MAFI PLAYS

MAFI PLAYS I don't need to get a life, I am a gamer, IGN : DRAGON MAFI GM ID : 5237523983
(1)

11/05/2025
04/08/2024

🚨শেষ বার্তা🚨

মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমাদের শেষ বার্তা জানিয়ে রাখি।

প্রিয় শিক্ষার্থী - দেশবাসী,

এদের পতন আসন্ন। আমাদের এক দফা আন্দোলন চলমান থাকবে। যারা রাজপথে আছে নিরাপদের থেকে আপনাদের অবস্থান চালিয়ে যাবেন। কোনভাবেই হায়না, সন্ত্রাসীদের ভয়ে পালাবেন না। বারবার বলছি এদের অস্ত্র-গুলি সীমিত। আপনারা রাজপথ ধরে রাখুন, গুলি শেষ হলে প্রতিরোধ করুন।

আপনারা চোখ কান খোলা রাখুন, আপনারা শিক্ষিত, সচেতন কোন ধরনের ট্র‍্যাপে পা দিবেন না। সচেতন থেকে লড়াই চালিয়ে যান।

যারা বাসায় আছেন তারা যেভাবে পারেন রাজপথের সবাইকে সহযোগিতা করুন।

যদি সব ইন্টারনেটও বন্ধ করে দেয় নিজ নিজ এলাকায় নেমে আসুন, নিজেদের বাসার গলি দখল করুন। মনে রাখবেন টোকাইলীগ সংখ্যায় কম।

প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী,

যারা গ্রামে আছে, সময় এসেছে দেশের জন্য আপনাদের নেমে আসার। আপনারা এলাকা ভিত্তিক প্রতিরোধ করুন। আপনাদের আজ বড্ড প্রয়োজন।
সকল শ্রেনী পেশার সবাই আজ রাজপথে নেমে এসেছে, সময় এসেছে দেশের আনাচে কানাচে সবার নেমে আসার।

আমরা দেশ বাঁচাতে, শিক্ষার্থী-জনতা বাঁচাতে সর্বাত্মক আন্দোলনের ডাক দিচ্ছি। সবাই নেমে আসুন এক সাথে হাত ধরে প্রতিরোধ গড়ে তুলুন।

যদি আর ইন্টারনেট নাও পাই আমরা অবিচল থাকবো, যদি গুলিতে মারাও যাই আমাদের আওয়াজ আপনাদের কাছে যাবেই।

একদফা নিয়েই ঘরে ফিরবো আমরা।

04/08/2024

Alert:
১. উত্তরা ৪ নাম্বার সেক্টরের পেছনে রেললাইনে সন্ত্রাসীগুলো পাইপ রড রামদা আর অস্ত্র নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে।

২. উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে একদল ছাত্রলীগ সবুজ কালার পাইপের লাঠি নিয়ে বিএনএস সেন্টারের দিকে এগিয়ে গিয়েছে।

৩. উত্তরা জসিমউদ্দিনের দিকে ৩০ টার মতন বাইক নিয়ে ছাত্রলীগের পোলাপান ঢুকতেছে সবাই সাবধান।

৪. উত্তরা ফ্রেন্ড ক্লাবের মাঠের পাশে রাম দা লাঠি নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে।

04/08/2024

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড -সাইনবোর্ড-রায়েরবাগ- শনিরআখড়া-যাত্রাবাড়ী ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। পুরো এলাকা পুলিশ ও আওয়ামী হানাদার মুক্ত।

04/08/2024

>>>ব্রেকিং

04/08/2024

Uttara ৪ নাম্বার সেক্টর আজমপুরের পেছনে রেললাইনে সন্ত্রাসীগুলো পাইপ রড রামদা আর অস্ত্র নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে।

04/08/2024

আমাদের শক্তি মনোবল ভেঙ্গে দিতে ক্রমান্বয়ে গুজব ছাড়াচ্ছে সরকার পক্ষ। তাদের মোটিভ একটিই আর তা হচ্ছে যে কোনো মূল্যে আন্দোলনকারীদের বাসায় অবরুদ্ধ রাখা।

অথচ আমরা স্পষ্টত জানি তাদের সাংগঠনিক কাঠামো থেকে শুরু করে দলীয় অবস্থায় সব কিছুই ভেঙ্গে চৌচির হয়েছে এরা এখন শুধু টিকে আছে গলাবাজি আর গুজোবের উপর। ছাত্ররা মোটেই যে এদেরকে পাত্তা দিচ্ছে না এই বুঝ টুকুও এদের নেই যে নিজ থেকে বুঝে নিবে।

সবাই প্রস্তুত হয়ে যাবেন এবং দলে বলে যাবেন। আমাদের উদ্দেশ্যে তাদের মতো খুনি রাজত্ব কায়েম করা না। যেহেতু আমাদের উদ্দেশ্য সুন্দর একটি সমাজ বিনির্মাণ সেখানে ভয় আমাদের কাছে অতি তুচ্ছ l

03/08/2024

Comilla বাসি , আপনাদের ধিক্কার জানাই🥹
লজ্জা লাগা দরকার আপনাদের

03/08/2024

🚨REQUEST🚨

আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে , সকল সোর্স কে কাজে লাগিয়ে প্রতি মুহূর্তের আপডেট দেয়া চেষ্টা করছি ,

আপনারা নিজেদের টাইমলাইনে আমাদের চ্যানেলের লিংক শেয়ার করুন।

"মনে রাখবেন আপনি আমিই এখন মিডিয়া ,বাকি সব পচে গেছে" - শহীদ মীর মুদ্ধ

https://t.me/+Yowin-TQbe0zODZi

Address

Dhaka-1216

Telephone

+6581911848

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAFI PLAYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAFI PLAYS:

Share