খামার ও খামারি

খামার ও খামারি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খামার ও খামারি, Digital creator, Dhaka.

গরবো খামার বাঁচবে দেশ,
তবেই হবে স্বনির্ভর সোনার বাংলাদেশ।

ছোট্ট দেশ হাজারো জীবিকা,
জেলে কামার কুমর,
কেউবা আবার সখের বসে
গড়ছে হরেক খামার.!
খামারিদের সুখ, দুঃখ হাসি কান্না এবং খামারিদের সফলতা এবং ব্যর্থতার কারণগুলো তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

21/04/2025

৪৫ দিনে ৪ কেজি ওজনের হাঁস।কিভাবে গড়ে তুলেছেন,জানুন ১৭ বছরের অভিজ্ঞ খামারির কাছ থেকে।Duck farmer 2025

16/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

08/02/2025

আবদ্ধ জায়গায় খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন করে সফল ইঞ্জিনিয়ার পাশ সেই যুবক..সফল হাঁস চাষি ২০২৫.. #হাসের_খামার
#খামারি #হাসের_খামার #হাঁস_পালন_পদ্ধতি #খামার #সাফল্যে

আবদ্ধ জায়গায় খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন করে সফল ইঞ্জিনিয়ার পাশ সেই যুবক..সফল হাঁস চাষি ২০২৫..

খামার ও খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম,যাহারা নতুন খামারি ও নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যাহারা এ গ্রেডের হাঁস ও মুরগীর বাচ্চা খুঁজতেছেন তাহারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারীজ লি: থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। কারন, তাহারা বিগত কয়েক বছর ধরে সারাদেশে হাঁস ও মুরগির বাচ্চা পাইকারি ও খুচরা ডেলিভারি করে বিশ্বস্ততার সহিত ব্যবসা করে আসতেছেন। যোগাযোগ:-01781-669266, 01758-964605 অথবা 01989-199008
ঠিকানা: এম পি রোড,চালা,উল্লাপাড়া,সিরাজগঞ্জ

31/01/2025

পুরুষ হাঁস পালন কতটা লাভজনক তা জানতে ভিডিও টা দেখতে পারেন। সফল হাঁস খামারি ২০২৫. #হাসের_খামার
#খামারি #হাসের_খামার #হাঁস_পালন_পদ্ধতি #সাফল্যে #খামার # #হাঁসেরমাংসভুনা #হাঁসের_খামার২০২৫

পুরুষ হাঁস পালন কতটা লাভজনক তা জানতে ভিডিও টা দেখতে পারেন। সফল হাঁস খামারি ২০২৫.

খামার ও খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম,যাহারা নতুন খামারি ও নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যাহারা এ গ্রেডের হাঁস ও মুরগীর বাচ্চা খুঁজতেছেন তাহারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারীজ লি: থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। কারন, তাহারা বিগত কয়েক বছর ধরে সারাদেশে হাঁস ও মুরগির বাচ্চা পাইকারি ও খুচরা ডেলিভারি করে বিশ্বস্ততার সহিত ব্যবসা করে আসতেছেন। যোগাযোগ:-01781-669266, 01758-964605 অথবা 01989-199008
ঠিকানা: এম পি রোড,চালা,উল্লাপাড়া,সিরাজগঞ্জ।

23/01/2025

নারী খামারি যিনি ২০ বছর ধরে এক হাতে গড়ে তুলেছেন শখের পোল্ট্রি খামার, সেখান থেকেই চলে তাদের সংসার।
খামার ও খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম,যাহারা নতুন খামারি হতে চাচ্ছেন বা যাহারা এ গ্রেড হাঁস ও মুরগীর বাচ্চা খুজতেছেন তাহারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারীজ লি: থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। তাহারা বিগত কয়েক বছর ধরে বিসস্থতার সহিত ব্যাবসা করে আসতেছেন। যোগাযোগ:-01781-669266, 01758-964605 অথবা 01989-199008
ঠিকানা: এম পি রোড,চালা,উল্লাপাড়া,সিরাজগঞ্জ

