BeyondBorders.

BeyondBorders. It’s

16/06/2025

গ্রামের মানুষের কষ্ট, নেতারা এসিরুমে বসে বুঝার চেষ্টা করে।
আফসোস!

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।-----------------------------------...
15/06/2025

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।
--------------------------------------------[
“যখন ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়।

তার কারণগুলো—

১.

যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:

ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী,

সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়),

এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

২.

যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে—

জর্ডানের বিমানবাহিনী,

জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি,

এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

৩.

এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও,
তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা:

Arrow-3: ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

Arrow-2: যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

৪.

এরপর রয়েছে David’s Sling,
যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

৫.

সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome,
যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে

পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে,
কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।

হে আল্লাহ, সত্যকে সাহায্য দান করো, মিথ্যাকে ধ্বং*স।
আমিন, সুম্মা আমিন।

copy from my big bro ❤️✌️

13/06/2025

নামধারী মুসলমান থেকে ১০০ হাত দূরে থাকবেন। নামধারী মানুষ শয়তান থেকেও খারাপ

13/06/2025

বিদেশে ছয় বছরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৬২০ বাড়ির খোঁজ নাকি পাওয়া গেছে। এর মধ্যে ইংল্যান্ডেই আছে অনেক বাড়ি। আলজাজিরার রিপোর্ট অনুসারে সেই ইংল্যান্ডে থাকা বাড়িগুলো নাকি সালমান এফ রহমানের ছেলের বাড়ি ফ্রীজ করার মত সাইফুজ্জামান চৌধুরীর বাড়িও ফ্রীজ করেছে। মানুষের কয়টা বাড়ি লাগে? কল্পনা করতে পারেন? মানুষের কত টাকা লাগে? আসলে বাংলাদেশ ব্যাংকে যে ৪০ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল সেইটা শেখ হাসিনার শেষের টার্মের শেষের দিকে খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ হলো বিভিন্নভাবে ওই রিজার্ভসহ নানা খাত থেকে অর্থ বিদেশে পাচার। আরেকদল বুদ্ধিজীবী ছিল তাদের পক্ষে ন্যারেটিভ তৈরী করতে। জনগনকে ভুলিয়ে চোখ অন্যত্র অকামে ব্যস্ত রাখা। ঐগুলো ছিল আসল কালপ্রিট।

বড় বড় পাচারকারীদের মধ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সালমান এফ রহমান, এস আলম এবং আজিজ খান। এছাড়াও আরও অসংখ্য মানুষ আছে। কল্পনা করুনতো এই টাকা যদি পাচার না হতো দেশ আজ কোথায় থাকতো? এইসব চুরি পাচার করেছে মেগা প্রজেক্টের আড়ালে। যেমন পদ্মা সেতু, রূপপুর প্রজেক্ট, মেট্রোরেল, স্যাটেলাইট, কর্ণফুলী টানেল ইত্যাদি। মানুষকে এইসব দৃশ্যমান উন্নয়নে ভেলকি লাগিয়ে পাচারগুলো করা হয়েছে। দেখুন না এখন হাজার হাজার নেতা কর্মীরা পাচারকৃত টাকায় বিদেশে কি আরাম আয়েশে আছে। আল জাজিরার সাংবাদিককে সাইফুজ্জামান বলেছিলেন, ‘আমি শেখ হাসিনার সন্তানের মতো। উনি জানেন আমি এখানে ব্যবসা করি।’ তিনি নিজেকে হাসিনার ‘ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয়’ বলেও দাবি করেন। অর্থাৎ যা কিছু হয়েছে নেত্রীর ইচ্ছেতেই হয়েছে। তারপরেও এদের ভক্তের অভাব নাই। সব লজ্জাহীন।

এখন নির্বাচন হলে যেই দলই ক্ষমতায় আসুক ঠিক অনুরূপ কাজই হবে। এখন পাচার করার রাস্তা চেনা হয়ে গিয়েছে। সুতরাং কাজ আরো সহজ হয়ে গেছে। নির্বাচনটা হতে দিন। যারা এমপি হবে প্রায় সবাই একেকজন মাফিয়া হবেন কারণ আমাদের সিস্টেমটাই এমন। প্রথমেই ট্যাক্স ফ্রি গাড়ি কিনে এরা জনগণের ধরাছোঁয়ার উর্ধে উঠে যাবে। আজ পর্যন্ত এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা বাতিল করার আওয়াজ কেউ উঠিয়েছে? তারপর শুরু হবে বেগম পাড়া বা সন্তান পাড়ায় বাড়ি গাড়ি কিনে ভবিষ্যতের রাস্তা তৈরী করা। আসলে এইসবই হয় এবং হচ্ছে কারণ এই দেশের জনগণ দলান্ধ। দেখুন না ইতিমধ্যে একদল আঁতেল বা সাংবাদিক তাদের নিজ দলের পক্ষে কিভাবে গীত গাওয়া শুরু করেছে? এইগুলো হলো এদের বিনিয়োগ কারণ জানে ক্ষমতায় A দল বা B আসবেই। তাদের বিনিয়োগ বৃথা যাবে না। শুধু দেশের সাধারণ মানুষরাই যেই তিমিরে ছিল সেখানেই থেকে যাবে।

শুধুই কি অর্থ পাচার করে দেশকে ফতুর করেছে? তিন তিনটি চোরা নির্বাচন করে দেশের প্রশাসনকেও অসৎ বানিয়ে দিয়ে গেছে। তার ঘানি এই দেশকে কতদিন টানতে হয় খোদা জানে।

- কামরুল হাসান মামুন
©️Faporbazz

13/06/2025

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের শেষ ২/৪ মিনিটে কি ঘটেছিলো বা ঘটতে পারে সেটা নীচে লিখছি।

