Forid Ahmed

Forid Ahmed Follow me

28/07/2025

কেন পিআর নির্বাচন পদ্ধতি বেস্ট?

বিএনপি ঘোষণা দিছে তারা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সরকার গঠন করবে ।

জাতীয় সরকার মূলত কি?
জাতীয় সরকার হচ্ছে এমন একটা সরকার যেখানে একটা গণতন্ত্র রাষ্ট্রের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে ।

এটা কখন গঠন করা হয় ?
একটা দেশে যখন যুদ্ধ কিংবা রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং দেশে কোন মহামারী এই ধরনের কোন কিছু দেখা দিলে তখন দেশে রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সকল দলের অংশগ্রহণে দেশে একটা জাতীয় সরকার গঠন করা হয়।এবং জাতীয় সরকার গঠন করার আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে পদত্যাগ করতে হয় বা অনেকের পদ ছেড়ে দিতে হয়।

বাংলাদেশে যে মুহূর্তে আমরা বসবাস করতেছি এই মুহূর্তেতে বাংলাদেশ একটা জাতীয় সরকার প্রয়োজন ছিল ।

কারণ বাংলাদেশে এক বছর আগেই একটা বিপ্লব হয়ে সরকার পরিবর্তন হয়েছে ।
ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় সরকার প্রয়োজন ছিল।

কিন্তু কোন একটা দলের দ্বিমতের কারণে সেটা হয়নি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

যখন অন্তরবর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দিবে তখন দেশে আর জাতীয় সরকার প্রয়োজন পড়ে না।

তারপরও যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতে চাই সে ক্ষেত্রে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

ধরেন বিএনপি 300 আসনের ভেতর আড়াইশো আসন পাইল সেক্ষেত্রে তারাই আড়াইশো আসন থেকে অনেক আসন থেকে মন্ত্রিত্ব পাবে। সমতার জন্য অনেক আসন এবং অনেক মন্ত্রি পদত্যাগ করতে হবে। কারণ অন্যান্য দল কেও মন্ত্রি প্রতিনিধি দিতে হবে।

সেক্ষেত্রে বিএনপি এত কষ্ট করে নির্বাচন জেতার পর তারা মন্ত্রীপদ থেকে পদত্যাগ করবে? যেখানে কোটি কোটি টাকা খরচ করবে একটা মন্ত্রিত্ব বা একটা আসন জেতার জন্য।

পি আর পদ্ধতি কি?
পি আর পদ্ধতি হচ্ছে সারাদেশে একটা দল শতকরা যত ভোট পাবে সে অনুযায়ী ততটা আসন পাবে। যেমন কোন দল 5% ভোট পেলে পাঁচটা আসন পাবে । তার মানে সকল দলের প্রতিনিধিরা সংসদে যাবে এটা নিশ্চিত।

সবার অংশগ্রহণে একটা সরকার গঠিত হবে।
যেটা জাতীয় সরকারের মতই। শুধু নির্বাচন পদ্ধতি আলাদা। তাহলে বিএনপিকে কষ্ট করে নির্বাচনের পর আবার জাতীয় সরকার গঠন করার দরকার নেই। পি আর নির্বাচন পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় সরকার তৈরি করা যাবে। এটা হচ্ছে পিয়ার নির্বাচন পদ্ধতি।

তাহলে বিএনপি'র জাতীয় সরকারের থেকে পি আর নির্বাচন পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে সেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে।

অতএব পি আর পদ্ধতি বেস্ট।

26/07/2025

কোন দূর্ঘটনা ঘটার পর আমরা সবাই প্রতিবাদী হই ,প্রতিবাদ করি কিন্তু ওই দূর্ঘটনার যখন ভিত্তি স্থাপন করা হয় তখন আমরা কেউ কথা বলি না, এটাই আমাদের সমস্যা।

অতি চেতনার জন্য গত সতেরো বছর ধরে বাংলাদেশে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে।যার ভুক্তভোগী এদেশের জনগণ।

