Zayraa's Daily Lifestyle

Zayraa's Daily Lifestyle Partnership with Md. Nuruzzaman Miah
(3)

Digital Creator|Reels Expert|Inspiring Every Moment.
আমি শিখি, শেখায়, আর কনটেন্টের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করি। ভিডিওর প্রতিটা মুহূর্তে থাকুক নতুন কিছু শেখার আনন্দ। DigitalCreator Zayraa's Daily Lifestyle

মুখ ও মুখোশ!মিথ্যা হাসির আড়ালে কত অভিনয়। বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, মানতে হবে কত উপস্থাপনা।
16/10/2025

মুখ ও মুখোশ!মিথ্যা হাসির আড়ালে কত অভিনয়। বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, মানতে হবে কত উপস্থাপনা।

সুযোগের অভাবে অনেকেই সৎ। এটাই বাস্তবতা, এটাই নিয়তি। ফুলেল শুভেচ্ছা নুতুন দিনের আলোয়।
16/10/2025

সুযোগের অভাবে অনেকেই সৎ। এটাই বাস্তবতা, এটাই নিয়তি। ফুলেল শুভেচ্ছা নুতুন দিনের আলোয়।

15/10/2025

🌹আবেগ 📌আর বিবেক📌📌 এই দুই ভাই বাঙালী জাতিকে নিয়ে এমন ভাবে খেলা শুরু করছে তা জাতি দেখেনি স্বাধীনতার পর থেকে।

আবেগ যখন কাজ করে বিবেক তখন ঘুমাই। আর বিবেক যখন জাগ্রত হয় তখন সময় শেষ পর্যায়ে।
বর্তমানে কি কি চলছে চলুন জেনে আসি:-

১। বাংলাদেশ ক্রিকেট -যার শুধু আবেগ আছে, অন্য সব হারিয়ে গেছে।(পঞ্চ পান্ডব শেষ ক্রিকেট ও শেষ)।

২। রিপন মিয়া -মানুষের আবেগ নিয়ে খেলছে (সত্য ঘটনা কেউ জানেনা )কারণ বউ, সন্তানদের কোনো স্টেটমেন্ট নাই।

৩। তনি কোন বেটারে বিয়া করছে -নানান কাহিনী।(অকাজ তো করে নাই, হালাল কাজ করছেন)

৪। মিরপুরে আগুনের শিখাই কি মর্মান্তিক মৃত্যু। 😭😭

৫। সব রোস্টার রা রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছে (এখন যে যার মতো ভাগছে)

৬। মিজানের ভাতের হোটেল বাদ দিয়ে -রূপসা টায়ার এর বিজ্ঞাপন করছেন।

৭। আবেগের তাড়নায় -আনোয়ার টিভি ভুলভাল নিউজ করে।

৮। লোগো দেখে উপায় নাই কে যমুনা টিভি -আর কে ঝামেলা টিভি।আনোয়ার টিভি এর অ্যাডমিন কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

৯। এতো পরিমানে কনটেন্ট ক্রিয়েটর -একজন অভিনেতা বলছে এটা ভিক্ষাবৃতি।

১০। পাহাড়ি না বাঙালী এটা তো পুরাতন নিউজ (সেনা মোতায়েন জোরদার করা উচিৎ )।

১১। ইলিয়াস ও পিনাকী উচিৎ কথা বললেও তাঁরা -ভিউ ব্যাবসাহী বাণীতে -রুমিন ফারহানা।

১২। IELTS থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে। (সতর্কিকরণ)।

১৩। পরকীয়া করতে যেয়ে ধরা খেলো-তিন বাচ্চার মা।

১৪। কেক আপা জায়গা খুঁজছেন নতুন কোথাও ব্যবসা দেয়া যায় কিনা।
১৫। চায়ের দোকানে-রাজনৈতিক অপবেক্ষা।

আরো কত কিছু যে দেখতে হবে -শালার এই দেশে না জন্মালে অনেক কিছু মিস করে ফেলতাম।
বাড়ীর খেয়ে মোস তাড়ানো এটা আমাদের পুরনো অভ্যাস। থানায় যখন আসছি একটা কেস করে যায় -এই জাতি আমরা।
শয়তান দেশের মধ্যে যেভাবে কাজ শুরু করছে, এতে বেশিদিন লাগবে না বর্বরতার যুগে ফিরে যেতে।

