।
উত্তর: ইরাক।

৩৫। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
(২৩ তম বিসিএস)।
উত্তর: মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।

৩৬। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(২৪ তম বিসিএস বাতিল)।
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৩৭। বাংলাদেশের জাতীয় দিবস - ( ২৪তম বিসিএস বাতিল)।
উত্তর: ২৬শে মার্চ।

৩৮। স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
(২৪তম বিসিএস)
উত্তর: শহীদ মিনার।

৩৯। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর কোন জেলায়? ( ২৪তম বিসিএস)
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।

৪০। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়-
(২৬তম বিসিএস)
উত্তর: ২০০১সালে।

৪১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?(২৬তম বিসিএস)।
উত্তর: ১৯৯৯ সালে।

৪২। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? (২৭তম বিসিএস)
উত্তর: রক্ত সোপান।

৪৩। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? (২৭তম বিসিএস)।
উত্তর: ১৩৬তম।

৪৪। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? (২৭তম বিসিএস)
উত্তর: হামিদুর রহমান।

৪৫। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? (২৭তম বিসিএস)
উত্তর: ২জন।
৪৬। "অপরাজেয় বাংলা"কবে উদ্বোধন করা হয়?(২৮তম বিসিএস)
উত্তর: ১৬ ডিসেম্বর,১৯৭৯।

৪৭। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ( ২৮তম বিসিএস)।
উত্তর: ৪৬.৫ মি.

৪৮। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ? (২৯তম বিসিএস)
উত্তর: ভূটান।

৪৯। একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? ( ২৯তম বিসিএস)
উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন।

৫০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? (৩০তম বিসিএস)
উত্তর: ৪টি।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।ধন্যবাদ।

02/07/2024

#সাম্প্রতিক_চাকরি_পরীক্ষার_প্রশ্ন____সমাধান:
#ডাক_অধিদপ্তর :
#ইন্সপেক্টর_অফ_পোস্ট_অফিসেস/সমমান।
ে_২০২৪

#পার্ট_১

#সাধারণ_জ্ঞান_বিষয়াবলী:

১। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-
উত্তর: কী চাহ হে শঙ্খচিল।

২। বান্দা আচেহ অবস্থিত -
উত্তর: ইন্দোনেশিয়ায়।

৩। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তর: এ এইচ এম কামারুজ্জামান।

৪। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষা গুরু কে ছিলেন?
উত্তর: শীলভদ্র।

৫। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে?
উত্তর: ব্রহ্মপুত্র নদ।

৬। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা।

৭। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

৮। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
উত্তর: রক্ত সোপান।

৯। দিয়াশলাই এর কাঠির মাথায় থাকে-
উত্তর: লোহিত ফসফরাস।

১০। তাজকেরাতুল আওলিয়া অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
উত্তর: গিরিশচন্দ্র সেন।

১১। কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায়?
উত্তর: কৌটিল্যর অর্থশাস্ত্র।

১২। গর্জনশীল চল্লিশ এর অবস্থান ( অক্ষাংশ হিসেবে)
উত্তর: ৪০° দক্ষিণ থেকে ৪৭°

১৩। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
উত্তর: পাল যুগ।
১৪। ১৯ শতকের মহিলা কবির নাম-
উত্তর: ন‌ওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ও রহিমুন্নেসা।
১৫। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন-
উত্তর: রামরাম বসু।

১৬। Https এর s দিয়ে কি বোঝায়?
উত্তর: secured.

১৭। IPv4 এর নিচের কোনটি Google DNS Server IP Address?
উত্তর: 8.8.8.8

#পার্ট_২



1. Which event influenced the literature of the romantic period-
Ans: French Revolution.

2.The children were entrusted___the care of their uncle_
Ans: to.

