Sakib The Vlogger -

Sakib The Vlogger - “Exploring the world, one adventure at a time. Travel blogger, adventurer, and lover of new places.”

😂
17/08/2024

😂

16/07/2024

তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়❤️

19/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়

কালেক্টেড

Soy-tan during Ramadan 🙂
14/03/2024

Soy-tan during Ramadan 🙂

11/03/2024

রমজানের প্রতিটি মুনাজাতে আপনার ফিলিস্তিন ভাইবোনদের রাখুন সাথে পুরো মুসলিম উম্মাহকেও!

বাংলাদেশ ঘোরাঘুরিতে আপনার স্কোর কতো..?? 🧐20 পেলেই পাশ।দেখে নিতে পারেন নিচের পয়েন্ট  লিস্ট থেকে...!!১. সাজেক - ৩২. ময...
10/03/2024

বাংলাদেশ ঘোরাঘুরিতে আপনার স্কোর কতো..?? 🧐
20 পেলেই পাশ।

দেখে নিতে পারেন নিচের পয়েন্ট লিস্ট থেকে...!!
১. সাজেক - ৩
২. ময়ুঙকপাল -২
৩. রিসাং ঝর্ণা - ১
৪. তারেং- ১
৫. আলুটীলা -১
৬. বিছানাকান্দি - ২
৭. রাতারগুল - ২
৮. জাফলং - ২
৯. লালখাল - ২
১০. উৎমাছড়া -২
১১. সাদাপাথর -২
১২. তুরং ছড়া -২
১৩. মাধবকুন্ডু -২
১৪. মাধবপুর লেক-২
১৫. লাওয়াছড়া - ১
১৬. হাম হাম ঝর্ণা - ৩
১৮. নাপিত্তিছড়া ট্রেইল -২
১৯. খৈয়াছড়া- ২,, খৈয়াছড়া ৮ম স্টেপ -৩,
খৈয়াছড়া ১৩ম সিড়ি -৪
২০. কমলদহ ট্রেইল - ২
২১. সোনাইছড়ি ট্রেইল -৩
২২. সুপ্তধারা, সহস্রধারা - ২
২৩. বাশবাড়িয়া -১
২৪. কুমিরা সি বিচ - ১
২৫. সন্দিপ - ২
২৬. কুয়াকাটা -৩
২৭. নিঝুম দ্বীপ -৩
২৮. চর কুকরি মুকরি - ৩
২৯. মনপুরা - ২
৩০. ভাসমান পেয়ারা বাজার -২
৩১. বিরিসিরি - ২
৩২. বারিক্কা টিলা -১
৩৩. টাংগুয়ার হাওর -৩
৩৪. শিমুল বাগান -২
৩৫. টেকেরঘাট -১
৩৬. নিলাদ্রি লেক -১
৩৭. কাপ্তাই লেক -২
৩৮. দুপ্পানি ঝর্ণা -২
৩৯. গাছকাটা ঝর্ণা-১
৪০. ণকাটা ঝর্ণা -১
৪১. দুমলং -৭
৪২. পতেংগা সি বিচ -২
৪৩. নারিকেল সি বিচ - ২
৪৪. মহেশখালি -২
৪৫. সেইন্ট মার্টিন -৪
৪৬. সোনারগাও - ১
৪৭. মৈনট ঘাট - ১
৪৮. মাওয়া ঘাট -১
৪৯. আড়িয়াল বিল -১
৫০. নীলগিরি -১
৫১. নিলাচল -১
৫৩. মেঘলা -১
৫৪. অমিয়াখুম জলপ্রপাত - ৭
৫৫. আলীকদম গুহা -৩
৫৬. কেওক্রাডং -5
৫৭. জাদিপাই ঝর্ণা - 3
৫৮. চিম্বুক পাহাড় - ২
৫৯. দামতুয়া ঝর্ণা - ৩
৬০. তিনাপ সাইতার - ৪
৬১. নাফাখুম -৩
৬২. নাইক্ষংমুখ -১
৬৩. সাতভাইখুম -১
৬৪. ভেলাখুম -১
৬৫. দেবতাখুম -৩
৬৬. মহামায়া লেক ক্যাম্প - ২
৬৭. গুলিয়াখালি -১
৬৮. ক্রিস তং -৫
৬৯. সাকাহাফং - ১০
৭০. জোতলং - ৮
৭১. যোগী হাফং -৬
৭২. তাজিংডং - ৪
৭৩. ডিম পাহাড় -২
৭৪. তলাবং ঝর্ণা - ২
৭৫. রেমাক্রি - ৩
৭৬. সুন্দরবান - ৪
৭৭. কক্সবাজার -১
৭৮. সোয়াচ অফ নো গ্রাউন্ড -২
৭৯. হরিংঘাট -২
৮০. বগাকাইন হ্রদ -২
৮১. লিলুক ঝর্ণা -৩
৮২. রিজার্ভ ফলস-৩
৮৩. নিকলী হাওর-১
৮৪. ঢিবির হাওর-২
৮৫. কালাপাহাড় -২
৮৬. মারায়ন্তং-২
৮৭. দেবতাপুকুর-২
৮৮. হাজাছরা ঝর্ণা-২
৮৯. লালনের মাজার -৩
৯০. রবীন্দ্র কুঠিবাড়ি-৩
৯১. মন্টু মিয়ার বাগানবাড়ী -২
৯২. ষাট গম্বুজ মসজিদ -২
৯৩. মুজিবনগর- ২

Just wait for the perfect time 😉
09/03/2024

Just wait for the perfect time 😉

07/03/2024

Ramazan Ki Tayyari Karo 🤗♥️
Beautiful Bayan Maulana Tariq Jameel ♥️

29/02/2024

The Cutest vlogger I have ever seen. 🫶❤️

He>>> any vlogger💘

Shirazi Village Vlogs 🔥❤️

Sakib The Vlogger -

20/02/2024

আমার পোস্ট যাদের যাদের নিউজফিডে যায়, তারা দয়া করে Just একটা সালাম দেন! 🖤

Address

Tongibari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sakib The Vlogger - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share