
17/07/2025
পৃথিবীতে প্রতিটা মানুষ তাদের
নিজেদের জীবনের গল্প লিখে চলছে….
একজনের গল্প নিয়ে আরেকজন কে
বিচার করা বা আকাংখা করা যে বড্ড বোকামি এটা আমরা অনেক সময়ই বুঝি
না বা বুঝতে চাই না….
দিনশেষে সবাই কে হিসাব দিতে হবে তাদের কর্মের, সম্পদের, নিয়ামতের কি ব্যবহার তারা করেছে।
আর আমরা ভাবি আমাদের এটা কেন নেই, তার সেটা কেন আছে বা সে ডিজার্ভ করে কিনা!
মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের মাথার উপর যদি একটা করে স্যান্ডগ্লাস থাকতো.. যেটাতে বালু পড়তে থাকে উপর থেকে নিচের দিকে আর সময় শেষ হতে থাকে….. ⏳
মানুষ যদি দেখতে পেতো তার আয়ু কতটুকু আছে.. তাহলে মানুষ কি করতো !
#এলোমেলোভাবনা