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় অনেক কিছুই দায়ী।সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ।

এক,যে বিমানটা বাংলাদেশের আকাশে উড়ছে এই মডেলের বিমান অনেক দেশ অনেক আগেই আকাশে উড়া বন্ধ করে দিয়েছে।একপ্রকার এ বিমানকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে।

কিন্তু বাংলাদেশে এখনো এটা চলছে এবং এটা বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী বিমান ধরা হয়। কিন্তু আমরা নিয়ে এটা কখনো কথা বলিনি,কখনো প্রতিবাদ করিনি।

দুই,যে কলেজে দুর্ঘটনা ঘটেছে এই কলেজের বিল্ডিং উঠানোর সময় বাধা দেয়া হয়েছে।সেখানে কোন ভবন উঠানো যাবে না কিন্তু সেই সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেখানেই এই কলেজ করা হয়।তখন কেউ প্রতিবাদ করেনি।

তিন,বাংলাদেশের সবচেয়ে জনবহুল জায়গা হচ্ছে ঢাকা। এখানে যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য একেবারেই উপযুক্ত না।

কিন্তু বছরকে বছর ধরে এখানেই বিমানগুলো প্রশিক্ষণ করা হচ্ছে।এটা নিয়েও কেউ কখনো কথা বলেনি।

আসলে বাংলাদেশের মানুষের কোথাও নিরাপত্তা নাই।যখন তখন আপনি আমি মারা যেতে পারি।

আপনি যে বিল্ডিংটাই বসবাস করতেছেন বা যে বিল্ডিংটাই আপনি অফিস করতেছেন সেই বিল্ডিংটার কোন লিগ্যাল কাগজপত্র নাই।

ঢাকা শহর কিংবা দেশের বড় বড় শহরগুলোতে বেশিরভাগ বিল্ডিংয়ের কাগজপত্র নাই।কোন আইন মেনে এই বিল্ডিংগুলা তোলা হয় নাই।

গাফিলতি আর ক্ষমতা দেখিয়ে এই বিল্ডিংগুলো তোলা হয়েছে।

যখন তখন এই বিল্ডিং গুলা ধসে পড়তে পারে।কিন্তু এগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না, প্রতিবাদ করি না, পেপারে লিখিনা।

যখন কোন এক সময় দুর্ঘটনা ঘটে যাবে তখন আমরা এগুলা প্রতিবাদ করব কিন্তু তখন কিছু করার থাকবে না অনেকগুলো প্রাণ ঝরে যাবে।

ঢাকা শহরে এমন অনেক বিল্ডিং আছে যেগুলো চারতলার জন্য ভিত্তি স্থাপন করা কিন্তু পরবর্তীতে চারতালা থেকে ৮ তলা পর্যন্ত করেছে।

আবার এমন অনেক বিল্ডিংও আছে যেগুলোর ভিতরকার রড যে আকারের দেওয়ার কথা, তা দেয়া হয়নাই‌।

দিয়েছে চিকন রড যেটা কোন এক সময় বিল্ডিংয়ের ভর সহ্য করতে পারবেনা।

আবার অনেক বিল্ডিং আছে রডের বদলে বাঁশও দেয়া হয়েছে ।আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি দেখেছি।

এগুলো নিয়ে কেউ কখনো কথা বলবে না ।যখন দুর্ঘটনা ঘটে যাবে তখন এগুলা নিয়ে কথা বলবে।

তখন কিছু করার থাকবে না, তখন অনেক তাজা প্রাণ চলে যাবে। আর এভাবেই বাংলাদেশে চক্রাকারে দুর্ঘটনা হতে থাকবে কিন্তু কোন কাজ হবে না ।

ফেসবুক কয়েক দিন উত্তেজিত হবে ঘটনা বিশ্লেষণ হবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না।

