24/06/2025
জীবনে সফলতা পেতে হলে বার বার হোঁচট খাবেন কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে। জীবনে সফলতা না পাওয়া পর্যন্ত হার মানবেন না।আজ হয়তো আপনার সফলতা নেই বলে অনেকেই অনেক কথা বলছে কিন্তু মনে রাখবেন একদিন আপনি সফলতা অর্জন করবেন আর সে সফলতা আগে যারা আপনাকে নানা কথা বলেছিল তারাই আপনাকে আগে বাহো বা দিবে। প্রতিটি সফলতা পেছনে অনেক কষ্ট ও ত্যাগ থাকে।তাই কষ্ট করুন ইনশাআল্লাহ সফলতা আসবেই আপনার।