21/09/2025
ট্রাম্পের কথাবার্তা শুনে,
বঙ্গীয় কিছু মানুষ ঘাবড়ে গিয়েছে, আর বলছে,আয়-হায় আবারও হয়তো লাখ-লাখ
আফ*গ|নি শ*হি*দ হবে।
কিন্তু বিপরীত হল আ*ফ*গ|নের অবস্থা,
টুইটারে প্রবেশ করলেই ভেসে আসছে ছাত্র ভাইদের একেকটি সাহসী পোস্ট।
এই যে এই ছবিটি দেখতে পাচ্ছেন,
এই ছবিটি এক ছাত্র ভাই পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,
হে আ*ম্রি*কা,আসো আ*ফগ|নে তোমাকে স্বাগতম।
আগেরবার তো জান নিয়ে ফিরতে পেরেছিলে,
এবার তাও হতে দিব না ইনশাআল্লাহ।