এই যে মৃত্যু ফাঁদ তৈরি করা হয়েছে।এগুলোর ভিত্তিপ্রস্তর বা ভিত্তি স্থাপন 17 বছর আগেই করা হয়েছে।

দুর্নীতি আর জবাবদিহিতার অভাবে দেশে এক মৃত্যু ফাঁদ তৈরি করা হয়েছে যেখানে আপনি আমি কেউ নিরাপদ না। যেকোনো সময় এরকম দুর্ঘটনা ঘটে আমরাও মারা যেতে পারি।

এই সরকারকে দোষ দিয়ে লাভ নেই। কারণ এগুলোর ভিত্তি অনেক আগেই স্থাপন করা হয়েছে। দুর্নীতি আর জবাবদিহিতার অভাবে দেশে মৃত্যু ফাঁদ তৈরি 17 বছর ধরেই করা হয়েছে।

ধরেন এই সরকার আইন করল দেশের যত বিল্ডিং আছে সকল বিল্ডিং এর মালিকদের বিল্ডিং এর কাগজপত্র দেখাতে হবে। বেশিরভাগ মালিকরা তাদের কাগজপত্র দেখাতে পারবে না।

যদি এমন আইন করা হয় কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিল্ডিং সিলগালা করা হবে।তারা বাসা ভাড়া দিতে পারবে না।

তাহলে দেখবেন বিল্ডিং মালিকরা রাস্তায় নেমে গেছে, আন্দোলনে নেমে গেছে।

দরকার হলে কাফনের কাপড় পড়ে আন্দোলন করবে এই আইন বন্ধ করার জন্য।

এর সাথে কিছু মাসুদ কামালের মত সুশীল সাংবাদিক তারা বলবে এটা রীতিমতো বাড়ি মালিকদের সাথে যুদ্ধ ঘোষণা। এ আইন বন্ধ করুন।

আর এভাবেই সরকারকে পিছিয়ে যেতে হবে। আপনারা দেখছেন ফুটপাতগুলোতে যখন সরকার অভিযান চালাইলো।

ফুটপাতে কোন দোকানপাট থাকবে না। ঘোষণা দেয়ার পরও যখন ফুটপাত ব্যবসায়ীরা দোকান বন্ধ করল না। তখন সরকার ফুটপাতের দোকান উচ্ছেদ করার জন্য অভিযান চালাইলো ।

তখন ফুটপাত বাসীদের কান্নার আহাজারি দেখে মানুষ গলে গেল । মানুষ প্রতিবাদ শুরু করল।

তখন আবার সরকার উচ্ছেত অভিযান বাদ দিয়ে দিল।

এ হলো বাংলাদেশের অবস্থা।

22/07/2025
22/07/2025

একজন মহিলা পাইলট মন্তব্য করেছে
বিমানের ইন্জিনে এয়ার সেন্সর রেখে দিয়ে যে কোন দেশ থেকে বিমান লক করে দিয়ে বিমানকে নিয়ন্ত্রনে নিয়ে ধ্বংশ করা যায়।

ঘটনাটা এমনই হয়েছে। গোপালগন্জের প্রতিশোধ এভাবে নেওয়ার সম্ভবনা বেশি। কারণ বিমান বাহিনীতে তাদের জনবল রয়েছে। এছাড়া যোগাযোগ রক্ষার জন্য কল রেকর্ড সিস্টেম রয়েছে।

সেটারও এখনো প্রমাণ দিতে পারে নি পাইলট শেষ কি কথা বলেছিলো। এগুলো নাটকীয় ষড়যন্ত্র। জুলাইকে আবারো রক্তাক্ত করলো।

স্বাভাবিক ভাবে নেওয়া অযৌক্তিক। পুরো তদন্ত রিপোর্টে সব বের হয়ে আসবে।

21/07/2025

এই বিমান গুলো মিনিমাম ২০ বছর আগে পৃথিবীর প্রায় সব দেশে ব্যাবহার বন্ধ হয়েছে। আমাদের দেশে চলে কেন?

