NILOY

NILOY Travel | Videography | Photography "Hi, I'm Sefazul Nayem Niloy, a travel filmmaker, travel enthusiast, and nature lover.

Through my lens, I capture the beauty of this world and share it with you through virtual tours that will give you chill vibes. While I may not be an experienced vlogger, I am passionate about sharing my travel experiences with all of you. From travel guides to vlogs and tour information, you can find it all on my YouTube channel. So, if you're looking for a travel escape or inspiration for your n

ext adventure, feel free to subscribe to my channel. I appreciate your support and love, and I look forward to sharing my travel adventures with you." You can also follow me on Instagram :
Contact : [email protected]

সম্প্রতি, বাংলাদেশে বন্যার প্রভাবে অনেক মানুষ কষ্টে আছেন। এ অবস্থায় কিছু মানুষ ত্রাণ সহায়তা পাঠাতে গিয়ে বিশেষ কিছু কার্য...
27/08/2024

সম্প্রতি, বাংলাদেশে বন্যার প্রভাবে অনেক মানুষ কষ্টে আছেন। এ অবস্থায় কিছু মানুষ ত্রাণ সহায়তা পাঠাতে গিয়ে বিশেষ কিছু কার্যক্রম শুরু করেছে যা সত্যিকার অর্থে বন্যার ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে না, বরং তাদের অসুবিধে আরও বাড়াচ্ছে। একটি উদাহরণ দেই, ৫০ হাজার টাকা সংগ্রহ করে একটি গাড়ি ভাড়া করে ৬ জনের একটি দল বন্যা-অভিযানে গিয়ে ৩০ হাজার টাকা ভাড়া খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা প্রদান করে। এই ধরনের উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য যদিও সাহায্য করা, কিন্তু বাস্তবতা হলো যে এতে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, সেই পরিমাণ টাকা যদি সরাসরি ট্রাস্টেড সাহায্যকারীদের কাছে পৌঁছানো হতো, তবে তা অনেক বেশি কার্যকরী হতো। তাই, চলুন দেখা যাক কিভাবে আমরা সঠিকভাবে সাহায্য করতে পারি।

১। সঠিক জায়গায় সাহায্য পাঠানোঃ

বাংলাদেশে বহু স্বনামধন্য ট্রাস্ট ও এনজিও রয়েছে যারা বন্যার সাহায্য কার্যক্রম পরিচালনা করছে। তাদের কাছে সরাসরি সাহায্য পাঠানো অধিক কার্যকরী ও নিরাপদ। এই ট্রাস্ট ও এনজিওগুলি স্থানীয়ভাবে কাজ করে এবং তাদের অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে কার্যকরীভাবে ত্রাণ বিতরণ করে।

২। আর্থিক সহায়তার সরাসরি ব্যবহারের গুরুত্বঃ

আপনি যদি টাকা সংগ্রহ করেন, সেটা সরাসরি ট্রাস্টেড ফান্ড বা প্রতিষ্ঠানে দিন। আপনার দেওয়া টাকা যদি সংস্থার কার্যক্রমে যোগ করা হয়, তাহলে একটি পরিবারের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহায়তা প্রদান করা সম্ভব হবে।

৩। ব্যক্তিগত ভ্রমণ বাদ দিনঃ

বন্যা-প্রবণ এলাকায় ভ্রমণ করার কারণে স্থানীয় পরিস্থিতি আরও জটিল হতে পারে। যেমন, কোনো উদ্ধারকারী দলের আসা-যাওয়া এবং থাকা-খাওয়ার খরচ ওই এলাকার মূল ত্রাণ তহবিল থেকে কমিয়ে দেয়। যদি আপনি সত্যিই সাহায্য করতে চান, তাহলে ব্যক্তিগতভাবে ভ্রমণ করা বাদ দিন এবং আপনার সংগ্রহকৃত অর্থটি সরাসরি ত্রাণ কাজে ব্যবহার করুন।

৪। স্থানীয় উদ্যোগে সাহায্য করুনঃ

যারা ইতিমধ্যে বন্যা-অভিযানে আছেন এবং সাহায্য করে যাচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার অর্থ তাদের কার্যক্রমে যোগ করা হলে তা দ্রুত ও কার্যকরভাবে ব্যবহার করা হবে।

৫। সচেতনতা বাড়ানোঃ

আপনার বন্ধু, পরিবার, এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করুন। জনগণকে জানান যে সাহায্যের সঠিক পথ কী এবং অপ্রয়োজনীয় বন্যা ট্যুর বন্ধ করার গুরুত্ব কতটা।

বন্যার বিপর্যয় মোকাবেলায় সহায়তা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অসহায়দের সহায়তা প্রদান। তাই, আপনার সাহায্য যদি সরাসরি ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হয়, তবেই তা সবচেয়ে কার্যকরী হবে। ব্যক্তিগত ভ্রমণের মাধ্যমে সাহায্যের পরিবর্তে, সরাসরি ট্রাস্টেড ফান্ডে টাকা প্রদান করুন এবং সেই অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে তা নিশ্চিত করুন। এটি নিশ্চিত করবে যে আপনার সাহায্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে এবং প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।



Good Morning 🌞 Have a good day🫰
02/03/2023

Good Morning 🌞 Have a good day🫰

📍Sada Pathor
16/12/2022

📍Sada Pathor

📍Victoria Memorial Park
29/08/2022

📍Victoria Memorial Park

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NILOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NILOY:

Share

Category