3. I didn't follow who passed by me.It.....Sajib___
Ans: might be.

4. Words inscribed on a tomb is an___
Ans: epitaph

5. Tragedy means___
Ans: a serious play with sad ending.

6. Identify the correctly spelt word__
Ans: Pneumonia.

7. 'Maiden speech' means___
Ans: First speech

8. Who among the following is a revolutionary poet?___
Ans: PB. Shelley

9. He has assured me __safety___
Ans: of

10. The light have been blown___ by the strong wind___
Ans: Out

11. The word culinary is related to__
Ans: cooking

12. Three fourth of work ____ finished ___
Ans: has been

13. Out and out means___
Ans: Thoroughly

14. He is devoid __common sense____
Ans: of

15. PayPal is a___
Ans: Online Money Transfer service.

16. What is the meaning of white elephant?
Ans: A very costly of troublesome.

17. The expression ' Lingua Franca' means -
Ans: the common language.

18. Look forward to .....you __
Ans: meeting.

#পার্ট_৩

#সাহিত্য_ও_ব্যাকারণঃ

১। আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া?
উত্তর: সাপেক্ষ ভাব।

২। "ডাকার্ণব" কোন ভাষায় রচিত?
উত্তর: অপভ্রংশ।

৩। শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয়?
উত্তর: সমীভবন।

৪। উপসর্গ যোগে গঠিত যে শব্দটির 'অনু' সাদৃশ্য অর্থে ব্যবহৃত-
উত্তর: অনুবাদ।

৫। যে রীতিতে 'স্রান' শব্দটি সিনান (স্রান > সিনান) শব্দে পরিণত হয়, তার নাম_
উত্তর: স্বরাগম।

৬। যে বাক্যে ধ্বন্যাত্নক শব্দ আছে?
উত্তর: চিলটি সাঁই সাঁই করে উড়িয়ে গেল।

৭। হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?
উত্তর: প্রণয়োপাধ্যান।

৮। 'বেমক্কা ' শব্দের অর্থ কি?
উত্তর: অসংগত।

৯। "আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস" এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
উত্তর: অধিকরণ কারকে সপ্তমী।

১০। শুদ্ধ বানানগুচ্ছ _
উত্তর: মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ।

১১। পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে?
উত্তর: প্রগত।

১২। 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' কার লেখা?
উত্তর: শক্তি চট্টোপাধ্যায়।

১৩। স্বরাগমের উদাহরণ-
উত্তর: স্পর্ধা-আস্পর্ধা।

১৪। 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
উত্তর: মাকড়সা।

১৫। সাধিত শব্দ নয়-
উত্তর: গোলাপ।

১৬। বাংলা ভাষার প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
উত্তর: দীনবন্ধু মিত্র।

#পার্ট_৪

#সাধারণ_গণিত

১। বৃত্তের ক্ষেত্রফল 18π হলে এর পরিসীমা কত?
উত্তর: 6√2π

২। একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ কোণ 50°। এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান-
উত্তর: 115°

৩। ৫টি সংখ্যার গড় ৪০। যদি আরো ২টি সংখ্যা যাদের গড় ২১,সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ৭টি সংখ্যার গড় কত হবে?
উত্তর: ৩৪.৫৭

৪। একটি জিনিস ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো।বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত?
উত্তর: ৩০০ টাকা।

৫। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি. । এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩সে.মি. ও ৭সে. মি. । সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
উত্তর: ৪ সে.মি. ।

৬। মুনাফার ৭% থেকে কমে ৫%হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?
উত্তর: ৭০০ টাকা।

৭। একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট ধীরে চলে । কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে?
উত্তর: ৭২ দিন।

৮। x>y এবং z

26/10/2022

#সাম্প্রতিক_পরীক্ষার_প্রশ্ন_সমাধান

#বাংলাদেশ_কৃষি_উন্নয়ন_কর্পোরেশন_BADC
#বাংলাদেশ_রেলওয়ে

#সাধারন_জ্ঞান_অংশ:

১। বাংলাদেশের 'জাতীয় সংগীত' রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: গীতবিতান।

২। বাংলাদেশের টাকার জাদুঘর কোথায় অবস্থিত?
(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি, মিরপুর।

৩। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: ৩য়।

৪। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: ফরিদপুর।

৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: ৩ মার্চ ১৯৭১।

৬। 'মুজিববর্ষে'র সময়কাল হল- (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: ১৭ মার্চ ২০২০- ৩১ মার্চ ২০২২।

৭। "ইউনেস্কো-বাংলাদেশ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' আন্তর্জাতিক পুরস্কার" যে বিষয়ে ঘোষিত হয়েছে- (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: সৃষ্টিশীল অর্থনীতি।

৮। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: UNESCO.

৯। সম্প্রতি কোন দিবসকে 'গণহত্যা দিবস' হিসেবে সরকার অনুমোদন করেছে?
(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: ২৫শে মার্চ।

১০। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: হিব্রু সভ্যতা।

১১। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: FAO.

