26/08/2024
সাকিব ফ্যাসিবাদের দোসর, গণতন্ত্র হত্যাকারীদের দোসর, গণহত্যা, বিচারবহির্ভুত হত্যা, গুম, ধর্ষণ এবং লুটপাটকারীদের দোসর।
যারা আন্দোলনে ওপেন ফায়ার করেছে, দেশের জনগণের ভোটার অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা আয়নাঘর সৃষ্টি করেছে, যারা সামরিক বাহিনী ব্যবহার করে বিচারবহির্ভুত হত্যাকান্ড চালিয়েছে সাকিব তাদের দলে কন্ট্রিবিউট করেছে।
তাদের দলে যোগ দিয়ে তাদের জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। ১ বছরের রাজনৌতিক ক্যারিয়ারে সাকিব অবশ্যই দলের সেরা ২০ জন আলোচিত এবং গ্রহণযোগ্য নেতার মধ্যে ছিল, সেই হিসেবে জুলাই আগস্টের ৮০০+ হত্যার মধ্যে সাকিবের দায় কতটা? অন্তত ২০ জন মানুষের হত্যার দায় তো সাকিবের উপর পরে, মাশরাফির উপর ও সেম।
তার উপর সাকিব বা মাশরাফির ফ্যামিলি আন্দোলনের মধ্যে যেভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেছেন, এই মানুষগুলোর মৃত্যতে তাদের কিছু যায় আসে না তা স্পষ্ট বোঝা গেছে।
আপনারা বিশ্ব সেরা খেলোয়াড়, কিন্তু খারাপ মানুষ, খারাপ রাজনীতিবিদ। আদালতে মানুষ এবং রাজনীতিবিদ সাকিব ও মাশরাফির বিচার হবে, হতেই হবে। তাদের খেলোয়াড়ি অর্জন দিয়ে অন্যায় ঢাকা যাবে নাহ।
তারা ভালো খেলে কোনো মানুষের জীবন ফিরিয়ে আনতে পারে নি, তারা ভালো খেলে মানুষের ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসা কাজে লাগিয়ে এমন দুর্গন্ধযুক্ত রাজনীতিতে জড়িয়েছে যেই রাজনীতি মানুষের জীবন কেড়েছে।
তাদের এই খেলোয়াড়ি জীবনকেও ধিক, শত ধিক।
তার এই ৭০০ উইকেট আমার একজন ভাইয়ের জীবন ফিরিয়ে এনে দিতে পারবে নাহ, এই উইকেট, এই খেলোয়াড়ি ক্যারিয়ার, এই অর্জন এর কোনো দাম নেই আমার কাছে। শুধু আছে লজ্জা এবং ঘৃণা।