25/02/2025
#বিগত_বিসিএস_প্রশ্নাবলি:
েকে_৪৬তম_বিসিএস
#বাংলাদেশ_অংশ
#মুক্তিযুদ্ধ_বিষয়াবলী:
১। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস-
(৩২তম বিসিএস)
উত্তর: আরেক ফাল্গুন।
২। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ৭১ এর দিনগুলি এর রচয়িতা কে? ( ৩২ তম বিসিএস)
উত্তর: জাহানারা ইমাম।
৩। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? ( ৩৩ তম বিসিএস)।
উত্তর: মেহেরপুর।
৪। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
(৩৩ তম বিসিএস)
উত্তর: জেনারেল আতাউল গনি ওসমান।
৫। হাঙ্গর নদী গ্রেনেড কি জাতীয় রচনা?
(৩৪ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৬। তুমি আসবে বলে হে স্বাধীনতা- কার কবিতা?
( ৩৪ তম বিসিএস)
উত্তর: শামসুর রাহমান।
৭। "দ্য ব্লাড টেলিগ্রাম" ( The Blood Telegram) গ্রন্থটির লেখক- ( ৩৫ তম বিসিএস)।
উত্তর: গ্যারি জে ব্যাস।
৮। কোন বিখ্যাত ম্যাগাজিন শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল? (৩৫তম,৩৯তম বিসিএস)।
উত্তর: নিউজউইক।
৯। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ বাজানো হয়? ( ৩৬ তম বিসিএস)
উত্তর: প্রথম ৪ চরণ।
১০। ২৬শে মার্চ, ১৯৭১ এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন - ( ৩৬ তম বিসিএস)।
উত্তর: ওয়্যারলেসের মাধ্যমে।
১১। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ( ৩৬ তম বিসিএস)
উত্তর: পূর্ব জার্মানি।
১২। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
(৩৬ তম বিসিএস)
উত্তর: ১৭ জানুয়ারি,১৯৭২।
১৩। "পায়ের আওয়াজ পাওয়া যায়" কি জাতীয় রচনা?
( ৩৬ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
১৪। মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত "ধীরে বহে মেঘনা" চলচ্চিত্রের নির্মাতা কে? ( ৩৭ তম বিসিএস)
উত্তর: আলমগীর কবির।
১৫। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? ( ৩৭ তম বিসিএস)
উত্তর: সেনেগাল।
১৬। মর্যাদা অনুসারে বাংলাদেশের তৃতীয় বীরত্ব সূচক খেতাব- (৩৭ তম বিসিএস)
উত্তর: বীরবিক্রম।
১৭। ঐতিহাসিক ছয় দফা কে কিসের সাথে তুলনা করা হয়?
( ৩৭ তম বিসিএস)।
উত্তর: ম্যাগনাকার্টা।
১৮। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন "একুশে ফেব্রুয়ারি" এর সম্পাদক ছিলেন - (৩৭ তম বিসিএস)
উত্তর: হাসান হাফিজুর রহমান।
১৯। "আসাদের শার্ট" কবিতার লেখক কে?
( ৩৭ তম বিসিএস)
উত্তর: শামসুর রাহমান।
২০। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? (৩৮ তম ,৪৪তম বিসিএস)
উত্তর: এ এইচ এম কামরুজ্জামান।
২১। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় আন্দোলন হয়েছিল?
(৩৮ তম বিসিএস)
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ।
২২। বন্দী শিবির থেকে কি জাতীয় রচনা?
( ৩৮ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ।
২৩। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর গুলো মূলত নৌ কমান্ডো সেক্টর হিসেবে পরিচিত? (৩৯ তম বিসিএস)
উত্তর: ১০ নং সেক্টর।
২৪। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? (৩৯ তম বিসিএস)
উত্তর: হুমায়ূন আহমেদ।
২৫। "জীবন থেকে নেয়া" চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? (৩৯ তম বিসিএস)
উত্তর: জহির রায়হান।
২৬। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?(৪০ তম,৪৫তম বিসিএস)
উত্তর: পঞ্চম।
২৭। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? (৪০ তম বিসিএস)
উত্তর: সপ্তম।
২৮। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল?(৪০ তম বিসিএস)
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
২৯। "একটি কালো মেয়ের কথা" কি জাতীয় উপন্যাস?
(৪০ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৩০। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? (৪১ তম বিসিএস)।
উত্তর: ফেব্রুয়ারি ২২,১৯৭৪।
৩১। ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না- (৪১ তম বিসিএস)।
উত্তর: বিচার ব্যবস্থা।
৩২। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(৪১তম বিসিএস)
উত্তর: টাঙ্গাইল জেলার সন্তোষে।
৩৩। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়?(৪১ তম বিসিএস)
উত্তর: এপ্রিল ১২, ১৯৭১।
৩৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?( ৪১ তম বিসিএস)।
উত্তর: সিপাহী হামিদুর রহমান।
৩৫। "কি চাহ হে শঙ্খচিল" কি জাতীয় রচনা?
(৪১ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
৩৬। স্মৃতিস্তম্ভ কোন পটভূমিতে লেখা কবিতা? (৪১ তম বিসিএস)
উত্তর: ভাষা আন্দোলন।
৩৭। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? (৪১ তম বিসিএস)
উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
৩৮। ১৯৪৮ -১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো?
(৪২ তম বিসিএস)।
উত্তর: ১১ মার্চ।
৩৯। ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- (৪২ তম বিসিএস)।
উত্তর: জয় বাংলা।
৪০। ১৯৭১ সালে The Concert for Bangladesh কোথায় অনুষ্ঠিত হয়? ( ৪২ তম, ৪৪তম বিসিএস)।
উত্তর: নিউইয়র্কে।
৪১। "হুলিয়া " কী জাতীয় রচনা? (৪২ তম বিসিএস)।
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র।
৪২। জীবন ও রাজনৈতিক বাস্তবতা কি জাতীয় রচনা?
(৪২ তম বিসিএস)।
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল।
৪৩। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? ( ৪২ তম বিসিএস)
উত্তর: তাজউদ্দীন আহমেদ।
৪৪। ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? (৪৩ তম বিসিএস)।
উত্তর: ৮ নং।
৪৫। নেকড়ে অরণ্য কী জাতীয় রচনা?(৪৩ তম বিসিএস)
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৪৬। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? (৪৫ তম বিসিএস)
উত্তর: ২ নং সেক্টর।
৪৭। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? (৪৬ তম বিসিএস)
উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ।
৪৮। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? (৪৬ তম বিসিএস)
উত্তর: শেখ মুজিবুর রহমান।
৪৯। ঐতিহাসিক ছয় দফা তে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? ( ৪৬ তম বিসিএস)
উত্তর: প্রতিরক্ষা ও পররাষ্ট্র।
৫০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? (৪৬ তম বিসিএস)
উত্তর: সেপ্টেম্বর।
আরো আপডেট তথ্য পেতে GK Competition পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।