21/07/2025
এর পরও বেঈমানি করবি তোরা?
20/07/2025

এর পরও বেঈমানি করবি তোরা?

20/07/2025

😑 আচ্ছা! আপনি প্রেম করে যদি ২০টা মেসেজ পাঠিয়ে একটাও রিপ্লাই না পান—খারাপ লাগবে, তাই না?

ঠিক তেমনই, আমরা ভোট দেই, কিন্তু সেই ভোট যদি শেষ পর্যন্ত হিসাবেই না আসে, তাহলে কেমন লাগে?

এই ঘটনাটা আমাদের বর্তমান ভোট পদ্ধতিতেই ঘটে।
বাংলাদেশে যেটা চালু আছে সেটা হলো FPTP (First Past The Post) — যার মানে, একটা আসনে যে প্রার্থী সবার থেকে বেশি ভোট পায়, সে-ই জেতে।

চাইলেও আপনার দেওয়া ভোটের কোনো মানে থাকে না, যদি সে প্রার্থী জিততে না পারে।

এখন প্রশ্ন হলো — আমার ভোট কি হারিয়ে যাবে?

👉🏼 উত্তর: না, যদি PR (Proportional Representation) পদ্ধতি চালু হয়।

🎯 PR পদ্ধতি কী?
সহজ ভাষায়: যে দল যত ভোট পাবে, ঠিক সেই অনুপাতে সংসদে আসন পাবে।
ধরো ১০০টা আসনের নির্বাচন হলো—

দল ভোট পেল সংসদে আসন পাবে
A 40% 40টি আসন
B 30% 30টি আসন
C 20% 20টি আসন
D 10% 10টি আসন

✌🏼 এখানে কারো ভোট হারায় না। সবাই তাদের ন্যায্য অংশটা পায়।



🔍 এই পদ্ধতির সুবিধা কী?
✅ আপনার ভোট আর ‘অকার্যকর’ থাকবে না
✅ ছোট ছোট দলও সংসদে প্রতিনিধিত্ব পাবে
✅ জনগণের মতামত আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে
✅ একচেটিয়া রাজনীতি কমবে
✅ সরকারে জবাবদিহিতা বাড়বে



🤔 ভাবুন তো, আপনি ভোট দিয়েছেন, কিন্তু আপনার প্রার্থী হেরে গেছে — তাই আপনার ভোট একদম হিসাবেই আসেনি। এ কেমন গণতন্ত্র?

আমরা যদি চাই ভোটের সঠিক মূল্য এবং সত্যিকারের গণতন্ত্র, তাহলে আমাদের দরকার
👉🏼 PR পদ্ধতি চালু করা।

আপনার ভোট মানেই আপনার কণ্ঠ। সেটাকে শুনতে বাধ্য করার সবচেয়ে ভালো উপায় হলো —
প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা।

✊🏼 চলুন, দাবিটা জোরে বলি:
্ধতি_চাই
#ভোটের_প্রকৃত_মূল্য_চাই
#গণতন্ত্র_বাঁচাও
#বাংলাদেশের_ভবিষ্যত

19/07/2025

সালমান মুক্তাদিরের আপনি বিভিন্ন কারণে সমালোচনা করতে পারেন। কিন্তু জুলাই আন্দোলনে তার যে ভূমিকা সেটা মূলত এলিট শ্রেণিকে কড়াভাবে রিপ্রেজেন্ট করেছে।

ক্যান্টনমেন্টে বসবাস করে, সে যেই সাহসের সাথে আন্দোলনের পক্ষে ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয়।
পাশাপাশি তার সম পর্যায়ের ইনফ্লয়েন্সাররা যখন মুখ গুটিয়ে বসে ছিলেন সে সময় সালমান মুক্তাদির সাহসের সাথে দাঁড়িয়ে ছিলেন।

Address

Uttar Jamalpur
Dhaka

Telephone

+8801646963791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forid Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forid Ahmed:

Share

Category