06/10/2023
দিনশেষে নিজেকে একা আবিষ্কার করেছি বহুবার!
সঙ্গ নামের অস্বস্তি নিয়ে এসেছে অনেকেই। দিনশেষে করে গেছে ভীষণ রকম একা! আমার এ পথ, আমি একা হাঁটি। পথের সঙ্গী হতে চেয়েছে অনেকেই, পথ ফুরাবার আগেই ক্লান্ত হয়ে ফিরে গেছে আপন নীড়ে।
আমিও ক্লান্ত হই,ভীষণ রকম ক্লান্ত! একা একা কতদূর, কত পথ আর চলা যায়? মাঝে মাঝে থেমে যাই, ভেঙ্গে পড়ি বারবার ! আবার পথ চলতে থাকি একা।
দিনশেষে নিজেকে নিঃস্ব ভেবেছি বহুবার! আসলে আমার কেউ নেই!নিজের বলতে আছে শুধু দীর্ঘশ্বাস আর এসিডিটির মতো বুকে চাপানো কিছু গোপন ব্যথা! মাঝে মাঝে ব্যথা জেগে ওঠে, আমি থেমে যাই জীবন চলার পথে, দুমড়েমুচড়ে যাই নিমিষেই! দিনশেষে কেউ থাকে না!
প্রত্যেকটা মানুষই আমরা যে যার অবস্থানে ভীষণ রকম একা! অথচ মানুষ একাকিত্ব দূর করতেই কাউকে না কাউকে পাশে চায়।
আমরা কেউ জানি না, আমরা মানুষগুলো আজন্ম একা! মানুষ তার প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন ফুরালেই উধাও হয়!নিজের সঙ্গী বলতে কেবল দুঃখ আর হতাশা ছাড়া আসলে মানুষের কেউ নেই— কেউ ছিল না কখনোই!