সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications

  • Home
  • সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications

সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications, Publisher, .

শাহবাগের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ❝হায়দার❞।কথাসাহিত্যিক Tanvir Rahman Tushar বুদ্ধিদীপ্তভাবে শাহবাগের ন্যারাটিভ মোকাবিলা...
05/08/2025

শাহবাগের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ❝হায়দার❞।কথাসাহিত্যিক Tanvir Rahman Tushar বুদ্ধিদীপ্তভাবে শাহবাগের ন্যারাটিভ মোকাবিলা করেছেন।মুসলিম জাতীয়তাবাদ সৃষ্টির পর ভাঙন থেকে শুরু করে ইতিহাসের অন্ধকার ঢেকে পড়া বিহারী হত্যাকান্ড সুচারুতার সহিত কলমে সাজিয়েছেন।ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে মুসলমানের শত্রুতা তিনি খুব বলিষ্ঠভাবে উচ্চারণ করেছেন।বইটি না পড়লে আপনি আসলেই মিস করবেন।আর বইটি পড়ার পর ইতিহাসের এক নতুন গলিতে প্রবেশ করবেন।

৩৬ জুলাই উপলক্ষে আমরা বইটা ৫০% ডিসকাউন্টে ২২০/ টাকায় দিচ্ছি। আর লেখক বিশেষ ভাবে অনুরোধ করে,আর একটা স্পেশাল ছাড় দেওয়ার ব্যবস্থা করেছে।
লিখে অর্ডার করলে আরো ৭০ টাকা ডিসকাউন্ট। অফার চলবে ১০ আগষ্ট পর্যন্ত। বইটি সংগ্রহ করতে কমেন্ট অথবা ইনবক্সে মেসেজ দিন।

30/03/2025

ঈদ মোবারক ❤️!
সিলমুন পাবলিকেশনস দশজনকে বইসেলামী দিবে।শেয়ার করুন আর কমেন্ট করুন।

আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর উপর ভরসা করে,আমাদের প্রথম উপন্যাস "হায়দার" এর প্রি অর্ডার ঘোষণা করেছি।এই উপন্যাসটা রাজনৈত...
01/02/2025

আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর উপর ভরসা করে,আমাদের প্রথম উপন্যাস "হায়দার" এর প্রি অর্ডার ঘোষণা করেছি।
এই উপন্যাসটা রাজনৈতিক ও ঐতিহাসিক সত্তার মেলবন্ধন।
ভারতীয় আধিপত্যের আগ্রাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর।আশা করি আপনারা আমার এই জার্নিতে শরিক হবেন ইনশাআল্লাহ। বইটা ১৫ ফেব্রুয়ারীর দিকে পাবলিশ হবে ইনশাআল্লাহ।

প্রি-অর্ডার মূল্য-৩০০/+কুরিয়ার চার্জ(৪০)
প্রথম পঞ্চাশ জন প্রি অর্ডারকারীর মধ্যে ২০ জন পাবেন,হৃদয়ে কুদস বইটা একদম ফ্রী।
প্রিঅর্ডার মেথড-পেইজের মেসেন্জারে /হোয়াটস এপে নক দিলেই হবে।
01683342346 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার।
পেমেন্ট মেথড -
বিকাশ/নগদ/রকেট-01683342346.
যে তথ্যগুলো দরকার-
১.নাম
২.নাম্বার
৩.কুরিয়ার ঠিকানা।
তাহলে আর দেরী কিসের।শুরু করুন প্রিঅর্ডার।

বইয়ের নাম:হায়দারলেখক: তানভীর রহমান জনরা:ঐতিহাসিক উপন্যাসপ্রকাশনী:সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications প্রচ্ছদ :এইচ আ...
15/10/2024

বইয়ের নাম:হায়দার
লেখক: তানভীর রহমান
জনরা:ঐতিহাসিক উপন্যাস

প্রকাশনী:সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications
প্রচ্ছদ :এইচ আমীম
প্রকাশতব্য সময়:২০২৫ বইমেলা

আমাদের দ্বিতীয় বই "হায়দার "।এটি একটি রাজনৈতিক উপন্যাস।দেখুন কোন প্রচ্ছদটা সিলেক্ট করবো!?মতামত দিন...
17/08/2024

আমাদের দ্বিতীয় বই "হায়দার "।
এটি একটি রাজনৈতিক উপন্যাস।দেখুন কোন প্রচ্ছদটা সিলেক্ট করবো!?
মতামত দিন...

