28/07/2025
কেন পিআর নির্বাচন পদ্ধতি বেস্ট?
বিএনপি ঘোষণা দিছে তারা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সরকার গঠন করবে ।
জাতীয় সরকার মূলত কি?
জাতীয় সরকার হচ্ছে এমন একটা সরকার যেখানে একটা গণতন্ত্র রাষ্ট্রের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে ।
এটা কখন গঠন করা হয় ?
একটা দেশে যখন যুদ্ধ কিংবা রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং দেশে কোন মহামারী এই ধরনের কোন কিছু দেখা দিলে তখন দেশে রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সকল দলের অংশগ্রহণে দেশে একটা জাতীয় সরকার গঠন করা হয়।এবং জাতীয় সরকার গঠন করার আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে পদত্যাগ করতে হয় বা অনেকের পদ ছেড়ে দিতে হয়।
বাংলাদেশে যে মুহূর্তে আমরা বসবাস করতেছি এই মুহূর্তেতে বাংলাদেশ একটা জাতীয় সরকার প্রয়োজন ছিল ।
কারণ বাংলাদেশে এক বছর আগেই একটা বিপ্লব হয়ে সরকার পরিবর্তন হয়েছে ।
ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় সরকার প্রয়োজন ছিল।
কিন্তু কোন একটা দলের দ্বিমতের কারণে সেটা হয়নি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
যখন অন্তরবর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দিবে তখন দেশে আর জাতীয় সরকার প্রয়োজন পড়ে না।
তারপরও যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতে চাই সে ক্ষেত্রে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
ধরেন বিএনপি 300 আসনের ভেতর আড়াইশো আসন পাইল সেক্ষেত্রে তারাই আড়াইশো আসন থেকে অনেক আসন থেকে মন্ত্রিত্ব পাবে। সমতার জন্য অনেক আসন এবং অনেক মন্ত্রি পদত্যাগ করতে হবে। কারণ অন্যান্য দল কেও মন্ত্রি প্রতিনিধি দিতে হবে।
সেক্ষেত্রে বিএনপি এত কষ্ট করে নির্বাচন জেতার পর তারা মন্ত্রীপদ থেকে পদত্যাগ করবে? যেখানে কোটি কোটি টাকা খরচ করবে একটা মন্ত্রিত্ব বা একটা আসন জেতার জন্য।
পি আর পদ্ধতি কি?
পি আর পদ্ধতি হচ্ছে সারাদেশে একটা দল শতকরা যত ভোট পাবে সে অনুযায়ী ততটা আসন পাবে। যেমন কোন দল 5% ভোট পেলে পাঁচটা আসন পাবে । তার মানে সকল দলের প্রতিনিধিরা সংসদে যাবে এটা নিশ্চিত।
সবার অংশগ্রহণে একটা সরকার গঠিত হবে।
যেটা জাতীয় সরকারের মতই। শুধু নির্বাচন পদ্ধতি আলাদা। তাহলে বিএনপিকে কষ্ট করে নির্বাচনের পর আবার জাতীয় সরকার গঠন করার দরকার নেই। পি আর নির্বাচন পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় সরকার তৈরি করা যাবে। এটা হচ্ছে পিয়ার নির্বাচন পদ্ধতি।
তাহলে বিএনপি'র জাতীয় সরকারের থেকে পি আর নির্বাচন পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে সেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে।
অতএব পি আর পদ্ধতি বেস্ট।