১২। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম- (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: উপসাগর।

১৩। 'টেকসই উন্নয়ন লক্ষ্য' এর প্রথম প্রস্তাবনা কি? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: দারিদ্র্য দূরীকরণ।

১৪। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-২০২২)
উত্তর: সুইজারল্যান্ড।

১৫। শেষ মুঘল সম্রাট কে? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: বাহাদুর শাহ।

১৬। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: ২৯ মে।

১৭। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
(বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। সামুদ্রিক মাছ উৎপাদনে ২৫তম।

১৮। রেনেসাঁর সূত্রপাত কোথায়? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: ইতালি।

১৯। চর্যাপদ কোন ছন্দে লেখা? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: মাত্রাবৃত্ত।

২০। জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায়? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: পঞ্চগড়।

২১। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: বাব-এল-মানদেব।

২২। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: পুণ্ড্র।

২৩। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: পর্তুগিজরা।

২৪। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন? (বাংলাদেশ রেলওয়ে-২০২২)
উত্তর: আইন।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।ধন্যবাদ।

16/10/2022

#সম্প্রতি_অনুষ্ঠিত_বিভিন্ন_নিয়োগ_পরীক্ষার_প্রশ্নের_আলোকে

#যেকোনো_প্রতিযোগিতামূলক_পরীক্ষার_জন্য

#বাংলাদেশ_বিষয়াবলী

১। অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? ( নির্বাচন কমিশন, সচিবালয়: ০৪)
উত্তর: ২৮ অক্টোবর ২০০১।

২। বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে- ( বে.রো.বি.১০-১১)
উত্তর: ৩১ অক্টোবর ২০১০।

৩। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?- (স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর: ০৫)
উত্তর: ১০ অক্টোবর।

৪। আন্তর্জাতিক অহিংস দিবস- ( ঢাবি:০৭-০৮)
উত্তর: ২ অক্টোবর।

৫। ২০২১ সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে চালু হওয়া 'শেখ রাসেল দিবস' পালিত হয়-
( CGA'র অডিটর:২১)
উত্তর: ১৮ অক্টোবর।

৬। কবে থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয়? ( কু.বি.১৫-১৬)
উত্তর: ১০ অক্টোবর ১৯৯৫।

৭। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে - ( ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর: ২০২২)
উত্তর: ২০২৬।

৮। বাংলাদেশে ১০০০ টাকা মূল্যমানের নোট কবে থেকে চালু হয়েছে?
উত্তর: ২৭ অক্টোবর ২০০৮।

৯। শেষ মুঘল সম্রাট-
( বাংলাদেশ রেলওয়ে:২০২২)
উত্তর: বাহাদুর শাহ।

১০। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়?
উত্তর: ১৯৭২ সালের ১০ অক্টোবর।

১১। পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়-
উত্তর: ১৯৫৫ সালের ১৪ অক্টোবর।

১২। যে কারনে 'বাংলার মাটি বাংলার জল' গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন-
উত্তর: বঙ্গভঙ্গের প্রতিবাদে।

১৩। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন-
উত্তর: ১৮৮৮ সালের ১৯ অক্টোবর।

১৪। কত সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি প্রত্যাহার করা হয়?
উত্তর: ১৯৫৫ সালের ২১ অক্টোবর।

১৫। বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭২ সালের ২৭ অক্টোবর।

১৬। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম- ( বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন:২০২২)
উত্তর: উপসাগর।

১৭। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়? ( বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন:২০২২)
উত্তর: ফরিদপুর।

১৮। জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায়? ( বাংলাদেশ রেলওয়ে:২০২২)
উত্তর: পঞ্চগড়।

১৯। বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে কোন সালে? ( ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর:২০২২)
উত্তর: ১৯৭৪ সালে।

২০। সম্প্রতি কোন বাংলাদেশী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? ( বিমান বাংলাদেশ এয়ারলাইন্স:২০২২)
উত্তর: রাবাব ফাতিমা।

২১। বাংলাদেশের টাকার জাদুঘর কোথায় অবস্থিত?
( বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন:২০২২)
উত্তর: বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি, মিরপুর।

২২। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
উত্তর: ৩য়।

২৩। বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়?
উত্তর: ৭ মার্চ,১৯৭৩।

২৪। ভাসানচর কোন জেলায় অবস্থিত?(ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর:২০২২)
উত্তর: নোয়াখালী।

২৫। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? (বাংলাদেশ রেলওয়ে:২০২২)
উত্তর: পর্তুগিজরা।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।

12/10/2022

#গুরুত্বপূর্ণ_সাম্প্রতিক_প্রশ্নাবলী

#বাংলাদেশ_বিষয়াবলী:

১। দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

২। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত?
উত্তর: কচা নদী।

৩। ঘুমধুম ও তুমব্রু সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত?
উত্তর: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৯ নভেম্বর ২০২২। সমাবর্তনে প্রধান বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যা তিরোল।

৫। সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে যে বিশ্ববিদ্যালয়-
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি)।

৬। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান?
উত্তর: ৫৫ টি।

৭। মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে-
উত্তর: ১৬ ডিসেম্বর ২০২২।

৮। সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২২।

৯। ১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়?
উত্তর: চীনা মুদ্রা ইউয়ান।

১০। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়-
উত্তর: ১৪ সেপ্টেম্বর ২০২২।

১১। জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?
উত্তর: প্রধানমন্ত্রী।

১২। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি হয়?
উত্তর: ২০৩ টি। এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৯১টির সঙ্গে‌। আর অনুকূলে ১১২টির সঙ্গে।

১৩। বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড লাভ করে?
উত্তর: আদিম; পরিচালক যুবরাজ শামীম।

১৪ বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?
উত্তর: ১১১টি। নার্সিং ইনস্টিটিউট ৩৫০ টি।

১৫। বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর: ৫,৪৭২ মার্কিন ডলার।

১৬। বাংলাদেশের গড় আয়ু কত?
উত্তর: ৭২.৪ বছর।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।ধন্যবাদ।

09/10/2022

#সাম্প্রতিক_গুরুত্বপূর্ণ_MCQ

#আন্তর্জাতিক_বিষয়াবলী:

১। বর্তমানে ব্রিটিশ রাজা -
উত্তর: তৃতীয় চার্লস।

২। ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম-
উত্তর: INS Vikrant.

৩। ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) কততম অধিবেশন শুরু হয়?
উত্তর: ৭৭তম।

৪। ব্রিটিশ রাজা মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান?
উত্তর: ১৫ টি।

৫। সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট-
উত্তর: মিখাইল গর্বাচেভ।

৬। ২৩ আগস্ট ২০২২ তারিখে যে দেশ বিশ্বের প্রথম কফিমন্ত্রী নিয়োগ দেয়-
উত্তর: পাপুয়া নিউগিনি।

৭। ২০২২ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ -
উত্তর: ফিনল্যান্ড।

৮। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ-
উত্তর: সুইজারল্যান্ড।

৯। যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী-
উত্তর: লিজ ট্রাস।

১০। বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানী যে দেশের?
উত্তর: ডেনমার্ক।

১১। ২০২২ সালে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার 'এমি অ্যাওয়ার্ড' লাভ করেন-
উত্তর: বারাক ওবামা।

১২। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী-
উত্তর: বারানসি (ভারত)।

১৩। ২০২২ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ-
উত্তর: সিরিয়া।

১৪। বর্তমানে কমনওয়েলথের প্রধান-
উত্তর: তৃতীয় চার্লস।

১৫। কাজাখস্তানের প্রেসিডেন্টের মেয়াদকাল-
উত্তর: ৭ বছর।

১৬। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ-
উত্তর: দক্ষিণ সুদান।

১৭। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২২তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৫-১৬ সেপ্টেম্বর ২০২২।

১৮। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসরে চ্যাম্পিয়ন হয় যে দেশ-
উত্তর: শ্রীলঙ্কা।

১৯। গড় আয়ুতে শীর্ষ দেশ-
উত্তর: হংকং।

২০। যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী-
উত্তর: কোয়াসি কোয়ার্টেং।

২১। কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম-
উত্তর: আস্তানা।

২২। ২০২১-২২ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়-
উত্তর: করিম বেনজেমা ।

২৩। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ-
উত্তর: শাদ।

২৪। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২২তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
উত্তর: সমরখন্দ, উজবেকিস্তান।

২৫। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ-
উত্তর: লিচটেনস্টাইন।

২৬। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
উত্তর: ভারত।

২৭। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ-
উত্তর: বুরুন্ডি।

২৮। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন-
উত্তর: ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন‌। ধন্যবাদ।

06/10/2022

#পদার্থবিজ্ঞান
#নোবেল_পুরস্কার

১। ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট
২। যুক্তরাষ্ট্রের জন এফ. ক্লজার
৩। অস্ট্রিয়ার অ্যান্টন জেইলিঙ্গার

মূলত বেল ইনিকোয়ালিটিস এবং পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেয়েছেন তারা।

