Quaderia Followers কাদেরীয়া অনুসারীবৃন্দ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Quaderia Followers কাদেরীয়া অনুসারীবৃন্দ

Quaderia Followers কাদেরীয়া অনুসারীবৃন্দ আধ্যাত্মিকতা, তরীকত ও গাউসে পাক (রহ.)-এর আদর্শে ইসলামী জ্ঞান ছড়িয়ে দিচ্ছি।

Quaderia Followers কাদেরীয়া অনুসারীবৃন্দ —
হযরত শেখ আবদুল কাদির জিলানী (রহ.)-এর আদর্শে অনুপ্রাণিত একটি ইসলামী প্ল্যাটফর্ম।
এই পেইজের মাধ্যমে আমরা ছড়িয়ে দিই তাসাউফ, তরীকত, আধ্যাত্মিকতা ও হক্কানী ইসলামের শিক্ষা।

আমাদের মূল লক্ষ্য:-

** গাউসে পাক (রহ.)-এর আদর্শ প্রচার

** কুরআন-হাদীসভিত্তিক পোষ্টার ও দোয়া

** তরিকতের মৌলিক শিক্ষা ও নসীহা

** ওলিয়ায়ে কেরামের জীবনী ও উক্তি


নিয়মিত কনটেন্ট:-

** কাদির

িয়া তরীকা বিষয়ক পোষ্ট

** হাদীস ও আয়াত

** ইসলামিক কুইজ ও রিল

** ওলিদের উক্তি ও জীবনচিত্র

> “আল্লাহর ওলিদের মহব্বত ঈমানের নিদর্শন” – এই ভাবনা নিয়েই আমাদের পথচলা।



Join করুন, শেয়ার করুন — হক্কানী আদর্শ ছড়িয়ে দিন।

📢 পাশের হার মাত্র ৬৮%! কে দায়ী? 🤔একটা অসুস্থ প্রজন্মকে আমরা চোখের সামনে বড় হতে দেখছি —📱হাতে আইফোন,📷 টিকটক-রিলস আসক্তি,💔 ...
10/07/2025

📢 পাশের হার মাত্র ৬৮%! কে দায়ী? 🤔

একটা অসুস্থ প্রজন্মকে আমরা চোখের সামনে বড় হতে দেখছি —
📱হাতে আইফোন,
📷 টিকটক-রিলস আসক্তি,
💔 প্রেম ভালোবাসার নামে নোংরামি,
🗣️ মুখের ভাষায় নেই ভদ্রতা,
😔 আর চিন্তা-চেতনায় নেই কোনো গভীরতা।

আজকের ছাত্র-ছাত্রীরা 📚 বইয়ের চেয়ে ক্যামেরার সামনে বেশি সময় দেয়।
📖 ক্লাস নয়, তাদের ফোকাস থাকে কনটেন্ট ক্রিয়েশনে।
🕹️ পড়াশোনার সময়টা কেটে যায় গেমস, মিমস আর ফলোয়ার বাড়ানোর চিন্তায়।
📉 ফলাফল? জাতির ভবিষ্যৎ প্রশ্নের মুখে!

👨‍🏫 শিক্ষা শুধুই পাশ করার জন্য নয়, এটা একটা চরিত্র গঠনের পথ —
আর সেই পথটাই এখন হারিয়ে যাচ্ছে ডিজিটাল বিভ্রান্তির ভেতরে।

✅ সমাধান?
👉 অভিভাবকদের সচেতনতা
👉 শিক্ষকদের অনুপ্রেরণা
👉 প্রযুক্তির সঠিক ব্যবহার
👉 ইসলামি ও নৈতিক শিক্ষা’র প্রসার

এই রেজাল্ট শুধু একটা সংখ্যা না —
এটা আমাদের জাতিগত মূল্যবোধ, মনুষ্যত্ব আর ভবিষ্যতের একটা সতর্ক সংকেত 🚨

🕊️ এখনই সময়! না হলে আগামী প্রজন্ম শুধু ডিগ্রি নয়, দিশাও হারাবে!

#শিক্ষা #রেজাল্ট #ভবিষ্যৎ #মূল্যবোধ

🖋️ মাওলানা মোঃ আল আমিন হোসাইন কাদেরী

06/07/2025
06/07/2025

শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র শোক মিছিল পাক
স্থানঃ বরাট মসজিদ পাক

06/07/2025

শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র শোক মিছিল পাক বের হবে
স্থানঃ বরাট মসজিদ পাক

05/07/2025

শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র শোক মিছিল পাক বের হচ্ছে
স্থানঃ বড় হুজুর পাক কমপ্লেক্স মসজিদ ও ইমাম বাড়া শরীফ, মতিয়াগাছি, রাজবাড়ী

🌑 সেই চোখ ছিল যা কাঁদলে আরশও কেঁপে ওঠে 🌑কারবালার সংবাদে কাঁদলেন সেই চোখ—যে চোখে ওহির আলো, যে চোখে উম্মাহর ভবিষ্যৎ।---💔 র...
01/07/2025

