SBD Bangla News

SBD Bangla News Welcome to sbd Bangla news

05/10/2024

নিজের তৈরি হেলিকপ্টারে উড়বেন নাজমুল।

খরা শাহিনের নারী কেলেংকারী আসছে চোখ রাখুন।  Shahidul Islam Shahin
28/09/2024

খরা শাহিনের নারী কেলেংকারী আসছে চোখ রাখুন। Shahidul Islam Shahin

01/08/2024

দেশের এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকার সময় নেই।

03/11/2023

আগাম শিম চাষে ভয়াবহ ক্ষতি - যেনেনিন আসল কারন এবং প্রতিকার।

23/01/2023

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম নামের এক শিক্ষিকা নি হ ত

03/11/2022

মেহেরপুর এর বারাদী বাজারে মাছ বোঝাই আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল এর সাথে সংঘর্ষ এতে গুরুতর আতহ হয়েছে মোটরসাইকেল চালক সহ তিন জন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বারাদী বাজেরর ফ্রাম গেট এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর যানান, মাছ বোঝাই একটি আলগামন চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলেন এমন সময় বারাদী বাজার অতিক্রম করতে গেলে বারাদী গোহরপুর ব্যক রোড থেকে মেইন রেডে মোটরসাইকেল নিয়ে উঠে পড়ে মজিবর এতে হঠাৎ ঐ আলগামন এর সামনে পড়ে যাই মোটরসাইকেল এতে মাছ বোঝাই আলগামন চালক নিয়ন্ত্রণ হারেয়ে ফেলেন ফেলে এই দুর্ঘটনার সৃর্ষ্টি হয়। এতে আলগামনে থাকা ছোট বড় অধিকঅংশ মাছ সড়কের পাশে ছিটকে পড়ে। পরে ফায়ারসার্ভিস কে খবর দিলে মেহেরপুর ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনা স্থলে পৌছে দুর্ঘটনায় কবলিত জুগিন্দা গ্রামের মজিবুর রহমান সহ আহত দের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

31/10/2022

মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে বিক্রয় উপযুক্ত কলার কান্দি কেটে তসরুপ করেছে দুর্বৃত্ততা। বাগোয়ান পূর্বপাড়ার পাকুড় তলার মাঠে শরীয়তুল্লার কলার খেতে অধিকঅংশ বিক্রয় উপযোগী কলা কেটে মাটিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কলা চাষি শরিয়তুল্লার ভাই মনিরুল ইসলাম বানা, বলেন একটি বছর কস্ট করে আমার ভাই এই ফসল চাষ করেছেন নিজের সান্তানের মতো করে একটি বছর পরিচর্যা করে এই কলা গুলো বিক্রয় উপযোগী করে তুলেছেন এমন সময় কলা গাছে সাথে চত্রুতা করে যারা আমার ভাই এর এমন খতি করেছেন আমরা তাদের সুষ্ঠ বিচার চায়, এছাড়াও তাদের সাথে কারো ব্যাক্তি শত্রুতা এবং ব্যাক্তি গত আক্রোশ নেই বলেও জানান তিনি।

26/10/2022

মেহেরপুরে মে‌হেরপু‌রের স্ত্রী ছা‌বিনা‌কে হ* ত‌্যা* র পর স্বামী বিদ্যুৎতের আ*ত্ম*হ*ত‌্যা.... .

20/10/2022

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক ইলিয়াস হুসেন এর সাথে ধস্তাধস্তি

20/10/2022

মেহেরপুরের আমঝুপিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এবং প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত দুইজন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের তৌফিক এলাহি, এবং অপরজন শ্যমপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের, ইয়ারুল হোসেন এর ছেলে রনি(১৬) দুজনেই আমঝুপি আলিম মাদ্রাসার ১০শ্রেণির ছাত্র।

জানা গেছে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি বি এ ডিসি ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা যানান বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুরের দিক থেকে আসা একটি প্রশিক্ষণ প্রাইভেট কার আমঝুপি হাইস্কুল মাঠ পার হয়ে বি এ ডিসি ফার্মের সামনে পৌছোলে আপর দিক থেকে আশা একটি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে সজরে ধাক্কা মারে এতে সড়কে ছিটকে পড়ে চালক তৌফিক এলাহি সহ ১৬বছর বয়সি বন্ধু রনি ।

এসময় ঘটনা স্থলের আশেপাশে থাকা স্থানিয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পেরন করেন। আহত দুইজনের মধ্যে রনির অবস্থা আসংকা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রনি (১৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

27/09/2022

প্রবাসী ছেলে অবাক করিয়ে দিলেন মা-বাবাকে!!হঠাৎ ৬ বছর পরে কাউকে না জানিয়েই পরিবারের কাছে এসে চমকে দিলেন সবাইকে...

Address

Dhaka
7100

Website

Alerts

Be the first to know and let us send you an email when SBD Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share