Dik Bidik Chnl

Dik Bidik Chnl Dedicated to the service of humanity. (মানবতার সেবায় নিবেদিত।)
(50)

26/04/2025

এরা 👇👇 কোন রাজনৈতিক দলের সদস্য❓এদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল ঘটন করিতে চাইছি। আপনাদের সু-চিন্তিত পরামর্শ চাই। 👇👇
আমার দলের প্রথম সদস্য ।

12/03/2025

এবারের দুবাইয়ে প্রথম সকাল।

জীবন চলা পথে কিছু নসিহা~~~~~~~~~~~~~~~~~~~~~১। ঘর ঝাড়ু দিতে হলেও এতো ভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ঐ কাজ ভালো কেউ ক...
28/02/2025

জীবন চলা পথে কিছু নসিহা
~~~~~~~~~~~~~~~~~~~~~
১। ঘর ঝাড়ু দিতে হলেও এতো ভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ঐ কাজ ভালো কেউ করতে না পারে।

২। নিজের জীবনটা এমনভাবে গড় যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না।

৩। জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নাই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে।

৪। আর ১০ জনের মতো হতে যেও না, নিজের মতো থেকো, অনুসরণ করো, অনুকরণ করো না।

৫। কথা কম বলো, কম লিখে সব কিছু বুঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও ১ পেজে লিখো, বুলেট করে লিখো। কারো সময় নাই, দুই পেজ পড়ার।

৬। প্রত্যেকদিন পড়াশুনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে। নিজের সাথে কম্পিটিশন করবে।

৭। চাকরি করা মানেই দাসত্ব না, চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি চুক্তিমতো কাজ করবে, কেউ তোমাকে মনিটর করবে না, ফাঁকি দিলে নিজেই ঠকবে।

৮। চাকরি করবো না, চাকরি দিবো, বিষয়টা অহংকারের নয়, কারণ চাকরি যেমন দিতে পারতে হবে, তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে। এগুলো নিয়ে উদ্ধত কথা বলে কেউ সফল হতে পারে না। পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে।

৯। বিনয় মানুষকে বড় করে, অহংকার ছোট করে।।

১০। লিখুন, ছোট বড় প্রতিটা জিনিস লিখুন, এতে অনেক কাজ যথাসময়ে করতে পারবেন।

12/02/2025

সাত্তার চিশতি সাহেব আজ সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, (গার্ড অফ অনার) সরকারি সম্মান প্রদর্শন দেয়া হচ্ছে।

ধৈর্য ,অধ্যবসায়,ত্যাগ এই তিনটি স্বভাব  জীবনের পদক্ষেপে মানুসের সংগ্রামী জীবনকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। এবং জীবন হয়  অনা...
11/01/2025

ধৈর্য ,অধ্যবসায়,ত্যাগ এই তিনটি স্বভাব জীবনের পদক্ষেপে মানুসের সংগ্রামী জীবনকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। এবং জীবন হয় অনাবিল শান্তিময়।
"শান্তি উপলব্ধি অনুভূতির বিষয়"।

আল্লাহ বলেন :-★ হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাক। আর যদি তোমর...
09/01/2025

আল্লাহ বলেন :-
★ হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাক। আর যদি তোমরা তা না কর, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। (সূরা বাকারা, আয়াত : ২৭৮-২৭৯)

★ যারা সুদ খায়, তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। (সূরা বাকারা, আয়াত : ২৭৫)

রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :-
★ সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেগুলো কী? তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এবং সুদ খাওয়া।(সহীহ বুখারি ও মুসলিম)

06/01/2025

তুমি কাউকে ঠকিয়ে,
কাউকে কাদিয়ে,নিজেকে বাহবা দিচ্ছ!অপেক্ষা করো,অপেক্ষা শুধু সময়ের।

06/01/2025

তোমার রবের সাথে গভীর রাতে যুক্তি হীন,চুক্তি হীন আত্মসমর্পণই প্রেমের পরাকাষ্ঠা।
~লায়লা~

04/01/2025

পৃথিবীতে খুব দ্রুত বাড়ছে জনসংখ্যা,
সে সাথে পাল্লা দিয়ে কমছে মানুষ।

04/01/2025

মানুষ ভালো হলে ফেরেস্তার উর্ধ্বে যায়,
আর খারাপ/অধপতন হলে পশুর চেয়ে নিকৃষ্টতর হয়।

04/01/2025

আমি কখনো হারি নাই,
হয় জিতেছি
নয় শিখেছি।
মানুষ সৃষ্টির সেরা।

Address

Dhaka

Telephone

+8801715363707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dik Bidik Chnl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dik Bidik Chnl:

Share