Chowdhury Raiyan

Chowdhury Raiyan Assalamualaikum,Please subscribe My youtube channel and follow my page for more

No Family, No Friends, No Money, No fame,"Just you & your deeds.❤️‍🩹🥹
21/09/2025

No Family, No Friends, No Money, No fame,"Just you & your deeds.❤️‍🩹🥹

27/08/2025

The Qur'an is therapy for the soul. 🫀🤍

অথচ সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন না করলে আমার ঘুমি-আসেনা।জীবন! 🤍
11/08/2025

অথচ সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন না করলে আমার ঘুমি-আসেনা।

জীবন! 🤍

28/07/2025

Jordan & UAE dropped food over G'A-Z'A today!
❤️‍🩹🫂🇵🇸

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিনচলুন একসাথে জেনে নিই...💐 ১. কেউ কেউ পেটের উপ...
11/07/2025

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা
⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন
চলুন একসাথে জেনে নিই...

💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:

সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ﷺ

দেখতে দেখতে জিলহজ মাসটাও শেষ হয়ে গেল❤️‍🩹🌙আজ আরবি বছরের প্রথম রাত ০১,১৪৪৭🤍🔺️দোয়াটি সবাই পড়বেন,ইনশাআল্লাহ🔻দোয়া: اللّهُ...
26/06/2025

দেখতে দেখতে জিলহজ মাসটাও শেষ হয়ে গেল❤️‍🩹🌙
আজ আরবি বছরের প্রথম রাত ০১,১৪৪৭🤍
🔺️দোয়াটি সবাই পড়বেন,ইনশাআল্লাহ🔻

দোয়া: اللّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالإِيمَانِ، وَالسَّلامَةِ وَالإِسْلامِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّي وَرَبُّكَ اللَّهُ

বাংলা উচ্চারণ-" আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল ঈমানি, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি, ওয়া তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারযা; রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ"

বাংলা অর্থ-" হে আল্লাহ, আমাদের উপর নিরাপত্তা, ঈমান, নিরাপত্তা, ইসলাম এবং তুমি যা পছন্দ করো এবং যায় তাতে সন্তুষ্ট হও, সাফল্য বর্ষণ করো। আমার এবং তোমার প্রভু হলেন আল্লাহ"

Post✍️- Chowdhury Raiyan

11/06/2025

Alhamdulillah Done For Qurbani 2025||Goru kenar Video 2025|| স্বপ্ন যাবে বাড়ি আমার-২০২৫||

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন বিদ্ধস্ত গাজার সামনে। সে আর কেউ না।আমাদের দেশের এক নাগরিক । মানে আমাদের বাংলাদেশের ডাক্তার। যে ...
07/04/2025

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন বিদ্ধস্ত গাজার সামনে। সে আর কেউ না।আমাদের দেশের এক নাগরিক । মানে আমাদের বাংলাদেশের ডাক্তার। যে মৃত্যু কে বাজি রেখে গত ১ মাস গাজাবাসী কে সম্পূর্ন ভলেন্টিয়ার হিসেবে চিকিৎসা দিয়ে গেছেন।
নিজেকে ওনার জায়গায় একবার চিন্তা করে দেখুন। আপনার আমার ঈমানের শক্তি আর তার ঈমানের শক্তির মধ্যে কতো সহস্র পার্থক্য।
এই বীর যোদ্ধার নাম ডা.মো. মইনুল হোসেন খান।
আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন।

#ডাঃসওগাত_এহসান

©️

07/04/2025
07/04/2025

07/04/2025

মেহমানরা চলে গেছে..কিন্তু পরিজন রয়ে গেছে। ©️
02/04/2025

মেহমানরা চলে গেছে..কিন্তু পরিজন রয়ে গেছে। ©️

যে অবস্থায় থাকি সেলফি তুলতে হবে!?আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক🤲
31/03/2025

যে অবস্থায় থাকি সেলফি তুলতে হবে!?
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক🤲

হাজারো ক্লান্তি তারপরও হাসিমুখে বাড়ি ফেরা.....
30/03/2025

হাজারো ক্লান্তি তারপরও হাসিমুখে বাড়ি ফেরা.....

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chowdhury Raiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chowdhury Raiyan:

Share