Moments with Eshia

Moments with Eshia From real to reels —Sharing pieces of my everyday life, chasing good vibes and turning everyday moments into little special one.

মায়ের পরে সন্তানকে নানীই মায়ের মতন করে আদরে যত্নে রাখে 🥰 Ezan er Young n beautiful nanumoni 😍আলহামদুলিল্লাহ মাশাল্লাহ
04/07/2025

মায়ের পরে সন্তানকে নানীই মায়ের মতন করে আদরে যত্নে রাখে 🥰
Ezan er Young n beautiful nanumoni 😍আলহামদুলিল্লাহ মাশাল্লাহ

বিয়ে বাড়ির “জর্দা” মানে একদম বিশেষ ঘ্রাণযুক্ত, রঙিন, মিষ্টি ও সুস্বাদু ভাত — যা বাঙালি যেকোনো উৎসবে পছন্দ করে। নিচে ক্...
04/07/2025

বিয়ে বাড়ির “জর্দা” মানে একদম বিশেষ ঘ্রাণযুক্ত, রঙিন, মিষ্টি ও সুস্বাদু ভাত — যা বাঙালি যেকোনো উৎসবে পছন্দ করে। নিচে ক্লাসিক বিয়ে বাড়ির জর্দা রেসিপি দেওয়া হলো:



🍚 বিয়ে বাড়ির জর্দা রেসিপি (Zarda Pulao in Bangla)

🟡 উপকরণ:
• বাসমতি/পোলাও চাল – ২ কাপ
• পানি – ৪ কাপ (চাল ভাতের মতো সেদ্ধ করার জন্য)
• চিনি – ১.৫ কাপ (ইচ্ছে মতো কমবেশি করতে পারো)
• ঘি – ১/২ কাপ
• এলাচ – ৪-৫টি
• দারুচিনি – ২ টুকরো
• লবঙ্গ – ৪-৫টি
• জাফরান বা খাবারের রং (কমলা/হলুদ) – ১/৪ চা চামচ
• কিসমিস – ২ টেবিল চামচ
• বাদাম (কাজু/বাদাম/চিনাবাদাম) – ২ টেবিল চামচ
• খোয়া খির বা মাওয়া – পরিমাণমতো (ঐচ্ছিক, স্বাদে রাজকীয়তা আনে)
• গোলাপ জল – ১ চা চামচ (ঐচ্ছিক)



🟡 প্রস্তুত প্রণালী:
1. চাল সেদ্ধ করা:
• চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখো।
• তারপর পানি ফুটিয়ে তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে চাল ৮০% সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখো।
2. রঙ ও চিনি মেশানো:
• আলাদা হাঁড়িতে ঘি গরম করে তাতে এলাচ, দারুচিনি, বাদাম ও কিসমিস ভেজে নাও।
• এবার চিনি, সামান্য পানি, খাবারের রং ও গোলাপ জল দিয়ে হালকা সিরা তৈরি করো।
3. চাল ও সিরা একত্রে মেশানো:
• চিনি গলে গেলে সেদ্ধ চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে দাও।
• ঢেকে রাখো এবং কম আঁচে ১০–১৫ মিনিট ‘দমে’ রাখো যেন চাল পুরোপুরি রং ও সিরা শোষণ করে নেয়।
4. শেষ ছোঁয়া:
• খোয়া খির বা মাওয়া ছিটিয়ে পরিবেশন করো।
• উপরে কিছু ভাজা বাদাম ও কিসমিস দিয়ে সাজালে একদম বিয়ে বাড়ির মতো লাগবে।



✅ টিপস:
• চাল যেন ঝরঝরে হয়, তাই ওভার কুক না করাই ভালো।
• ঘি ও চিনি যত সুন্দর ব্যবহার করো, তত বেশি সুগন্ধি ও মজাদার হবে।
• চাইলে ছোট ছোট রসগোল্লা বা চেরি দিয়েও সাজাতে পারো।

