Thoughts and Palettes

Thoughts and Palettes “Where words paint feelings and colors tell stories.”
(1)

পৃথিবীতে প্রতিটা মানুষ তাদের নিজেদের জীবনের গল্প লিখে চলছে….একজনের গল্প নিয়ে আরেকজন কে বিচার করা বা আকাংখা করা যে বড্ড ব...
17/07/2025

পৃথিবীতে প্রতিটা মানুষ তাদের
নিজেদের জীবনের গল্প লিখে চলছে….
একজনের গল্প নিয়ে আরেকজন কে
বিচার করা বা আকাংখা করা যে বড্ড বোকামি এটা আমরা অনেক সময়ই বুঝি
না বা বুঝতে চাই না….
দিনশেষে সবাই কে হিসাব দিতে হবে তাদের কর্মের, সম্পদের, নিয়ামতের কি ব‍্যবহার তারা করেছে।
আর আমরা ভাবি আমাদের এটা কেন নেই, তার সেটা কেন আছে বা সে ডিজার্ভ করে কিনা!

মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের মাথার উপর যদি একটা করে স‍্যান্ডগ্লাস থাকতো.. যেটাতে বালু পড়তে থাকে উপর থেকে নিচের দিকে আর সময় শেষ হতে থাকে….. ⏳
মানুষ যদি দেখতে পেতো তার আয়ু কতটুকু আছে.. তাহলে মানুষ কি করতো !

#এলোমেলোভাবনা

একদিন ফিরে আসবে– হারানো ঘুম, শান্তি, আরাম।কিন্তু আর কখনও ফিরে আসবে না– সন্তানের শৈশব।আর থাকবে না– সকালে তার ময়লা কাঁথা-ক...
11/07/2025

একদিন ফিরে আসবে
– হারানো ঘুম, শান্তি, আরাম।
কিন্তু আর কখনও ফিরে আসবে না
– সন্তানের শৈশব।

আর থাকবে না
– সকালে তার ময়লা কাঁথা-কাপড় ধোয়ার ব্যস্ততা,
– শখ করে খেলনা কেনা,
– দাঁতহীন হাসিতে কামড় দেওয়া,
– চুল টানা,
– আলাদা খাবারের ঝামেলা,
– ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুছানোর কাজ।

আর হবে না
– নতুন খেলনার আবদার,
– হাতে করে তাকে গোসল করানো,
– খালি বুক জড়িয়ে ঘুমানো।

কারণ, সন্তান বড় হয়ে যাবে।

যে যন্ত্রণা ও রক্ত-ঘামের বিনিময়ে তাকে জন্ম দিয়েছিলাম,
– সেই দিনের ব্যথা কেবল স্মৃতি হয়ে থাকবে।
– সেলাই হওয়া শরীর, আর সেই প্রথম আলিঙ্গন… সবটাই অতীত।

কত শত দিন, মাস, বছর কেটে যাবে।
সে একদিন নিজের সংগ্রামে ব্যস্ত হয়ে উঠবে।
আমার কোল ছেড়ে নিজের জীবন গড়বে।

যে মুখটা বুলিও বলতে পারতো না,
– তার সাথে আর ‘মা’ বলে ডাকাডাকি হবে না।
– কথা হবে না আগের মতো।

তখন আমাদের
– তাকে ঘিরে থাকা সব ব্যস্ততাকেই বিদায় জানাতে হবে।
কারণ,
– সে নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে।

শৈশবটা তার মনে থাকবে না হয়তো,
কিন্তু আমাদের স্মৃতিতে সে থাকবে চিরকাল।

Writing © Jahan Israt

09/07/2025

নিজেকে ভালোবাসা মানে, নিজের জন্য একটু রোদ, একটু ছায়া রাখা।

খোলামেলা মনের হাসি খুশি মানুষগুলোর একটা আশ্চর্য ক্ষমতা থাকে-হাসিতে আনন্দ ছড়িয়ে দেবার!কিছু চেহারাকে তাই আমি সূর্যমূখি না...
23/06/2025

খোলামেলা মনের হাসি খুশি
মানুষগুলোর একটা আশ্চর্য ক্ষমতা থাকে-
হাসিতে আনন্দ ছড়িয়ে দেবার!