🌑 সেই চোখ ছিল যা কাঁদলে আরশও কেঁপে ওঠে 🌑

কারবালার সংবাদে কাঁদলেন সেই চোখ—যে চোখে ওহির আলো, যে চোখে উম্মাহর ভবিষ্যৎ।

---

💔 রাসূলুল্লাহ ﷺ-এর হৃদয়বিদারক কান্না হোসাইন (আঃ)-এর জন্য

উম্মুল মু’মিনীন হযরত উম্মে সালামা (রাঃ) বলেন:

> ❝ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ﷺ وَعَيْنَاهُ تَفِيضَانِ ❞
"একদিন রাসূলুল্লাহ ﷺ আমার ঘরে প্রবেশ করলেন, তাঁর দুই চোখ অশ্রুতে ভিজে যাচ্ছিল।"

আমি জিজ্ঞেস করলাম,
“ইয়া রাসূলাল্লাহ ﷺ! আপনি কাঁদছেন কেন?”

তিনি ﷺ হোসাইন (আঃ)-কে কোলে তুলে নিয়ে বললেন:

> ❝ إِنَّ جِبْرِيلَ أَخْبَرَنِي أَنَّ أُمَّتِي سَتَقْتُلُ هَذَا بِأَرْضٍ يُقَالُ لَهَا كَرْبَلَاءَ ❞
“জিবরাঈল (আঃ) আমাকে জানিয়েছেন, আমার উম্মত এই সন্তানকে ‘কারবালা’ নামক স্থানে হত্যা করবে।”

📚 মুসনাদ আহমদ: ২৬৩৪৩
📚 তাবরানী, মু'জামুল কবীর
📚 হাকিম, আল-মুস্তাদরাক: ৪/৩৯৮

---

🕊️ নবীর ﷺ কান্না—উম্মাহর চেতনার আগুন

সেই চোখ ছিল নবুয়তের চোখ, যে চোখে অশ্রু মানেই আল্লাহর আরশে আন্দোলন।
রাসূল ﷺ কাঁদলেন—কারণ তিনি জানতেন:
এই শিশু, যাকে তিনি ভালোবাসেন নিজের প্রাণের চেয়েও বেশি, একদিন তৃষ্ণার্ত অবস্থায়, নিষ্ঠুরভাবে শহীদ হবে।

---

🌾 এক মাটি, এক ভবিষ্যৎ, এক রক্তের বার্তা

তিনি ﷺ আমাদের হাতে তুলে দিলেন এক খণ্ড মাটি...

> ❝ إِذَا صَارَتْ دَمًا فَاعْلَمِي أَنَّهُ قَدْ قُتِلَ ❞
“যখন দেখবে এই মাটি রক্তে রূপান্তরিত হয়েছে, তখন বুঝবে—হুসাইন শহীদ হয়েছেন।”

📚 আল-হায়সামী, মাজমাউয যাওয়ায়েদ: ৯/১৮৭

---

🌌 যে কান্না আসমান কাঁপিয়েছে, সে কান্না আমাদের হৃদয়ে বাজে

কান্নার সেই শব্দ থেমে যায়নি।
কারবালার দিনে শুধু নবী ﷺ কাঁদেননি, কেঁদেছে আসমান, কেঁদেছে ফেরেশতা, কেঁদেছে ধরণী।
আজও যারা হোসাইন (আঃ)-এর মহব্বতে কাঁদে—তারা নবীর ﷺ কান্নার উত্তরসূরি।

---

❌ এক কঠোর সত্য — সম্পর্কের সীমা স্পষ্ট

> 🛑 "যারা আমার নবী ﷺ-এর নূরানী চেহারায় অশ্রু এনেছে,
যাদের কারণে সেই মোবারক চোখে কান্না এসেছে,
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না!"

তাদের প্রতি ভালোবাসা নয়—ঘৃণা ও বিচ্ছেদই আমাদের ঈমানের দাবী।
হোসাইন (আঃ)-এর রক্তে লিপ্তদের বিরুদ্ধে অবস্থান করাই হচ্ছে আসল সুন্নাত।

---

🕯️ শেষ কথা:

কারবালা কোনো কল্পকাহিনি নয়—এ এক রূহানী বিপ্লব।
রাসূল ﷺ-এর অশ্রু সেই বিপ্লবের ঘোষণাপত্র।
যে আজো হোসাইন (আঃ)-এর জন্য কাঁদে, সেই-ই নবীর দলভুক্ত।

🖋️ মাওলানা মোঃ আল আমিন হোসাইন কাদেরী
---

🕊️

#সেই_চোখের_অশ্রু
#রাসূলের_কান্না
#কারবালার_সত্যতা

Address

Char Kasrondo, Barat, Goalanda, Rajbari
Dhaka
7711

Alerts

Be the first to know and let us send you an email when Quaderia Followers কাদেরীয়া অনুসারীবৃন্দ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quaderia Followers কাদেরীয়া অনুসারীবৃন্দ:

Share