03/07/2025

Medicine Box 💊 ゚viralシfypシ゚

Am facing gentle memory decline after my Pregnancy.. i forget things i shouldn’t forget and clearly remember things that...
03/07/2025

Am facing gentle memory decline after my Pregnancy.. i forget things i shouldn’t forget and clearly remember things that i should forget for my mental health.

if my son ever chooses me over his wife, i failed.i’m not raising a little boy to stay mine forever.i’m raising a man wh...
03/07/2025

if my son ever chooses me over his wife, i failed.

i’m not raising a little boy to stay mine forever.
i’m raising a man who will one day lead, protect,
and pour love into his own family.

i want his wife to feel safe.
chosen. prioritized.
even if that means he tells me “no.”
even if that means i take a step back.

and yes, i hope i’m part of their holidays
and everyday memories.
but i never want to be the reason
there’s tension in their home.

my success as a mom?
knowing i raised a man
who leads with love, not guilt.

that’s how i’ll know i did it right.🤍

© Princess Brown

02/07/2025

Allah does not burden a soul beyond that it can bear…”
— Surah Al-Baqarah (2:286) ✨

আল্লাহ কখনো কোনো প্রাণকে তার সহ্যক্ষমতার বাইরে কোনো বোঝা দেন না।”
— সূরা আল-বাকারা (২:২৮৬) ✨

🕊️ ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। সহজতা আসবেই।

#আল্লাহ_রহমত #ধৈর্য

01/07/2025

অনেক কিছু এখনো অজানা অদেখা। ভিডিও নিজ হাতে করা -কি হচ্ছে এখানে?

🔥 ২০২৪ সালের জুলাই বিপ্লব: নতুন যুগের সূচনা

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যায় একটি ঐতিহাসিক ছাত্র ও জনতার আন্দোলন—যা পরে পরিচিত হয় “জুলাই বিপ্লব” নামে।

📌 কীভাবে শুরু হয়েছিল?
• আন্দোলনের শুরু হয় কোটা সংস্কার দাবিতে। সরকার মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য পুনরায় বিশেষ কোটা চালু করলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে নিয়োগ চেয়ে প্রতিবাদে নেমে পড়ে।
• ১৬ জুলাই শুরু হয় সরকারি দমন-পীড়ন, যেখানে হাজারের বেশি শিক্ষার্থী নিহত ও ২০,০০০ এর বেশি আহত হন। এ ঘটনাকে অনেকেই “জুলাই গণহত্যা” নামে আখ্যা দেন।

🇧🇩 বিপ্লবের প্রভাব:
• অনেকেই একে “দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম” বলে আখ্যা দেন।
• আগস্ট ৫ তারিখকে “জুলাই ৩৬” নামে স্মরণ করার প্রস্তাব এসেছে, যেন এটি গণতন্ত্রের পুনর্জন্ম দিবস হিসেবে পালিত হয়।

01/07/2025

১৯ ঘন্টা ICU te senseless থাকার পর আমার শ্বশুর জা বল্লো তার নাতিদের নিয়ে 😞

🇧🇩2025 নতুন জুলাই মাসের জন্য অভিনন্দন জানাই! “নতুন মাস, নতুন আশা—শুভ জুলাই মাসের শুভেচ্ছা!”🖤২০২৪-এর জুলাই মাস জীবনে চিরদ...
01/07/2025

🇧🇩2025 নতুন জুলাই মাসের জন্য অভিনন্দন জানাই! “নতুন মাস, নতুন আশা—শুভ জুলাই মাসের শুভেচ্ছা!”
🖤২০২৪-এর জুলাই মাস জীবনে চিরদিনের মতো স্মরণীয় হয়ে থাকবে।”“এই জুলাই ২০২৪, হৃদয়ে থাকবে চিরকাল।”

30/06/2025

লাইফে প্রধান ২ টা সমস্যা-
রাতে ঘুম আসে না,
সকালে ঘুম ভাংগে না।

30/06/2025

Address

Dhaka
1212

Telephone

+8801684718897

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments with Eshia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments with Eshia:

Share