30/08/2025
পল্লবীতে চাঁ/দাবাজির অভিযোগ: মামলা হওয়ার পরও পুলিশের নিষ্ক্রিয়তা, ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ
রাজধানীর পল্লবীতে চাঁ/দাবাজির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পল্লবী থানা শ্রমিক দলের আহ্বায়ক বশিরের বিরুদ্ধে বেনারসি পল্লীর এক ব্যবসায়ী ১০ লাখ টাকা চাঁ/দাবাজির প্রমাণসহ মামলা করলেও তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। বরং উল্টো মামলার বাদী ব্যবসায়ী ক্রমাগত হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ব্যবসায়ী জানান, নিরুপায় হয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি আর্থিক সংকটে পড়েছেন।
দুঃখজনক হলেও সত্যি, চাঁদাবাজির অভিযোগে মামলা হওয়ার পরও বশিরকে গ্রেপ্তার করেনি পল্লবী থানা পুলিশ, বরং রাজনৈতিক আশ্রয়–প্রশ্রয়ের কারণে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অন্যদিকে, পল্লবী থানা পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, থানার অনেক কর্মকর্তা অপরাধীদের কাছ থেকে নিয়মিত টাকা নেন। ফলে আইন–শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। তাদের মতে, টাকা ছাড়া পুলিশের কোনো দায়িত্ববোধ নেই।
পল্লবী এলাকার সাধারণ ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের চাঁদাবাজি ও পুলিশের অবহেলা চলতে থাকলে তারা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সামগ্রিকভাবে, পল্লবীর ঘটনাটি আবারও প্রমাণ করেছে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের দৌরাত্ম্য এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।
দ্য ক্রাইম সার্চ