01/01/2025

দেশের সকল গরু পাগলা-পাগলি,কৃষক কৃষাণী ও খামারি ভাই বোনদের জানাই ২০২৫ সালের প্রথম সকালের শুভেচ্ছা।

25/12/2024

সংগৃহিত ★অতিরিক্ত ক্যালসিয়াম ব্যবহারের কুফলঃ
..ক্যালসিয়ামের সবচেয়ে বেশী ব্যবহার হয় দুধ উৎপাদনে এছাড়া হাড় উৎপাদন ছাড়া সামান্য ব্যবহার হয়।
ক্যালসিয়ামের অভাব জনিত " মিল্ক ফিভার " রোগটি দেখা যায় শুধুমাত্র বাচ্চা দেবার সামান্য পুর্বে অথবা সামান্য পরে।

মিল্ক ফিভার হলে গরু কিছুই খায়না,এছাড়া কিছু লক্ষন আছে যাহা আমরা জানি,শরীর খাবার থেকে যে ক্যালসিয়াম সিনথেসিস করে তা শরীরে শোষনের জন্য ভিটামিন- ডি প্রয়োজন,এই জন্য সার্বক্ষনিক ছায়াযুক্ত স্হানে অবস্হান কারী গাভীতে খুব বেশী মিল্ক ফেবার দেখা যায়।(এজন্য গাভীকে বা গবাদিপশু কে বাহিরের রোদে একটু হাটানো গেলে এই সম্যসা একটু কম হবে)

অবশ্য কখনও কখনো অল্প দুধের দেশী গরুর যার অনেকগুলো বাচ্চা হয়ছে তারো মিল্ক ফেবার দেখা যায়।

লেখার উদ্দেশ্য ইদানিং গাভীর দুধ বাড়ানোর জন্য খামারী ভাইয়েরা লিকুইড ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমানে খাওয়ায় সব গাভীর সমস্যা না হলেও আপনি খামারে যেয়ে দাড়ানো অবস্হায় গাভী দেখলে বলতে পারবেন কোন গাভীকে মুখে ক্যালসিয়াম খাওয়ানো হয়।
তাদের পিঠ ধনুকের মত বাকা হয়,এবং মাংস পেশী কোন কোন গাভীর এত শক্ত হয় যে ২ ইন্চির বেশী পা বাড়াতে পারেনা,

কারনঃ থিওরিটিক্যাল যেমন রক্তে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অনুপাত ১২ঃ৬ এবং ক্যালসিয়াম ও ফসফরাস এর অনুপাত ২ঃ১। যেহেতু ক্যালসিয়াম বেশী খাওয়ানো হয়ছে,তাই অতিরিক্ত ক্যালসিয়াম পেশী ম্যাগনেসিয়াম টেনে নিয়ে ব্লাডে কনজুগেশন করেছে ফলে মাংসপেশীতে ম্যাগনেসিয়াম ঘাটতি হয়ে হাইপোম্যাগনেসেমিক টিটেনি করেছে ফলে পায়ের মাংস পেশী শক্ত হয়ে গাভী হাটতে পারছেনা।

গর্ভবতী গাভীকে যখন লিকুইড ক্যালসিয়াম খাওয়ালে তার মাংশ পেশী ফুসফুস শক্ত হয় ফলে গাভীর উঠতে কষ্ট হয়,গ্রাম্য চিকিৎসক রা তখন ঘাটতি মনে করে আরো ক্যালসিয়াম ইনজেকশন করে ফলে উঠাতো দুরে থাক গাভী শক্ত হয়ে যাওয়ায় এক পাশে কাত হয়ে পড়ে যায় একেই বলে হাইপারক্যালসেমিয়া। প্রায়ই এধরনের ঘটনা ঘটে থাকে। ধন্যবাদ Sk Md Robiul Alam Firoz sir কে। তথ্য দিয়ে সাহায্য করার জন্য।

