The Bangla

The Bangla বাংলাদেশ এবং পৃথিবীর দেশে দেশে বসবাস?

প্রবাসী পরিবারের ৭ জনের মৃত্যু   ------------------------------------নোয়াখালী বেগমগঞ্জের বাহার উদ্দিন দীর্ঘ ৩ বছর পর ওমা...
06/08/2025

প্রবাসী পরিবারের ৭ জনের মৃত্যু
------------------------------------
নোয়াখালী বেগমগঞ্জের বাহার উদ্দিন দীর্ঘ ৩ বছর পর ওমান থেকে বাংলাদেশে আসছিলেন।সে উপলক্ষে তার পরিবারের সবাই তাকে আনতে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিল।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ওমান প্রবাসী বাহার উদ্দীনের পরিবারের সাতজন মারা গেছেন। গাড়ি ডুবে যাওয়ার আগের অবস্থা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গাড়ি খাদে পড়ে ডুবে যায়নি। নৌকার মতো ভাসছিল। আমি বারবার ড্রাইভারকে বলছিলাম, লক খুলতে। তবু সে খোলেনি।

প্রবাসী বাহার উদ্দীন বলেন, ‘ড্রাইভারকে বারবার বলেছি, লক খুলতে। লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে। গাড়ি জাহান্নামে যাক, তুই আগে লক খোল। পরে সে আস্তে করে জানালা দিয়ে বের হয়ে গেছে। পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি। বাকি সবাই মারা গেছে।’

তিনি বলেন, ‘যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেতো।’

বাহার উদ্দীন আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন, ‘আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম। এরা অল্পবয়সি, এরা যাতে না আসে। বলেছিলাম, আমি তো সকাল সকাল চলে যাব। এরা শোনেনি।’

ওমান প্রবাসী তিনবছর পর দেশে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন তার পরিবারের লোকজন। কিন্তু ফেরত আসার সময় নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৭ জন নিহত হন। বুধবার (৬ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

21/07/2025

এইভাবেই স্কুল ভবনে আঘাত হানে প্রশিক্ষণ বিমানটি।

21/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহত ১৯জন,
আহত শতাধিক । নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন

21/07/2025

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর ফাইটার্স জেট বিধ্বস্ত হয়ে পড়েছে মাইলস্টোন স্কুলে।ব্যাপক হতাহতের আশংকা।

৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দুপুর ২ টায় মুল আয়োজনে আনুষ্ঠানিকতা...
19/07/2025

৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দুপুর ২ টায় মুল আয়োজনে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯ টায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সারাদেশ থেকে আসা নেতা কর্মীরা জড়ো হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে।

ছবি: জামায়াতের মিডিয়া সেল

16/07/2025

গোপালগঞ্জে নিহত ৩
কারফিউ জারি।

বিএনপিকেও আওয়ামিলীগের পরিনতি ভোগ করতে হবে ইনশাআল্লাহ।
11/07/2025

বিএনপিকেও আওয়ামিলীগের পরিনতি ভোগ করতে হবে ইনশাআল্লাহ।

23/06/2025

আজ সোমবার ভয়াবহ মিসাইল হামলায় বিস্ফোরণের ধ্বংসলীলায় পরিনত হয়েছে উত্তর ইসরায়েল।

22/06/2025

ইরানের ভয়াবহ মিসাইল হামলায় তেল আভিবে ২৪ ইহুদি নিহতের আশংকা করছে আর্ন্তজাতিক গণমাধ্যম।

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে আমেরিকা। তবে হামলার আশংকায় আগেই স্থাপনা খালি করে রেখেছিল ইরান। হামলার পর ট...
22/06/2025

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে আমেরিকা। তবে হামলার আশংকায় আগেই স্থাপনা খালি করে রেখেছিল ইরান।
হামলার পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, নেতানিয়াহু।

ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আশংকায় ইমাম খামেনি তার উত্তরসূরী হিসাবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছোন। খামেনির ঘোষণা ক...
21/06/2025

ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আশংকায় ইমাম খামেনি তার উত্তরসূরী হিসাবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছোন। খামেনির ঘোষণা করা তিনজন উত্তরসূরির মধ্যে তার পুত্র মোজতবার নাম নেই।

এটির গাজার দৃশ্য নয়!!ইরানের ছোড়া ক্ষে'পণা'স্ত্র'র আ'ঘাতে তেল আবিবের রামাত গান ও হোলন এলাকার কয়েকটি ভবন ধ্বং'স'স্তূপে পরি...
19/06/2025

এটির গাজার দৃশ্য নয়!!
ইরানের ছোড়া ক্ষে'পণা'স্ত্র'র আ'ঘাতে তেল আবিবের রামাত গান ও হোলন এলাকার কয়েকটি ভবন ধ্বং'স'স্তূপে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স।

ছবিঘরটি দেখতে ক্লিক করুন কমেন্টে দেয়া লিংকে

Address

Rampura Banasree
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share