আমি দীর্ঘ দিন এভিয়েশন ইন্ডাষ্ট্রীতে জড়িত ছিলাম। তাই মূল জিনিসে একটু ফোকাস করা দরকার৷
ড্রিমলাইনারে টেক অফের সময়ে ৩০ থেকে ৩৩ হাজার গ্যালন ( প্রায় সোয়া লক্ষ লিটার) তেল থাকে। যেহেতু এটা উড্ডয়নের মিনিট খানের মধ্যেই ধ্বসে পড়ে, তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রী,বাতাসেরও যথেষ্ট গতিবেগ ছিলো, এসব প্রেক্ষাপটে বলা যায়, বিমানটি মাটিতে নামার সাথে সাথে যে ধ্বংশ যজ্ঞ ঘটে, তাতে সীট বেল্ট বাধা দুই তৃতীয়াংশ কিংবা সকল প্যাসেঞ্জার ( ইনক্লুডিং ককপিট এন্ড ক্যাবিন ক্রু) সবাই লিটারেরী জেট ফুয়েলে ডুবে গেছিলো। মাটির সাথে সংঘর্ষের ১/২ সেকেন্ডের মধ্যেই ষ্ট্যাটিক ইলেক্ট্রিসিটিতে যে আগুন জ্বলে ওঠেছিলো, তাতে অনুমান করা যায়, সব যাত্রীই ( কিছু ব্যাতিক্রম থাকতে পারে) আগুনের লেলিহান শিখার মধ্যে জ্বলতে জ্বলতে মারা গেছে৷ এই মৃত্যুর সময় সীমা ধরেন ২/৩ মিনিট।

জেট ফুয়েল হাইলি ফ্লেইমেবল, খুব দ্রুত জ্বলে এবং তাপমাত্রা মূহুর্তেই বেশ ওপরে উঠে যায়, ধরেন চুলোতে ডুবো তেলকে অনেক যাবৎ হাই ফ্লেইমে তাপ দেয়ার পরে, এই ফুটন্ত তেলে এক টুকরা পেয়াজের খোসা ছেড়ে দিলে যেই দৃশ্য দেখা যাবে,
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের দূর্ভাগা যাত্রীদের ভাগ্যে তাই ঘটেছিলো।

প্রথম এডিট : লাশ উদ্ধারের পরের কিছু সংবাদ পড়লাম। যেসব লাশ উদ্ধার হয়েছে তাদের সনাক্ত করতে ডি এন এ এভিডেন্স ছাড়া অন্য কোন পথ নেই৷ বেশীরভাগই পোড়া কয়লার মতোন অবস্থা৷ ম্যাসিভ বার্ণড বলতে যা বুঝায় সেভাবেই মৃত্যু গুলো হয়েছে।মেডিক্যাল সায়েন্স বলে আগুনে পোড়া মৃত্যু নাকি সবচেয়ে কষ্টদায়ক। মৃত্যুর সময় এই হতভাগ্যরা কি পরিমাণ যন্ত্রনার ভেতর দিয়ে গিয়েছেন সেটা আমরা জীবিতরা কোনোভাবেই ধারণা করতে পারবোনা। প্রার্থনা করি (যে যার ধর্মমতে) সবার আত্মা যেনো শান্তি পায়।

© Hossain D Muhammod
©️Mahbub Kabir Milon Sir

12/06/2025

গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৫ জনের করোনা ধরা পরেছে।
১২৪ জনকে পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা পাওয়া গিয়েছে।
সবাই সাবধান!!!

12/06/2025

খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এয়ার ইন্ডিয়ার ২৩৪ জনের মধ্যে একজনও বেঁচে নেই 😭

09/06/2025

আগে বলতাম, "গ্রামে সবার ঘরে একটা করে বাইক আছে "।
এখন বলতে হয়," সবার ঘরে একটা করে অটো রিশকা আছে"।
আর এই অটোরিকশাই রাস্তার যতো ঝামেলার কারণ।

05/06/2025

দেশে করোনার প্রকোপ বেড়েছে।
মৃত্যু ১ জন 😢

05/06/2025

আরাফার দিনের দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া ,
"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ও হুয়া আলা কুল্লি শাই'ইন কাদির।"

04/06/2025

আপনি দুর্বল তাতে কি ?
আপনার রব তো অসীম শক্তিশালী, পরাক্রমশালী আল্লাহ।

04/06/2025

যেসব কর্মকর্তারা দূর্নীতি, ঘুষখোর,চাঁদাবাজির সাথে জড়িত।
তাদের সন্তান, পরিবারের লোকজন, শশুর বাড়ির লোকজন যদি এই বিষয়গুলো নিয়ে ধিক্কার দিতো।
তাহলে হয়তোবা তারা এতো বেপরোয়া হয়ে উঠতে পারতোনা।

নিজের বংশ, বউয়ের বংশ সবাই খুশি যে ছেলে মাসে ৫-১০ লাখ টাকা কামাই করে।
বাপ মা বলে যে, আমার ছেলের অমুক তমুক আছে।
শশুর বাড়ির লোকজন বলে যে, আমার মেয়ের জামাইর অতো ইনকাম মাসে।
সেরা রেহ জামাইটা।
আসলে উনি কিভাবে অন্য সাধারণ জনগনকে ভিক্টিম করে গলায় ছুরি ঠেকিয়ে, হারাম টাকা ইনকাম করতেছে সেটা জেনেও মেনে নিচ্ছে।

যেনো এই হারাম ইনকাম তার প্রাপ্য।

আহ্ সমাজ।

Address

Dhaka

Telephone

+8801626756210

Website

Alerts

Be the first to know and let us send you an email when BeyondBorders. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BeyondBorders.:

Share