Selected Articles

Selected Articles This page shares daily motivation and positive thoughts. I post simple quotes and stories that give you hope, strength, and confidence.

Follow this page to stay inspired and never give up on your dreams.

07/11/2025

পবিত্র কোরআনে যেসব নবী-রাসুলের বর্ণনা এসেছে জাকারিয়া (আ.) তাঁদের অন্যতম। অলৌকিক ঘটনাবলীতে বর্ণিল ছিল তাঁর জীবন। বার্ধক্য অবস্থায় এবং স্ত্রী বন্ধ্যা হওয়া সত্ত্বেও তাঁকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। বৃদ্ধাবস্থায় সন্তান চেয়ে আল্লাহর কাছে তিনি যে আবেদন করেছেন, তা পবিত্র কোরআনে উঠে এসেছে। তাঁর সেই দোয়াটি হলো #দোয়া

07/11/2025

তালাককৃত বউ ১০/১২ মাস পরে ফেরত আসতে চাইলে কোন প্রসেসে নিতে হবে? ইনবক্স থেকে।

গার্মেন্টস এর একজন জুনিয়র প্যাকারম্যানের যে বেতন ভাতা পাওয়ার সুযোগ আছে একজন সরকারি কর্মচারীর সেই সুযোগও নেই।
07/11/2025

গার্মেন্টস এর একজন জুনিয়র প্যাকারম্যানের যে বেতন ভাতা পাওয়ার সুযোগ আছে একজন সরকারি কর্মচারীর সেই সুযোগও নেই।

07/11/2025

এখন থে‌কে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা জেলা ও বিভাগীয় পর্যায়ে আর অনুষ্ঠিত হবে না---------

06/11/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে, জীবনের কোন দুঃখ-ই চিরস্থায়ী নয়। প্রিয়জন হারানোর বেদনাও কেটে যায় একদিন।
পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম জিনিস হচ্ছে, জীবনের কোন সুখ-ই চিরস্থায়ী নয়।
ঝুমবৃষ্টিও থেমে যায়, মানুষও বদলে যায় একসময় !

06/11/2025

অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি বিএনপির জন্য ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

জিল্লুর রহমান বলেন, ‘অনেকেই চিন্তা করছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির মনোনয়ন পাবেন কি না? তবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির সিদ্ধান্তটি ভালো হয়েছে। হাবিবুর রহমান হাবিবকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটিও গুরুত্বপূর্ণ।’

06/11/2025

খেয়াল করলে দেখবেন, যাদের যাদের ঠান্ডা-সর্দি লাগতেছে এদের সবকয়টাই সিঙ্গেল!🙂

বাংলা চলচ্চিত্র জগতে একজন নামকরা নায়িকা, তার নাম বলতে পারেন কি কেউ?
05/11/2025

বাংলা চলচ্চিত্র জগতে একজন নামকরা নায়িকা, তার নাম বলতে পারেন কি কেউ?

05/11/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগ বিজ্ঞপ্তি আজ বুধবার প্রকাশ করা হবে!
-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর!
🔥

হঠাৎই যেন দেশে মুরুব্বিপ্রেমী বেড়ে গেছে।তারা নিশ্চয়ই এই ঘটনার ব্যাপারে বেখবর ছিল না!
05/11/2025

হঠাৎই যেন দেশে মুরুব্বিপ্রেমী বেড়ে গেছে।
তারা নিশ্চয়ই এই ঘটনার ব্যাপারে বেখবর ছিল না!

সে কিছুই জানে না; এবং সে ভাবে যে- সে সব জানেন। এটি একটি রাজনৈতিক ক্যারিয়ারের স্পষ্ট ইঙ্গিত দেয়।-জর্জ বার্নার্ড শো
05/11/2025

সে কিছুই জানে না; এবং সে ভাবে যে- সে সব জানেন। এটি একটি রাজনৈতিক ক্যারিয়ারের স্পষ্ট ইঙ্গিত দেয়।

-জর্জ বার্নার্ড শো

বেয়ারার যেহেতু কেটেই দিয়েছে ক্রস এর দরকার হয়না, আবার ক্রস যেহেতু দিয়েছে বেয়ারার কাটার দরকার হয়না।
05/11/2025

বেয়ারার যেহেতু কেটেই দিয়েছে ক্রস এর দরকার হয়না, আবার ক্রস যেহেতু দিয়েছে বেয়ারার কাটার দরকার হয়না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selected Articles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selected Articles:

Share