17/09/2025
#কায়কোবাদকে একনজর দেখতে বাড়ির সামনে নেতাকর্মীদের ঢল। # #
#মুরাদনগরের গরিব মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা আমি কোন দিন ভুলতে পারবো না।
#এত বড় কঠিন মামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সেই মামলা থেকে মুক্তি পেতে আমাকে কোর্টে যেতে হয়নি আল্লাহপাক আমাকে সব মুসিবত থেকে রক্ষা করেছেন।
#দীর্ঘ দিন যাবত মালোশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। #@ #
#আর দেশে ফেরার খবর পেয়ে কায়কোবাদের সাথে দেখা করতে কুমিল্লা মুরাদনগর থেকে আগত ৪/৫শত নেতাকর্মীরা বুধবার রাতে খিলগাঁওয়ের বাসভবনের সামনে ঢল নামে প্রিয় নেতাকে এক মূহুর্ত দেখতে হুমড়ি খেয়ে পড়েন বাসার সামনে।@ #@
#তিনি আর ও বলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সারা জীবন সেজদায় পড়ে থাকবো।
#যেমনি ভাবে বাংলাদেশ থেকে যাওয়ার রাস্তা আল্লাহ পাক আমাকে করে দিয়েছিলেন তেমনিভাবে বাংলাদেশে আসার রাস্তাও আল্লাহপাক আমাকে করে দিয়েছেন।
#দেশের বর্তমান অবস্থা বেশি ভালো না একমাত্র আল্লাহ রহমত দয়া ছাড়া এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় আর তাই বেশি বেশি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করবেন।
#বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এভাবেই পরিবর্তন হবে কেউ চিন্তা করতে পারেনি মানুষ যা চিন্তা করতে পারে না আল্লাহ পাক তাই করেন।
#বাংলাদেশ আইপিক। #@ #