Bangladesh Eyepic

Bangladesh Eyepic News, photography & Video Agency

17/09/2025

#কায়কোবাদকে একনজর দেখতে বাড়ির সামনে নেতাকর্মীদের ঢল। # #

#মুরাদনগরের গরিব মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা আমি কোন দিন ভুলতে পারবো না।

#এত বড় কঠিন মামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সেই মামলা থেকে মুক্তি পেতে আমাকে কোর্টে যেতে হয়নি আল্লাহপাক আমাকে সব মুসিবত থেকে রক্ষা করেছেন।

#দীর্ঘ দিন যাবত মালোশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। #@ #

#আর দেশে ফেরার খবর পেয়ে কায়কোবাদের সাথে দেখা করতে কুমিল্লা মুরাদনগর থেকে আগত ৪/৫শত নেতাকর্মীরা বুধবার রাতে খিলগাঁওয়ের বাসভবনের সামনে ঢল নামে প্রিয় নেতাকে এক মূহুর্ত দেখতে হুমড়ি খেয়ে পড়েন বাসার সামনে।@ #@

#তিনি আর ও বলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সারা জীবন সেজদায় পড়ে থাকবো।

#যেমনি ভাবে বাংলাদেশ থেকে যাওয়ার রাস্তা আল্লাহ পাক আমাকে করে দিয়েছিলেন তেমনিভাবে বাংলাদেশে আসার রাস্তাও আল্লাহপাক আমাকে করে দিয়েছেন।

#দেশের বর্তমান অবস্থা বেশি ভালো না একমাত্র আল্লাহ রহমত দয়া ছাড়া এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় আর তাই বেশি বেশি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করবেন।

#বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এভাবেই পরিবর্তন হবে কেউ চিন্তা করতে পারেনি মানুষ যা চিন্তা করতে পারে না আল্লাহ পাক তাই করেন।
#বাংলাদেশ আইপিক। #@ #

16/09/2025

#জাতীয় পার্টি আগামীতে কোন অবস্থাতেই নির্বাচন করতে পারবে না। আমরা ১৮ তারিখে মাঠে নামছি জুলাই সনদ কার্যক্রম হবে এবং জাতীয় পার্টি ও নিষিদ্ধ হবে। আর এই দুই বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত মাঠ থেকে সরছি না।

#বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংবাদ সম্মেলন।

# ৯২ থেকে ৯৫ ভাই মুসলমান দেশে বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য পদক্ষেপ গ্রহন না করে গান শিখানোর জন্য শিক্ষক রাখার কথা বলে।এটা আমরা দেশ ও জনগণের পক্ষ থেকে পত্যাখান করছি।

#এই মুহূর্তে নিম্ন পক্ষের পিআররে কথা বলছি না। তবে আমরা উচ্চ পক্ষে পিআরের কথা বলছি। নেজামে ইসলাম পার্টির সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
#বাংলাদেশ আইপিক।

15/09/2025
15/09/2025

#ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই।
#বাংলাদেশ আইপিক।

12/09/2025

#এই সমিতি/দীর্ঘ/সময়/একটা/পক্ষ দখল/করে/রেখেছিল।

#বর্তমান সভাপতি/বেলাল/উনি/চাচ্ছে আরো/কিছুদিন/থাকা/যায়/নির্বাচন ছাড়া।

#সমিতির নির্বাচনে থাকা ব্যক্তিদের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফখরুল-সালাউদ্দিন প্যানেল না হলে নির্বাচন হতো না। বললেন সভাপতি প্রার্থী ফখরুল।
#বাংলাদেশ আইপিক।

11/09/2025

#নোয়াখালী জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির ফখরুল ও সালাউদ্দিন পরিষদের মতবিনিময় সভা।
#বাংলাদেশ আইপিক।

09/09/2025

#আগামী নির্বাচন/ঘিরে/ফ্যাসিবাদের অপচেষ্টা/রুখতে/প্রস্তুত/বিএনপি। মীর সরফত আলী সপু।

#আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি।

#মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালি।

#অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা।
এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, সাংগঠনিক সম্পাদক আয়িশা আলম নার্গিস, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার অনু, সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা শিখাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
#বাংলাদেশ আইপিক।

09/09/2025

#ছাত্র শিক্ষক কেন্দ্র ভোট কারচুপির অভিযোগ।
ডাকসু নির্বাচন টিএসসি।
#বাংলাদেশ আইপিক।

Address

Gulshan 01 C Block
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Eyepic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share