24/06/2024

-আমাদের তরুন সমাজ
মানুষের সভাব জাত প্রক্রিয়া হচ্ছে ঝামেলা মুক্ত, অভাব মুক্ত ও অমুখাপেক্ষী ভাবে জীবন যাপন করা, কিন্তু এটা যে কখনো সম্ভব নয় সেটা মানুষ জানে তাও এ-ই রকম একটা জীবন সবাই পেতে চায়। সবাই চায় তারা কোনো প্রকারের ঝামেলা ছাড়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে।

কিন্তু ঝামেলা মানব সমাজের নিত্য সঙ্গী, এমন কোনো মানুষ নাই যাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। বেচে থাকার তাগিদেই মানুষকে নানা ঝামেলার মুখোমুখি হতে হয়। এ-র সমস্যা থেকে নিস্তারের জন্য মানুষকে সাহায্য নিতে হয়। সাহায্যটা হতে পারে আর্থিক, মানসিক ইত্যাদি ইত্যাদি।
তরুন সমাজ তাদের জীবনের উষা লগ্নে অনেক ধরনের সমস্যায় পতীত হয়। যা তাদের পরিবারের সাথে সচরাচর শেয়ার করে না বা করতে চায় না। বাঙালি পরিবারও তাদের সন্তানদের ঐ সময় কার সমস্যা গুলো বুঝতে চায় না। ফলে তরুন সমাজ তাদের সমস্যার সামাধানের জন্য বিভিন্ন মোটিভেশান স্পীকারের ধারস্ত হয়। কিভাবে জীবন সমস্যার সামাধান পাবে, কিভাবে তাদের মনের সুপ্ত খায়েশাত পুরন করতে পারবে এ-ই সব বিষয় গুলো নিয়েই মুলত তরুন সমাজ বেশি এক্সাইটেড থাকে এবং এ-ই বিষয় গুলোর সহজ সামাধান খুজে। এ-ই সুজোগ কে কাজে লাগিয়ে মোটিভেশনাল স্পীকার গুলো খুলে বসেছে জ্ঞ্যান বিতরণ ব্যবসা। তারা জীবনে উন্নতি, পড়া লেখায় ভালো করা থেকে শুরু করে আরো অনেক আকর্ষণীয় বিষয় গুলোকে রসকস মিশিয়ে উপস্থাপন করতো, ছাত্র জনতাও সেগুলো গোগ্রাসে গিলে।

কচি হৃদয় গুলোতে তথা কথিত বড় ভাইয়া বা মোটিভেশোনাল স্পীকাররা এমন কিছু স্বপ্ন অনুপ্রবেশ করিয়ে দেয় যা তরুনদের মোটিভেট করা তো দুরে থাক বরং ডিমোটিবভেট করে দেয়। সিক্স ডিজিট বেতনের চাকরি না করলে জীবন বৃথা, আমি এ-ই করেছি সেই করেছি, আমি পারলে তুমি পারবে না কেনো?? যত সব ফালতু কথা বার্তা বলে তাও টাকার বিনিময়ে। এক প্রকারের মোটিভেশন ব্যাবসা। এভাবে তারা বিশাল ফেসভ্যালু তৈরি করে হাজার হাজার ফ্যান বানায়। যারা তাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে। এই ফ্যান দের কে ঢাল হিসেবে ব্যাবহার করে তাদের আসল উদ্দ্যেশ্য কে সামনে নিয়ে আসে ধীরে ধীরে জাহালাত প্রচার করতে থাকে সমাজে ও তাদের ফ্যান দের কাছে।
তাদের অনুসারীরা তাদের আসল উদ্দ্যেশ্যে বুঝতে পারে না তাই তারা তাদের কে সাপোর্ট দিয়ে যায়, এ-র ফলে সমাজে জাহালাত সহজেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এক প্রকার নিরব বিপ্লব। আল্লাহ আমাদের হেফাজত করুন।

জাহিলিয়াত যারা ছড়ায় তাদের সব দিক থেকে কেমন জানি একটা আলাদা ব্যাকআপ থাকে তারা পার পেয়ে যায়,কিন্তু তারা যে জাহিলিয়াত এ-র বীজ বুনে সেগুলো চর্চা হতে থাকে, এ-ই মোটিভেশনাল স্পীকার দের মধ্যে কেউ কেউ আবার ধর্ম কর্মও করে এবং ধর্মীয় বিষয় গুলো নিয়ে মন্তব্যও করে, যার ফলে তাদের জাহালাত সবাই ধরতে পারে না।