আল্লাহ সবাইকে হেফাজত করুন ও হেদায়েত দান করুক।
বিদায় নিলাম, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।নিজের আখের গোছাতে থাকুন, কখন যে কি হয়ে যায় বলা মুশকিল।

ধন্যবাদান্তে :
সুযোগের অভাবে আমি সৎ।

আজ ১৫ অক্টোবর ২০২৫, রোজ বুধবার, "Global Hand Washing Day" সুস্থ থাকুন, বেশী বেশী হাত ধুয়ে খাবার গ্রহণ করুন।ভালো লাগলে লা...
15/10/2025

আজ ১৫ অক্টোবর ২০২৫, রোজ বুধবার, "Global Hand Washing Day" সুস্থ থাকুন, বেশী বেশী হাত ধুয়ে খাবার গ্রহণ করুন।ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।

বিশ্ব হাত ধোয়া দিবস – ১৫ অক্টোবর 🌎🧼

👉 “একটি সহজ অভ্যাসই পারে আপনার জীবন বাঁচাতে”

আজ বিশ্ব হাত ধোয়া দিবস (Global Handwashing Day)।
এই দিবসটি বিশ্বজুড়ে পালিত হয় মানুষকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে।

🖐️ প্রতিদিনের জীবনে আমাদের হাত অসংখ্য জীবাণু ও ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে। সঠিকভাবে সাবান ও পানি দিয়ে হাত ধুলে —
✅ সংক্রমণ ও রোগ প্রতিরোধ হয়
✅ ডায়রিয়া, সর্দি, ফ্লু, নিউমোনিয়া ইত্যাদি কমে
✅ নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত হয়

💧 সঠিকভাবে হাত ধোয়ার ৫টি ধাপ:
1️⃣ হাত ভিজিয়ে নিন
2️⃣ সাবান লাগিয়ে ঘষুন
3️⃣ আঙুলের ফাঁক ও নখ পরিষ্কার করুন
4️⃣ কমপক্ষে ২০ সেকেন্ড ধুয়ে নিন
5️⃣ পরিষ্কার পানিতে ভালোভাবে কুলিয়ে মুছে ফেলুন

🌿 এই বছরের প্রতিপাদ্য (Theme 2025):
“Clean Hands, Healthier Future” — “পরিষ্কার হাত, সুস্থ ভবিষ্যৎ”

চলুন, আজ থেকে শুরু হোক হাত ধোয়ার অভ্যাস —
কারণ নিজের সুরক্ষা নিজের হাতে!

#স্বাস্থ্যসচেতনতা

14/10/2025

বর্তমানে ভিক্ষাবৃতি নেশা না পেশা।

জীবনের শেষ দিন পর্যন্ত বাবার নামের সাথে যুক্ত থেকে যাক এটাই হোক শেষ পরিকল্পনা।ZAYRAA BINTE ZAMANZUHAIR BIN ZAMAN (ZAYAN)...
14/10/2025

জীবনের শেষ দিন পর্যন্ত বাবার নামের সাথে যুক্ত থেকে যাক এটাই হোক শেষ পরিকল্পনা।
ZAYRAA BINTE ZAMAN
ZUHAIR BIN ZAMAN (ZAYAN)
শুকরিয়া জানাই পরম করুণাময় আল্লাহ তোমার প্রতি।

একটা সময় ছিল ISO Audit দিতে জীবন শেষ।আজ বিশ্ব মান দিবস – ১৪ অক্টোবর 🎯আজ বিশ্ব মান দিবস।এই দিনের মূল উদ্দেশ্য হলো — বিশ্ব...
14/10/2025

একটা সময় ছিল ISO Audit দিতে জীবন শেষ।আজ বিশ্ব মান দিবস – ১৪ অক্টোবর 🎯

আজ বিশ্ব মান দিবস।
এই দিনের মূল উদ্দেশ্য হলো — বিশ্বজুড়ে পণ্য, সেবা ও প্রযুক্তিতে নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড বজায় রাখার গুরুত্ব তুলে ধরা।

মানই আস্থা।
মানই নিরাপত্তা।
মানই উন্নতির চাবিকাঠি।

প্রতিটি পণ্যে যদি সঠিক মান বজায় থাকে, তবে গ্রাহক পাবেন নিশ্চিন্ত সেবা, উৎপাদক পাবেন সুনাম, আর দেশ পাবে অগ্রগতি।