তাই আমি মনে করি যখন তখন মনে ধরলেই গাভীতে ক্যালসিয়াম প্রয়োগ না করাই উওম। আর ব্লাড টেস্ট করে ক্যালসিয়াম করা সর্বোত্তম।
আমাকে ফলো করতে পারেন

22/12/2024

গার্মেন্টস এর চাকরি ছেরে বর্তমান হাঁসের খামার করে অভাবনীয় সফলতার দেখা পেয়েছেন চলনবিলের এই আংকেল।

#ফার্ম #কৃষি #হাঁসের_খামার #খামার_ও_খামারি


খামার ও খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম,যাহারা নতুন খামারি হতে চাচ্ছেন বা যাহারা এ গ্রেড হাঁস ও মুরগীর বাচ্চা খুজতেছেন তাহারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারীজ লি: থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। তাহারা বিগত কয়েক বছর ধরে বিসস্থতার সহিত ব্যাবসা করে আসতেছেন। যোগাযোগ:-01781-669266, 01758-964605 অথবা 01989-199008
ঠিকানা: এম পি রোড,চালা,উল্লাপাড়া,সিরাজগঞ্জ

17/12/2024

৮০০ হাঁসের খামার থেকে দৈনিক লাভ ৩ হাজার টাকা সব খরচ বাদে,দেখুন সফলতা কাকে বলে।

খামার ও খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম,যাহারা নতুন খামারি হতে চাচ্ছেন বা যাহারা এ গ্রেড হাঁস ও মুরগীর বাচ্চা খুজতেছেন তাহারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারীজ লি: থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। তাহারা বিগত কয়েক বছর ধরে বিসস্থতার সহিত ব্যাবসা করে আসতেছেন। যোগাযোগ:-01781-669266, 01758-964605 অথবা 01989-199008
ঠিকানা: এম পি রোড,চালা,উল্লাপাড়া,সিরাজগঞ্জ

04/12/2024

ভাল বেতনের চাকরি ছেরে গরু ও মুরগি পালন করে সফল খামারি। শুনুন তার সফলতার গল্প।

27/11/2024

কোয়েল পাখির হ্যাচারি করে অভাবনীয় সফলতার দেখা পেয়েছেন কলেজ ছাত্র রাকিব।শুনুন সফলতার গল্প।

আপনার অনেক টাকা আছে ভাবতেছেন খামার করবেন  সাবধান।খামার করার আগে ভালোভাবে ভেবে চিন্তে নিননতুন খামারী‌দের জন্য কিছু তথ্য প...
18/11/2024

আপনার অনেক টাকা আছে ভাবতেছেন খামার করবেন সাবধান।
খামার করার আগে ভালোভাবে ভেবে চিন্তে নিন
নতুন খামারী‌দের জন্য কিছু তথ্য পরামর্শঃ
-----------------------------------------
*খামার করার পূ‌র্বে আপনার কা‌ছের কোন ফা‌র্মে ৩মাস যাতায়াত রাখুন অনেক কিছু শিখ‌তে পার‌বেন বি‌শেষ ক‌রে ছোট খাট রো‌গের চি‌কিৎসা, কোন ধর‌নের গরু কিন‌লে লাভবান হ‌তে পার‌বেন,‌কোথা‌থে‌কে পাইকা‌রি খাবার সংগ্রহ কর‌বেন।

*অ‌ন্যের দে‌খে লো‌ভের ব‌সে খামার কর‌বেন না। কারন খামার ক‌রে ১০% লোক লাভ কর‌তে পা‌রে কারন তারা জা‌নে কিভা‌বে খামার করে ভাল করা যা‌বে।

*আপনার পু‌জি কম ২ টা দি‌য়ে শুরু করুন। বে‌শি টাকা থাক‌লেই যে ভাল কর‌তে পার‌বেন ভুল ধারনা, কিভা‌বে গরু সুস্হ রে‌খে খামা‌রের খরচ ক‌মি‌য়ে লাভ কর‌তে হ‌বে এই ও‌য়ে য‌দি না জা‌নেন দেক‌বেন আপনার ৫০ লাখ টাকা লছ হ‌তে খুব বে‌শি সময় লাগ‌বে না।

