Thoughts and Palettes

Thoughts and Palettes “Where words paint feelings and colors tell stories.”
(1)

আলহামদুলিল্লাহ 💚
20/10/2025

আলহামদুলিল্লাহ 💚

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
15/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…

আমাদের শৈশব-কৈশর সোনালি করা
মানুষটি আর নেই।
আমরা একটা পুরো জেনারেশন উনার কাছে কৃতজ্ঞ.. আমাদের সেই দিনগুলো উপহার দেয়ার জন‍্য। উনার অনন‍্য সৃষ্টি “তিন গোয়েন্দা”র সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন‍্য….। কত আবেগ কত স্মৃতি জড়িয়ে আছে এই নাম জুড়ে ….

প্রিয় রকিব স‍্যারের রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন॥

small moments, full of soul ♥️
12/10/2025

small moments, full of soul ♥️


29/09/2025

প্রত‍্যাশা রাখা মানেই কষ্ট পাওয়া।
তাই, নিজেকে ভালো
রাখতে no more expectations 🙂

ছোটবেলায় খুব বড় হতে চাইতাম..তখন জানতাম না যে, একেকটা ধাক্কা খাওয়ার পর, কষ্ট পাওয়ার পর একটু একটু করে মানুষ বড় হয়। 🙂বাস্তব...
14/09/2025

ছোটবেলায় খুব বড় হতে চাইতাম..
তখন জানতাম না যে, একেকটা ধাক্কা খাওয়ার পর, কষ্ট পাওয়ার পর একটু একটু করে মানুষ বড় হয়। 🙂

বাস্তবতা শিখতে শিখতে বড় হবার
পর এখন আবার ছোট হতে চাওয়া
মন আমার -ছোটবেলার অবুঝ আমাকে বড্ড মিস করে। না বুঝেই ভালো ছিলাম, সব বুঝতে শিখে গিয়ে কখন জানি বড় হয়ে গেলাম। :’)

✍️ Thoughts and Palettes

29/08/2025

Take the moon by the hand~ animation & music done by AI ♥️

সেই আলোতে তোমার মহত্ত্ব প্রকাশ পায় না যা তোমার উপর পড়ে, বরং সেই আলোতে পায়, যা তোমার ভেতর থেকে জ্বলে ওঠে।✨“Your greatne...
11/08/2025

সেই আলোতে তোমার মহত্ত্ব প্রকাশ পায় না যা তোমার উপর পড়ে, বরং সেই আলোতে পায়,
যা তোমার ভেতর থেকে জ্বলে ওঠে।✨

“Your greatness is revealed
not by the lights that shine upon you but by the light that shines within”
(Writing from Lolly Daskal)

পৃথিবীতে প্রতিটা মানুষ তাদের নিজেদের জীবনের গল্প লিখে চলছে….একজনের গল্প নিয়ে আরেকজন কে বিচার করা বা আকাংখা করা যে বড্ড ব...
17/07/2025

পৃথিবীতে প্রতিটা মানুষ তাদের
নিজেদের জীবনের গল্প লিখে চলছে….
একজনের গল্প নিয়ে আরেকজন কে
বিচার করা বা আকাংখা করা যে বড্ড বোকামি এটা আমরা অনেক সময়ই বুঝি
না বা বুঝতে চাই না….
দিনশেষে সবাই কে হিসাব দিতে হবে তাদের কর্মের, সম্পদের, নিয়ামতের কি ব‍্যবহার তারা করেছে।
আর আমরা ভাবি আমাদের এটা কেন নেই, তার সেটা কেন আছে বা সে ডিজার্ভ করে কিনা!

মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের মাথার উপর যদি একটা করে স‍্যান্ডগ্লাস থাকতো.. যেটাতে বালু পড়তে থাকে উপর থেকে নিচের দিকে আর সময় শেষ হতে থাকে….. ⏳
মানুষ যদি দেখতে পেতো তার আয়ু কতটুকু আছে.. তাহলে মানুষ কি করতো !

#এলোমেলোভাবনা

09/07/2025

নিজেকে ভালোবাসা মানে, নিজের জন্য একটু রোদ, একটু ছায়া রাখা।

খোলামেলা মনের হাসি খুশি মানুষগুলোর একটা আশ্চর্য ক্ষমতা থাকে-হাসিতে আনন্দ ছড়িয়ে দেবার!কিছু চেহারাকে তাই আমি সূর্যমূখি না...
23/06/2025

খোলামেলা মনের হাসি খুশি
মানুষগুলোর একটা আশ্চর্য ক্ষমতা থাকে-
হাসিতে আনন্দ ছড়িয়ে দেবার!

কিছু চেহারাকে তাই আমি সূর্যমূখি নাম দিয়েছি। 🌻
তাদের সাথে দেখা হলে গোমড়া মুখে কখনও দেখেছি বলে খুব একটা মনে পড়ে না।
এমনকি কখনও কিন্চিৎ দুঃখ চেহারা আঁধার করলেও তাদের চোখে তারায় ঠিকই কৃতজ্ঞতা দেখতে পেয়েছি জীবনের প্রতি।

আমি চাই বিষন্নতা, হিংসা, অহমিকা কখনও এমন মানুষগুলোর ধারে কাছেও না ঘেষুক!
কারও কারও জীবনে এমন হাসিমুখের সূর্যমূখির খুব প্রয়োজন হয়..
একটু হেসে ২/১ টা আন্তরিক কথা বলে মনটা আলোকিত করার জন্য।
হাসিতে অনুপ্রেরণা আর আশা জাগানোর জন্য..
জীবনে যে খুশি হবার মতো, কৃতজ্ঞ হবার মতো অনেক অনেক কারণ আছে তা অনুভব করানোর জন্য। 🌼

✍️ Thoughts and Palettes

26/05/2025
“Instead of worrying about what you cannot control, shift your energy to what you can create.” ― Roy T. Bennett, The Lig...
25/05/2025

“Instead of worrying about what you cannot control, shift your energy to what you can create.”
― Roy T. Bennett, The Light in the Heart

আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে চিন্তা করার পরিবর্তে, আপনি যা তৈরি করতে পারেন তাতে আপনার শক্তি স্থানান্তর করুন।"
—রয় টি. বেনেট, দ্য লাইট ইন দ্য হার্ট

শুভরাত্রি সবাইকে। 💕

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts and Palettes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts and Palettes:

Share