Shapnochura- স্বপ্ন চূড়া

Shapnochura- স্বপ্ন চূড়া খুলনা বিভাগের ঐতিহ্যবাহী সব পণ্য নিয়ে স্বপ্ন চূড়ার স্বপ্নের যাত্রা।

08/08/2025
07/08/2025

একটা মেয়ে সন্তান পেলেন মানে আপনি জীবনে সুখ কি জিনিস সেটা ফিল করবেন। মায়া মমতা কি জিনিস সেটা ফিল করবেন। মেয়েদের মতো করে বাবা-মাকে কেউ যত্ন করে না।

একটা মেয়ের মা মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো । একটা মেয়ের মা মানেই আপনি আজীবন কোন বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না।

একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী ।কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেতে যাচ্ছেন ।

একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরছে ফিরছে । শৈশবেই সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দিবে , সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমিরাটা একটু গুছিয়ে দিতে ।কৈশরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে ।

ঘুমাও না কেন? খাওনা কেন? এই শাড়ীটা পরো না কেন বলা শুরু করে দিবে । যৌবনে তার পড়াশুনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠেপরে লাগবে ।

আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ -দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্ধু হয়ে শুনবে ।

মেয়েরা মায়ের চোখের জল মুছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে । তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ ।

প্রিয় ক্রেতা আপুর তোলা ছবিতে চুইঝাল। এখানে ১ কেজি চুইঝাল আছে।শেকড়ের অংশ।
06/08/2025

প্রিয় ক্রেতা আপুর তোলা ছবিতে চুইঝাল। এখানে ১ কেজি চুইঝাল আছে।শেকড়ের অংশ।

ঝাল, মিষ্টি  না কি টক??আপনার প্রিয় খাবার কি?
05/08/2025

ঝাল, মিষ্টি না কি টক??
আপনার প্রিয় খাবার কি?

দুপুরের আয়োজনে মজাদার চুইঝাল মাংস থাকলে একদম জমে যাবে।ঐতিহ্যবাহী এই খাবারটি কে কে  খেয়েছেন? স্বাদের  বাহারে চুইঝাল জয় কর...
04/08/2025

দুপুরের আয়োজনে মজাদার চুইঝাল মাংস থাকলে একদম জমে যাবে।ঐতিহ্যবাহী এই খাবারটি কে কে খেয়েছেন? স্বাদের বাহারে চুইঝাল জয় করে নিয়েছে ভোজনসিকদের মন।

সারাদেশ বিভিন্ন জায়গায় পৌছে যাচ্ছে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল। দেশী চুইঝাল একদম ফ্রেশ পেতে নক করুন আমাদের পেইজে।

শেকড়ের মোটা অংশের চুঁইঝালের স্বাদ সবচেয়ে বেশি 😋খুলনার বিখ্যাত ও ঐতিহ্যবাহী চুঁইঝাল, আপনার রান্নায় আনে স্বাদের এক ভিন্নমা...
04/08/2025

শেকড়ের মোটা অংশের চুঁইঝালের স্বাদ সবচেয়ে বেশি 😋
খুলনার বিখ্যাত ও ঐতিহ্যবাহী চুঁইঝাল, আপনার রান্নায় আনে স্বাদের এক ভিন্নমাত্রা ❤️

চুইঝালের সাথে ঝাল ঝাল শুভ সকাল।
02/08/2025

চুইঝালের সাথে ঝাল ঝাল শুভ সকাল।

21/07/2025

বাচ্চারা দুষ্টামি করবে, বই ছিঁড়বে, লাফাবে, ঘর উল্টে দেবে… এটাই তো তাদের শিখবার, আবিষ্কার করার সময়!!

এটাকে আসলে দুষ্টামি বলেনা,এগুলোই বাচ্চাদের কাজ।তারা এভাবেই শিখে!!কিন্তু আমরা বড়রা এটার নাম দিয়েছি দুষ্টামি! 😔
আমরা হয়তো ক্লান্ত হই, বিরক্ত হই, রাগও করি কখনও কখনও। কিন্তু একটু থেমে যদি ভাবি, এই দুষ্টামির দিনগুলোই তো একদিন আমাদের সবচেয়ে বেশি মনে পড়বে!!

একদিন সে বড় হবে…
বই ছেঁড়া নয়, পড়া নিয়ে ব্যস্ত থাকবে।
লাফানো নয়, সময়মতো অফিস যাবে।
তখন আমরা হয়তো চাইবো, “ইশ্‌, আরেকবার যদি সেই ছোট্ট দুষ্টু ছেলেটা ঘরের বই ছিঁড়ে দিত!”🥺

দুষ্টামি হোক, বাড়ুক তার কৌতূহল,কারণ এটাই তো ওর বেড়ে ওঠার গল্প। ❤️

যদিও বাচ্চার এসব কাজকর্মে ,মা-বাবা বিরক্ত হন না, তার থেকে অন্যরা বেশি বিরক্ত হন আর বলেন আমাদের বাচ্চারা এগুলো করেনি!!এখনকার বাচ্চারা বেশি দুষ্ট!!

কিন্তু বিষয়টা হচ্ছে,আপনাদের বাচ্চারাও এগুলোই করতো,আপনারা এখন ভুলে গিয়েছেন শুধু!🙏🙏

তাই বলবো,বাচ্চাদেরকে বাচ্চাদের মত বড় হতে দিন,তাদের থেকে মুরুব্বীদের মত আচরণ আশা করবেন না!🙏🙏

দেশী চুইঝাল চেনা যায় স্বাদে, ঘ্রাণে আর ঝাঁঝে।দেশী চুইঝাল পেতে নক করুন আমাদের পেইজে।
21/07/2025

দেশী চুইঝাল চেনা যায় স্বাদে, ঘ্রাণে আর ঝাঁঝে।দেশী চুইঝাল পেতে নক করুন আমাদের পেইজে।

শুভ সকাল। জাতীয় ফল কার কার পছন্দ!
19/07/2025

শুভ সকাল। জাতীয় ফল কার কার পছন্দ!

18/07/2025

গাছের আম নিয়ে মারিয়ামের খুশি মাশাআল্লাহ 🥰

06/07/2025

একজন মা যখন তাঁর পুত্র সন্তানকে মানুষ করেন, তখন তিনি শুধু একটি সন্তানকেই বড় করে তোলেন না। তিনি গড়ে তুলছেন ভবিষ্যতের একজন স্বামী, একজন পিতা এবং একজন নারীর রক্ষককে।

এই সন্তান যেন কখনো কারও চোখের জলের কারণ না হয় — বরং হয় সেই মানুষ, যার জন্য কোনো নারী নিশ্চিন্তে হাসতে পারে, সম্মান বোধ করে, এবং নিজেকে নিরাপদ মনে করে।

তাকে শেখাতে হবে শ্রদ্ধা, সহানুভূতি, দায়িত্ববোধ ও ভালোবাসা। কারণ আজকের এই ছোট্ট ছেলেটিই একদিন কোনো নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে।

এমনভাবে সন্তান মানুষ করতে হবে, যাতে সে একজন নারীর জীবনে ভালোবাসা, ভরসা এবং শক্তির প্রতীক হয়ে উঠতে পারে।

Address

Dhaka

Telephone

+8801783446772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shapnochura- স্বপ্ন চূড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shapnochura- স্বপ্ন চূড়া:

Share