* গা‌ভীর খামার কর‌লে সকাল-‌বিকাল ক্লিন রাখ‌বেন, বি‌শেষ ক‌রে সপ্তা‌হে ৩বার জীবানু নাশক দ্বারা A to Z প‌রিস্কার কর‌বেন। প‌রিস্কার খরচ বাড়‌লে সমস্যা নাই কিন্তুু আপনার খামা‌রের কোন গরু য‌দি জীবানু বা‌হিত রোগ দ্বারা আক্রান্ত হয় বার বার চি‌কিৎসক ডাকা খরচ আরো ৩\৪ গুন বে‌ড়ে যা‌বে। তাই বে‌শি বে‌শি প‌রিস্কার রাখুন গরু সুস্হ থাক‌লে খামা‌রের চি‌কিৎসা খরচ কম হ‌বে।

*গাভী‌কে খাবার মিশ্র‌নের সা‌থে প্র‌য়োজনীয় ভিটা‌মিন নিয়‌মিত সরবরাহ করুন। একটা সু‌তির কাপ‌ড়ে গোবর নি‌য়ে পা‌নি দি‌য়ে দেখুন কিছু দানাদার খাবার গরু হজম কর‌তে পা‌রে না, বি‌শেষ ক‌রে ভুট্টা প‌রিমা‌নে ক‌মি‌য়ে দেন না হ‌লে দেখ‌বেন আপনার গরুর স্বাস্হ্য ভাল থাক‌বে না , দু‌ধের প‌রিমান কম হ‌বে নিয়ুমত চল‌তে থাক‌লে বদহজম দেখা দি‌বে। গাভী সময় মত হি‌টে আস‌বে না। তাই ৭ দিন পর পর গোবর প‌রিক্ষা করুন ।

*খামা‌রে কোন গরু য‌দি ঠিক মত খাওয়া দাওনা না ক‌রে সা‌থে সা‌থে তাপমাএা মাপুন, দ্রুত পরামর্শ নি‌য়ে চি‌কিৎসা দিন।

*আপ‌নি ভাব‌ছেন ২০\৩০ লিটার এর গাভী কি‌নে খামার শুরু কর‌বেন, দেখ‌বেন গরু গু‌লো আপন‌ার খামা‌রে আনার পর ১০\১২ লিটার দুধ হয় কারন আপ‌নি xpart না। অ‌নেক ভাল খামারী আছে ১০\১২ লিটার এর গরু তার খামা‌রে আনার পর ১৫ \১৬ লিটার দুধ হয়।

* খামা‌রে কোন বা‌হি‌রের লোক, মুরুগি, ছাগল প্র‌বেশ কর‌তে দি‌বেন না। বড় ধর‌নের ক্ষ‌তির সম্ভাবনা থা‌কে, এমন হ‌তে পা‌রে গরুর গলার দ‌ড়ি নি‌জের গলায় পড়া লাগ‌তে পা‌রে।

‌লেখা‌টি শুধু মাএ নতুন দের জন্য।-----------------------------------------
*খামার করার পূ‌র্বে অাপনার কা‌ছের কোন ফা‌র্মে ৩মাস যাতায়াত রাখুন অনেক কিছু শিখ‌তে পার‌বেন বি‌শেষ ক‌রে ছোট খাট রো‌গের চি‌কিৎসা, কোন ধর‌নের গরু কিন‌লে লাভবান হ‌তে পার‌বেন,‌কোথা‌থে‌কে পাইকা‌রি খাবার সংগ্রহ কর‌বেন।

*অ‌ন্যের দে‌খে লো‌ভের ব‌সে খামার কর‌বেন না। কারন খামার ক‌রে ১০% লোক লাভ কর‌তে পা‌রে কারন তারা জা‌নে কিভা‌বে খামার করে ভাল করা যা‌বে।