কিছু চেহারাকে তাই আমি সূর্যমূখি নাম দিয়েছি। 🌻
তাদের সাথে দেখা হলে গোমড়া মুখে কখনও দেখেছি বলে খুব একটা মনে পড়ে না।
এমনকি কখনও কিন্চিৎ দুঃখ চেহারা আঁধার করলেও তাদের চোখে তারায় ঠিকই কৃতজ্ঞতা দেখতে পেয়েছি জীবনের প্রতি।

আমি চাই বিষন্নতা, হিংসা, অহমিকা কখনও এমন মানুষগুলোর ধারে কাছেও না ঘেষুক!
কারও কারও জীবনে এমন হাসিমুখের সূর্যমূখির খুব প্রয়োজন হয়..
একটু হেসে ২/১ টা আন্তরিক কথা বলে মনটা আলোকিত করার জন্য।
হাসিতে অনুপ্রেরণা আর আশা জাগানোর জন্য..
জীবনে যে খুশি হবার মতো, কৃতজ্ঞ হবার মতো অনেক অনেক কারণ আছে তা অনুভব করানোর জন্য। 🌼

✍️ Thoughts and Palettes

26/05/2025
“Instead of worrying about what you cannot control, shift your energy to what you can create.” ― Roy T. Bennett, The Lig...
25/05/2025

“Instead of worrying about what you cannot control, shift your energy to what you can create.”
― Roy T. Bennett, The Light in the Heart

আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে চিন্তা করার পরিবর্তে, আপনি যা তৈরি করতে পারেন তাতে আপনার শক্তি স্থানান্তর করুন।"
—রয় টি. বেনেট, দ্য লাইট ইন দ্য হার্ট

শুভরাত্রি সবাইকে। 💕

Remembering 90’s technologies❣️আমার ছোট বেলার স্মৃতিতে সবচেয়ে বেশি জুড়ে আছে ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট আর ঐরকম বাক্স টিভি...
24/05/2025

Remembering 90’s technologies❣️

আমার ছোট বেলার স্মৃতিতে সবচেয়ে বেশি জুড়ে আছে ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট
আর ঐরকম বাক্স টিভি ..।
টিভিতে জমিয়ে দেখতাম Cartoon Network.. আর স্কুলের টিফিনের টাকা থেকে একটু করে বাঁচিয়ে প্রতি বৃহঃস্পতিবার তিন গোয়েন্দার বই আর পছন্দের নতুন গানের ক্যাসেট কিনতাম।
দিনগুলো সত্যি অসাধারণ ছিল।

Picture courtesy: Pinterest

#৯০এরদিনগুলো

মন খারাপের দিনগুলোতে নিজেকে শক্ত করে পরম যত্নে ধরে রেখ….ধূসর সময় পার হয়ে যেদিনউজ্জ্বল আলোয় তুমি ভাসবেসেদিন তোমার “তুমিকে...
18/05/2025

মন খারাপের দিনগুলোতে
নিজেকে শক্ত করে
পরম যত্নে ধরে রেখ….
ধূসর সময় পার হয়ে যেদিন
উজ্জ্বল আলোয় তুমি ভাসবে
সেদিন তোমার “তুমিকে” সবচেয়ে
বড় সেলিব্রেশন টা দিও।
কারণ, তুমি ডিজার্ভ করো॥ 💚

✍️ Thoughts and Palettes

সন্তানের সাথে সুন্দর সময়গুলো কাটান তাদের মন মতো করে…শৈশবই এমন একটা স্মৃতির অংশ হয়ে থাকে যা বৃদ্ধ বয়সেও দারুনভাবে মনে পড়...
18/02/2025

সন্তানের সাথে সুন্দর সময়গুলো কাটান
তাদের মন মতো করে…
শৈশবই এমন একটা স্মৃতির অংশ হয়ে থাকে যা বৃদ্ধ বয়সেও দারুনভাবে মনে পড়ে, বরং যৌবনের পার করা অনেক স্মৃতিই মনে থাকে না।🍂

My soul takes breath in the green 💚
02/02/2025

My soul takes breath
in the green 💚

চিরস্থায়ী কি জানেন?  আপনার ব্যবহার।।যা মৃত্যুর পরেও মানুষের মনে রয়ে যাবে 💕
30/01/2025

চিরস্থায়ী কি জানেন?
আপনার ব্যবহার।।
যা মৃত্যুর পরেও মানুষের মনে রয়ে যাবে 💕

“Love yourself enough to set boundaries. Your time and energy are precious. You get to choose how you use it. You teach ...
28/01/2025

“Love yourself enough to set boundaries.
Your time and energy are precious. You get to choose how you use it. You teach people how to treat you by deciding what you will and won’t accept.”

~Anna Taylor

বিশেষ করে লাস্টের লাইনটা রেখে দিলাম for self reminder 🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts and Palettes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts and Palettes:

Share