Md Ataur Rahman

Md Ataur Rahman কে আমি?
চিনলে মেসেজ দাও।
না হয় বাদ দাও৷

24/11/2023

যে Block list তৈরি হইছিলো অপরিচিত মানুষের জন্য....! আজ সেই Block list গুলো ব্যবহার হয় ভালোবাসার মানুষদের জন্য.

তুমি আর আমি মৃত্যু অব্দি বেঁচে থাকবো, আমরা আমাদের হয়ে এক মুহুর্তের জন্যেও বাঁচতে পারিনি।......!!....... এ শহরে তোমার আমার বলতে সব কিছু হলেও... আমাদের বলতে কোনো কিছুই হয়নি..

তুমি আমি বহু পথ পাড়ি দিলেও, আমাদের একসাথে হাটা কোন পথ- ই তৈরি হয়নি..!

17/11/2023

নিজের বলতে শুধু চোখের পানিটাই আছে, তাও অন্য মানুষ এর জন্য পরে!

হায়রে জীবণ।

23/10/2023

আপনাকে সবাই বলবে আরে আস্তে আস্তে সব

ঠিক হয়ে যাবে,

কিন্তু আপনি'ই জানেন আপনার রাতে ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠে অসহায় লাগে, আপনি ই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না, মাঝে মাঝে ধম বন্ধ হয়ে আসে!

শুধু আপনিই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে, দূর থেকে কেউ বুঝবে না আপনি কেমন আছেন, কেউ নাহ!

09/10/2023

সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকমের অভিযোগ, অ'পবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে

ভু'লে যাওয়া!

জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নাই!

এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক'জন? নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর!

06/10/2023

দিনশেষে নিজেকে একা আবিষ্কার করেছি বহুবার!

সঙ্গ নামের অস্বস্তি নিয়ে এসেছে অনেকেই। দিনশেষে করে গেছে ভীষণ রকম একা! আমার এ পথ, আমি একা হাঁটি। পথের সঙ্গী হতে চেয়েছে অনেকেই, পথ ফুরাবার আগেই ক্লান্ত হয়ে ফিরে গেছে আপন নীড়ে।

আমিও ক্লান্ত হই,ভীষণ রকম ক্লান্ত! একা একা কতদূর, কত পথ আর চলা যায়? মাঝে মাঝে থেমে যাই, ভেঙ্গে পড়ি বারবার ! আবার পথ চলতে থাকি একা।

দিনশেষে নিজেকে নিঃস্ব ভেবেছি বহুবার! আসলে আমার কেউ নেই!নিজের বলতে আছে শুধু দীর্ঘশ্বাস আর এসিডিটির মতো বুকে চাপানো কিছু গোপন ব্যথা! মাঝে মাঝে ব্যথা জেগে ওঠে, আমি থেমে যাই জীবন চলার পথে, দুমড়েমুচড়ে যাই নিমিষেই! দিনশেষে কেউ থাকে না!

প্রত্যেকটা মানুষই আমরা যে যার অবস্থানে ভীষণ রকম একা! অথচ মানুষ একাকিত্ব দূর করতেই কাউকে না কাউকে পাশে চায়।

আমরা কেউ জানি না, আমরা মানুষগুলো আজন্ম একা! মানুষ তার প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন ফুরালেই উধাও হয়!নিজের সঙ্গী বলতে কেবল দুঃখ আর হতাশা ছাড়া আসলে মানুষের কেউ নেই— কেউ ছিল না কখনোই!

04/10/2023

প্রিয় প্রাক্তন-

আপনাকে প্রিয় বলেই সম্মোধন করলাম। যদিও আপনি এখন আমার প্রিয় মানুষ নন, আবার অপ্রিয় ও নন। প্রিয় আর অপ্রিয়-র মাঝামাঝি সম্পর্ক-কে কি বলে আমার জানা নেই। সব জানতে নেই বললে, আমার অনেক কিছুই জানা নেই। তবে এতে আমার কোনো আফসোস ও নেই। আফসোস তো শুধু একটাই কেনো আপনি আমার হয়েও তারপরও আমার হয়ে আমৃত্যু সময় অব্দি থাকলেন না।

আপনাকে আমার খুব করে প্রয়োজন ছিলো। অভিমান আর একাকিত্বের আগুনে রোজ দগ্ধ হচ্ছি, একটু একটু করে আয়ু কমে যাচ্ছে। সাথে বাঁচার ইচ্ছে টাও। মাঝে মাঝে মনে হয় আপনাকে যদি জড়িয়ে ধরা যেতো? তাহলে ভিতরের আগুন নিভে গিয়ে আমার আয়ু খানিকটা বেড়ে যেত। কিন্তু সেটা সম্ভব নয়, যেমন আপনাকে ভুলে থাকাও সম্ভব নয়।

তবে একটা সম্ভাবনা আছে যদি সৃষ্টিকর্তা চায়, কোনো এক ব্যাস্ত রাস্তায় আমাদের আবার দেখা হবে। তখন আপনাকে দুচোখ ভরে আরেকবার দেখে নিবো। সেই দিনটির অপেক্ষায় রইলাম।

ইতি- আপনার অবহেলার মানুষ

27/09/2023

আমি কারো জীবনে এতোটাও বিশেষ কিছু হতে পারিনি যে, আমার থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে! আমি খুবই সস্তা একজন মানুষ আমাকে কেউ তার জীবন থেকে হারালেও তার কোন আফসোস হবে না। আমাকে ছাড়াও সবার জীবন, সুন্দরভাবে চলে যাবে!🤫

Address

Gozaria Munshigong
Dhaka
1510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Ataur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ataur Rahman:

Share