*আপনার পু‌জি কম ২ টা দি‌য়ে শুরু করুন। বে‌শি টাকা থাক‌লেই যে ভাল কর‌তে পার‌বেন ভুল ধারনা, কিভা‌বে গরু সুস্হ রে‌খে খামা‌রের খরচ ক‌মি‌য়ে লাভ কর‌তে হ‌বে এই ও‌য়ে য‌দি না জা‌নেন দেক‌বেন অাপনার ৫০ লাখ টাকা লছ হ‌তে খুব বে‌শি সময় লাগ‌বে না।

* গা‌ভীর খামার কর‌লে সকাল-‌বিকাল ক্লিন রাখ‌বেন, বি‌শেষ ক‌রে সপ্তা‌হে ৩বার জীবানু নাশক দ্বারা A to Z প‌রিস্কার কর‌বেন। প‌রিস্কার খরচ বাড়‌লে সমস্যা নাই কিন্তুু আপনার খামা‌রের কোন গরু য‌দি জীবানু বা‌হিত রোগ দ্বারা অক্রান্ত হয় বার বার চি‌কিৎসক ডাকা খরচ অা‌রো ৩\৪ গুন বে‌ড়ে যা‌বে। তাই বে‌শি বে‌শি প‌রিস্কার রাখুন গরু সুস্হ থাক‌লে খামা‌রের চি‌কিৎসা খরচ কম হ‌বে।

*গাভী‌কে খাবার মিশ্র‌নের সা‌থে প্র‌য়োজনীয় ভিটা‌মিন নিয়‌মিত সরবরাহ করুন। একটা সু‌তির কাপ‌ড়ে গোবর নি‌য়ে পা‌নি দি‌য়ে দেখুন কিছু দানাদার খাবার গরু হজম কর‌তে পা‌রে না, বি‌শেষ ক‌রে ভুট্টা প‌রিমা‌নে ক‌মি‌য়ে দেন না হ‌লে দেখ‌বেন আপনার গরুর স্বাস্হ্য ভাল থাক‌বে না , দু‌ধের প‌রিমান কম হ‌বে নিয়ুমত চল‌তে থাক‌লে বদহজম দেখা দি‌বে। গাভী সময় মত হি‌টে আস‌বে না। তাই ৭ দিন পর পর গোবর প‌রিক্ষা করুন ।

*খামা‌রে কোন গরু য‌দি ঠিক মত খাওয়া দাওনা না ক‌রে সা‌থে সা‌থে তাপমাএা মাপুন, দ্রুত পরামর্শ নি‌য়ে চি‌কিৎসা দিন।

*আপ‌নি ভাব‌ছেন ২০\৩০ লিটার এর গাভী কি‌নে খামার শুরু কর‌বেন, দেখ‌বেন গরু গু‌লো আপন‌ার খামা‌রে আনার পর ১০\১২ লিটার দুধ হয় কারন আপ‌নি অভিজ্ঞ না। অ‌নেক ভাল খামারী আছে ১০\১২ লিটার এর গরু তার খামা‌রে আনার পর ১৫ \১৬ লিটার দুধ হয়।

* খামা‌রে কোন বা‌হি‌রের লোক, মুরুগি, ছাগল প্র‌বেশ কর‌তে দি‌বেন না। বড় ধর‌নের ক্ষ‌তির সম্ভাবনা থা‌কে, এমন হ‌তে পা‌রে গরুর গলার দ‌ড়ি নি‌জের গলায় পড়া লাগ‌তে পা‌রে।

‌লেখা‌টি শুধু মাএ নতুন দের জন্য। দীর্ঘ লেখার মাঝে যদি কোন ভুল ত্রুটি হয় মার্জিত ভাষায় সংশোধন করে দিবেন।

যদি আপনার এই লেখাটি পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

Address

Dhaka

Telephone

+8801872548387

Website

Alerts

Be the first to know and let us send you an email when খামার ও খামারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খামার ও খামারি:

Share