👉 এ বছরের প্রতিপাদ্য: “Shared Vision for a Better World”
(একটি উন্নত বিশ্বের জন্য সম্মিলিত দৃষ্টি)

চলুন, আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখার অঙ্গীকার করি।
কারণ — “ভালো মানই গড়ে তোলে ভালো ভবিষ্যৎ।”

#মানদিবস #১৪অক্টোবর

কিছু লোকের জিকির শুনলে শয়তান ও ভয় পাই মনে হয়। এগুলো কি জিকির নাকি ভণ্ডামি।🙏🙏পাখি পাকা পেঁপে খাই এটা যদি দ্রুত কয়েকবার বল...
13/10/2025

কিছু লোকের জিকির শুনলে শয়তান ও ভয় পাই মনে হয়। এগুলো কি জিকির নাকি ভণ্ডামি।🙏🙏পাখি পাকা পেঁপে খাই এটা যদি দ্রুত কয়েকবার বলা হয়-বলতে ও শুনতে ভূল ও খারাপ অর্থ বহন করে।

জিকির কেমন হওয়া উচিৎ।
১।সুবাহানআল্লাহ -আল্লাহ পবিত্র ও ত্রুটিমুক্ত।
২। আলহামদুলিল্লাহ -সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
৩। লা.ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ -আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই;মুহাম্মদ আল্লাহর রাসূল।
৪। আল্লাহু আকবার-আল্লাহ সর্বশ্রেষ্ট।
৫। আস্তাগফিরুল্লাহ -আমি আল্লাহর নিকট ক্ষমা প্রাথর্না করছি।
৬। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ -হে আল্লাহ!আমাদের নবী মুহাম্মদ এর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন।
৭। সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আজিম -আল্লাহ পবিত্র, প্রশংসাসহ পবিত্র, মহান।
৮। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার -হে আল্লাহ!আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।
৯। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ -আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই।
১০। আল্লাহুম্মা আমীন -হে আল্লাহ, কবুল করুন।
আরো কিছু সহীহ জিকির...

হুক্কুর হুক্কুর না করে, কম পড়ুন সহি শুদ্ধ ভাবে পড়ুন ফজিলত আছে -ভন্ডের দল আবার বলে কলফের টান।পারলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

(CKD)রোগীদের বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে খাবারের নিয়মাবলী।
13/10/2025

(CKD)রোগীদের বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে খাবারের নিয়মাবলী।

শীতের আগমনী বার্তা।সুস্থ থাকতে হলে বেশী বেশী দেশীয় ফল খান।
13/10/2025

শীতের আগমনী বার্তা।সুস্থ থাকতে হলে বেশী বেশী দেশীয় ফল খান।

12/10/2025

🌍 আজ ১২ অক্টোবর — বিশ্ব আর্থ্রাইটিস দিবস 🩵
থিম: “It’s in your hands, take action” ✋

🦴 আর্থ্রাইটিস (Arthritis) এমন একটি রোগ যা হাড়ের জোড়ায় ব্যথা, ফোলা এবং শক্ত ভাব সৃষ্টি করে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই রোগে ভুগছে, বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ঝুঁকি আরও বাড়ে।

💬 আজকের এই দিনে আমরা মনে করিয়ে দিতে চাই —
👉 নিয়মিত ব্যায়াম করুন 🧘‍♂️
👉 স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন 🥗
👉 ওজন নিয়ন্ত্রণে রাখুন ⚖️
👉 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ — ব্যথা উপেক্ষা করবেন না! সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন।

💪 ছোট ছোট পদক্ষেপই পারে বড় পরিবর্তন আনতে।
চলুন, আমরা সবাই মিলে বলি —
“Arthritis can’t stop us!” 🌟

ভালো থাকুন, ভালো রাখুন।ক্যালসিয়াম খান, সুস্থ থাকুন।

কুমিল্লা নাকি নোয়াখালী বিভাগ হবে এই নিয়ে সবার মনে একটা সংশয়।আপনার মতামত কি?
11/10/2025

কুমিল্লা নাকি নোয়াখালী বিভাগ হবে এই নিয়ে সবার মনে একটা সংশয়।আপনার মতামত কি?

Address

Shahajadpur Badda
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Zayraa's Daily Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zayraa's Daily Lifestyle:

Share