05/10/2022

#রসায়ন
#নোবেল_পুরস্কার

আমেরিকার ক্যারোলাইন আর বারটোজ্জি, কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের মর্টেন মেলডাল।

ক্লিক কেমিস্ট্রি ও বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রি নিয়ে গবেষণা করে রসায়নে নোবেল পেয়েছেন।

 #বিভিন্ন_দেশের_গোয়েন্দা_সংস্থা
28/09/2022

#বিভিন্ন_দেশের_গোয়েন্দা_সংস্থা

15/09/2022

#সাম্প্রতিক
#প্রশ্নোত্তর

#বাংলাদেশ:

১। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তর: ২৭ জুলাই ২০২২।

২। দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তর: শাহবাগ, ঢাকা।

৩। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
উত্তর: প্রণয় কুমার ভার্মা ।

৪। দেশের প্রথম 'রাইস মিউজিয়াম' বা ধান জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

৫। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন কে?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬। স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স-এর চেয়ারপারসন কে?
উত্তর: প্রধানমন্ত্রী।

৭। Detailed Area Plan (DAP) -এর আয়তন কত?
উত্তর: ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল।

৮। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা কতটি?
উত্তর: ১০৯ টি।

৯। ২৪ আগস্ট ২০২২ দেশের ১০৯ তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তর: চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি।

১০। বাংলাদেশ কোন দেশের সাথে Comprehensive Economic Partnership Agreement ( CEPA) স্বাক্ষর করতে যাচ্ছে?
উত্তর: ভারত।

১১। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ষষ্ঠ।

১২। বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়?
উত্তর: আশ্রয়ণ প্রকল্প।

১৩। ৮ আগস্ট ২০২২ বাংলাদেশ কোন দেশের ১৬ টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রধান করে?
উত্তর: ভুটান।

১৪। দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র (মানমন্দির) কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীপুর,গাজীপুর।

১৫। ১০ আগস্ট ২০২২ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) 'বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর' হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: ড. খুরশীদা বেগম।

#ক্রীড়াঙ্গন:

১৬। বাংলাদেশের ৪০০তম ওয়ানডে ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন কি?
উত্তর: আফিফ হোসাইন।

১৭। বাংলাদেশের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক কে?
উত্তর: সাকিব আল হাসান।

১৮। কাতার বিশ্বকাপ শুরু হবে কবে?
উত্তর: ২০ নভেম্বর ২০২২।

১৯। ২৬ জুলাই ২০২২ ICC কোন দেশের সদস্যপদ বাতিল করে?
উত্তর: রাশিয়া।

২০। ২০২৪ সালের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশ।

২১। ২০২৬ সালের ICC নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ইংল্যান্ড ও ওয়েলস।

আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।

06/09/2022

#জুন_জুলাই_২০২২_অনুষ্ঠিত_বিভিন্ন_নিয়োগ_পরীক্ষার_প্রশ্নের_আলোকে

#আন্তর্জাতিক_বিষয়াবলী:

১। 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' তৈরি এবং উৎক্ষেপণ করবে যে প্রতিষ্ঠান-
উত্তর: গ্লাভকসমস (রাশিয়া)।

২। কোন ধরনের জোট?
উত্তর: সামরিক।

৩। গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: সময়।

৪। ইস্তানবুলের পূর্ব নাম-
উত্তর: কনস্ট্যান্টিনোপল।

৫। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়-
উত্তর: ১৮৫৮ সালে।

৬। 'উত্তমাশা' হল একটি-
উত্তর: অন্তরীপের নাম।

৭। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
উত্তর: জিব্রাল্টার।

৮। 'আল-আকসা' মসজিদ কোথায়?
উত্তর: জেরুজালেম।

৯। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কে বিলুপ্ত করেন?
উত্তর: আব্রাহাম লিংকন।

১০। সুয়েজ খাল সংযুক্ত করেছে-
উত্তর:লোহিত সাগর ও ভূ-মধ্যসাগরকে।

১১। পানামা খাল কোন মহাদেশে?
উত্তর: উত্তর আমেরিকা।

১২। নিশিত সূর্যের দেশ-
উত্তর: নর‌ওয়ে।

১৩। জাপানের পার্লামেন্টের নাম কি?
উত্তর: ডায়েট।

১৪। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা।

আরো আপডেট তথ্য পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।ধন্যবাদ।

Address

Baganbari
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when GK Competition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share