MM Mahdi hasan

MM Mahdi hasan اتق المحارم تكن اعبد الناس

ট্রাম্পের কথাবার্তা শুনে,বঙ্গীয় কিছু মানুষ ঘাবড়ে গিয়েছে, আর বলছে,আয়-হায় আবারও হয়তো লাখ-লাখ আফ*গ|নি শ*হি*দ হবে। কিন্তু ব...
21/09/2025

ট্রাম্পের কথাবার্তা শুনে,
বঙ্গীয় কিছু মানুষ ঘাবড়ে গিয়েছে, আর বলছে,আয়-হায় আবারও হয়তো লাখ-লাখ
আফ*গ|নি শ*হি*দ হবে।

কিন্তু বিপরীত হল আ*ফ*গ|নের অবস্থা,
টুইটারে প্রবেশ করলেই ভেসে আসছে ছাত্র ভাইদের একেকটি সাহসী পোস্ট।

এই যে এই ছবিটি দেখতে পাচ্ছেন,
এই ছবিটি এক ছাত্র ভাই পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,
হে আ*ম্রি*কা,আসো আ*ফগ|নে তোমাকে স্বাগতম।

আগেরবার তো জান নিয়ে ফিরতে পেরেছিলে,
এবার তাও হতে দিব না ইনশাআল্লাহ।

14/09/2025

নেপালে সংবাদ কাভারেজ করতে গিয়ে বিরাট অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লো ভারতীয় চ্যানেল #রিপাবলিক_টিভি –এর এক সাংবাদিক! ওই সাংবাদিক নেপালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য ও প্রশ্ন তুলেছিলো, পরে ঘটনাস্থলেই এক তরুণ প্রচন্ড রেগে গিয়ে সরাসরি তাকে বেদম মারধর শুরু করে...🤡

ভারতের এই রিপাবলিক টিভি শুরু থেকেই সব জায়গায় একটা বিতর্কিত সংবাদমাধ্যম হিসেবে পরিচিত, এটার ম্যানেজিং ডিরেক্টর এবং এডিটর-ইন-চীফ অর্ণব গোস্বামীকে অনেকেই 'আজগুবী সাংবাদিকতার পুরোধা' বলে মনে করে! এমনকি ভারতীয় মিডিয়া মহলেও তাকে ব্যঙ্গ করে (গুজবের কারখানা) নামে ডাকা হয়!

নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই এই চ্যানেলটা "Godimedia" নামে বেশ পরিচিত—কারণ এদের সংবাদ কাভারেজে সবসময়ই উল্টাপাল্টা গুজব ছড়ানো হয়, তা ছাড়া কিছুদিন আগে এক পরিসংখ্যানে আমরা দেখেছিলাম যে-গুজব, হাস্যকর, পক্ষপাতদুষ্ট, উত্তেজনা সৃষ্টিকারী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভারতের মিডিয়াগুলো সবার শীর্ষে!
আর আমাদের দেশে (মলম বিক্রেতা) নামে যেই সাংবাদিক খুবই পরিচিত সেও এই রিপাবলিক টিভিরই সংবাদ রিপোর্টার পশ্চিমবঙ্গ ব্যুরো প্রধান 'ময়ুখ রঞ্জন ঘোষ! #কালেক্টেড

14/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

25/08/2025

🌹ফজর মুবারক 🌹
🕋🌇

আপনার এলার্জি হয়েছে কিনা এ লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার এলার্জি আছে। আপনি কি এলার্জি পজিটিভ? জানুন ৭টি গুরুত্ব...
23/08/2025

আপনার এলার্জি হয়েছে কিনা এ লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার এলার্জি আছে।

আপনি কি এলার্জি পজিটিভ? জানুন ৭টি গুরুত্বপুর্ন লক্ষণ!

১. ✨ বারবার হাঁচি:✨
সকালে ঘুম থেকে উঠে বা ধুলাবালুতে নাক চুলকানো ও বারবার হাঁচি হওয়া এলার্জির প্রধান লক্ষণ।

২. ✨ চোখ চুলকানো ও পানি পড়া:✨
চোখে লালভাব, চুলকানি ও অতিরিক্ত পানি পড়া এলার্জির একটি বড় সংকেত।

৩. ✨ নাক বন্ধ হয়ে থাকা বা পানি পড়া:✨
নাক দিয়ে সারাক্ষণ পানি পড়া বা ব্লক হয়ে যাওয়া এলার্জির লক্ষণ হতে পারে।

৪. ✨ চুলকানো বা খুসখুসে কাশি:✨
গলা চুলকানো, শুষ্ক কাশি বা গলা ব্যথা নিয়মিত হলে সাবধান হোন।

৫. ✨ ত্বকে চুলকানি বা র‍্যাশ:✨
ত্বকে লাল দাগ, ফোলা বা চুলকানি দেখা দিলে এলার্জি পজিটিভ হওয়ার সম্ভাবনা।

৬. ✨ মাথাব্যথা বা ঘোলাটে ভাব:✨
এলার্জি কিছু মানুষের মধ্যে মাথাব্যথা বা মনোযোগে সমস্যা তৈরি করে।

৭. ✨ শ্বাসকষ্ট বা সাঁস ফেলা:✨
বুক ভার লাগা বা শ্বাস নিতে কষ্ট হওয়াও এলার্জির গুরুতর লক্ষণ হতে পারে।

আপনার যদি এই লক্ষণগুলোর ৩টির বেশি মিলে যায়, তাহলে আপনি এলার্জি পজিটিভ হতে পারেন। এখনই সচেতন হোন – প্রাকৃতিক ও কার্যকর সমাধান নিন এর 'এলার্জি বিনাশ' দিয়ে!✨

✨কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত!
প্রাকৃতিক সমাধান, স্থায়ী মুক্তি!✨

🌱 প্রকৃতির যত্নে ফিরে পান সুস্থ জীবন।
আজই অর্ডার করুন 👉

📞 কথা বলুন সরাসরি:
📱 01799-049091
📱 01408-782008

#এলার্জিবিনাশ #অর্গানিকচিকিৎসা

Address

Dhaka

Telephone

+8801799049091

Website

Alerts

Be the first to know and let us send you an email when MM Mahdi hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MM Mahdi hasan:

Share