আমাদের অবস্থা এত শোচনীয় যে আমরা সত্য-মিথ্যা, হক-বাতিল, ভালো-মন্দ আলাদা করতে পারিনা এ-র ফলে জাহিলিয়াত আমাদেরকে জাপ্টিয়ে ধরে। তথা কথিত বড় ভাইদের আমরা আইডল মানি।

নিস্তারের উপায় কি?? আমরা কি কখনো ভেবে দেখেছি? এ-ই ধারা কি অব্যাহত চলতে থাকবে? আমাদের কি কিছুই করার নাই??

আছে কিন্তু আমরা যারা তুলনামূলক ধর্মচর্চা করি তারা এ-ই মোটিভেশনাল স্পীকার দের বিকল্প আরো একজন কে নিয়ে আসতে পারি নাই। এককথায় জাহিলিয়াতের সম্মুখে আমরা এন্টিজাহিলিয়াত মুভমেন্ট করতে পারি নাই, কারণ আমরা নিজেদের নিয়েই ব্যাস্ত থাকি। হাহ ।

✍আব্দুল্লাহ আল মাহমুদ

09/03/2024

❤️❤️

বিশেষ ঘোষণা। মেলা চলছে দুই মার্চ পর্যন্ত। আমরা থাকছি ১২৮ নং স্টল,আলোর ভুবনে।আপনাদের অপেক্ষায়
01/03/2024

বিশেষ ঘোষণা।
মেলা চলছে দুই মার্চ পর্যন্ত। আমরা থাকছি ১২৮ নং স্টল,আলোর ভুবনে।আপনাদের অপেক্ষায়

বিপ্লবী হৃদয়ের তেজী ঘোড়ায় সাওয়ার হয়ে,পৃথিবীর বুকে নেমে এসেছিলো এক মুজাহিদচোখে রাঙা ভোরের স্বপ্ন মুক্তোর মতো ধবল প্রাণহৃদ...
27/02/2024

বিপ্লবী হৃদয়ের তেজী ঘোড়ায় সাওয়ার হয়ে,
পৃথিবীর বুকে নেমে এসেছিলো এক মুজাহিদ

চোখে রাঙা ভোরের স্বপ্ন
মুক্তোর মতো ধবল প্রাণ
হৃদয়ে সুর গাথে
শুধুই ইসলামের সম্মান।

আত্মশক্তিতে বলীয়ান হয়ে
দৃঢ়চেতা হয়ে বাতিলের মসনদ কাপিয়েছিলো
ঈমানের বলে জিহাদের পাঠশালায়
গড়ে তুলেছিলো আগামীর মুসলিম প্রকল্প।

স্বপ্ন যদি দেখি,
সাহসের কথা যদি বলি
একটা চেহারাই শুধু ভেসে উঠে
চোখ ছলছল, হৃদয়ের আয়নায়
যুগের মুজতাহিদ তোমায় স্মরণ করি।

শব্দে হয়তো গাঁথতে পারবো না,
তোমার মতো দৃঢ়চেতা হয়তো হয়ে উঠা হবে না।
তবুও যৌবনের গানে,
তোমার স্বপ্নের বসন্তের একটা ফুল হয়ে
সুরভিত সুবাস বিলাতে হয়তো পারবো।

হে যুগের মুজতাহিদ
নাজিমুদ্দিন এরবাকান
তোমার ঘুমন্ত দেহের চারপাশ
সবুজে ভরে উঠুক।
পাখির কলকাকলিতে যখন জাগবে তুমি
তোমারই পাশে দেখবে তুমি ফিরদাউসের শত উদ্যান।

27/02/2024

হৃদয়ে কুদস অনলাইনে ঘরে বসে পেতে মেসেজ করুন,আমাদের ইনবক্সে।
অথবা হোয়াটস এ্যাপে।
01683342346

পাঠকপ্রিয়তা পাচ্ছে "হৃদয়ে কুদস"বইটি পাচ্ছেন ১২৮ নং স্টলে আলোর ভুবনে।
18/02/2024

পাঠকপ্রিয়তা পাচ্ছে "হৃদয়ে কুদস"

বইটি পাচ্ছেন ১২৮ নং স্টলে আলোর ভুবনে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলমুন পাবলিকেশন্স - Silmun Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share